আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস||

in আমার বাংলা ব্লগ3 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

outdoor-4437215_1280.jpg

ছবির উৎস

আজকে আপনাদের মাঝে কি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা পোস্টের টাইটেল দেখে।আজ ৮ ই মার্চ, আন্তর্জাতিক দিবস।এই দিনটিকে ১৯০৮ সালে মূলত নারী শ্রমিকরা তাদের কর্মঘণ্টা কমানো এবং যথাযথ মজুরি নিশ্চিত করতে আন্দোলন করেছিলেন।উক্ত আন্দোলনকে কে কেন্দ্র করেই মূলত এই দিবসটি পালিত হয়ে আসছে।এই দিনটিতে নারীর আর্থিক,সামাজিক,রাজনৈতিক অর্জনকে সম্মান জানানো হয়।বর্তমান সময়ে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে বিশেষ প্রতিবাদ জানাতে সকল সরকারি প্রতিষ্ঠান গুলো থেকে নারীদের বিশেষ সম্মান জানানো হয়।

আমাদের সমাজে কিছু কিছু পুরুষ রয়েছে যারা এখনো নারীদেরকে দাসী মনে করে নির্যাতন করে থাকেন।তাদের জীবন অসহনীয় করে তুলেন নির্যাতনের মাধ্যমে।বেশিরভাগ দরিদ্র পরিবারের মেয়েদের উপর করা হয় যৌতুক প্রদানের জুলুম।অসহায় পরিবার গুলোতে নারীদের হেয় করা হয়ে থাকে প্রতিনিয়ত।এসকল কিছুর প্রতিরোধ এর জন্য আজকের বিশেষ দিনটিকে মর্যাদার সাথে পালিত করা হয় সারা দেশে।নারীদের কর্মক্ষেত্র,শিক্ষাক্ষেত্র সর্বত্র সমান অগ্রাধিকার নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকার পক্ষ থেকে।

বর্তমান নারীরা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রে সীমাবদ্ধ নেই।তারা নিজেদেরকে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে স্বনির্ভরশীল করে তুলছেন।এতে তারা আর্থিক ভাবে এগিয়ে যাচ্ছেন।নারীদের কে সহায়তা করছেন বিভিন্ন এনজিও লোন প্রদানের মাধ্যমে।শহরের পাশাপাশি গ্রামের মেয়েদের আত্ম নির্ভরশীল করে তুলতে সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন ট্রেনিং এর ব্যাবস্থা করা হচ্ছে।এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে বিশেষ বিশেষ ব্যাবস্থা রয়েছে।বর্তমান পুরুষদের তুলনায় নারীদের এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সরকারি ,বেসরকারি প্রতিষ্ঠান গুলো থেকে।আধুনিক সমাজকে প্রতিষ্ঠা দিতে নারীদের সাহায্য গুরুত্বপূর্ণ যেটা এখন বাংলাদেশ সহ বিশ্বের দেশগুলোতে প্রতিফলন ঘটে যাচ্ছে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে তাদের সাফল্যের জন্য।একটি পরিবার,একটি সমাজ,একটি দেশ প্রতিষ্ঠা করতে নারীরা অসামান্য অবদান রাখছেন।তাই আমাদের সকলকে নারীদের বিশেষ সম্মান জানানো উচিত আজকের এই বিশেষ দিনে।তাছাড়া প্রত্যেকের উচিত নারীদেরকে ছোট না করে পুরুষের পাশাপাশি সমান মর্যাদা নিশ্চিতের ব্যাবস্থা করা ।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 8th March,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 months ago 

বিশ্বের প্রতিটি নারীর প্রতি শ্রদ্ধাশীল রইল। আজকে আন্তর্জাতিক নারী দিবস। এটা সত্য কথা আমাদের সমাজে কিছু অনেক পুরুষ আছে, তারা নারীদেরকে দাসী মনে করে অনেক নির্যাতন করে। আসলে এগুলো কখনোই ঠিক না, নারী পুরুষ সমান অধিকার যেমন একে অপরকে সম্মান করবে, একে অপরকে ভালবাসবে এটাই ভালবাসা।এখন আস্তে আস্তে মেয়েদের ও সমান অধিকার রয়েছে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

নারী পুরুষ একে অপরকে সম্মান করবে পাশে থাকবে তাহলেই না একটি আধুনিক সমাজ আমরা দেখতে পাবো,ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 months ago 

প্রথম আপনাকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। বর্তমান সময়ে নারীরা এক ধাপ এগিয়ে। কারণ সব দিক দিয়ে এখন নারীরা অনেক বেশি অগ্রগামী। সেটা লেখাপড়ার ক্ষেত্রে বলেন কিংবা কর্মক্ষেত্রে বলেন সব দিক দিয়ে এই অবদান রেখে যাচ্ছেন। এই দিবস কে আন্তর্জাতিক দিবস হিসেবে মর্যাদা দেওয়া হয় অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে খুব সুন্দর অনুভূতি গুলো লেখে শেয়ার করার জন্য।

 2 months ago 

নারী দিবসে আপনাকেও অনেক শুভেচ্ছা আপু,ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68313.70
ETH 3663.55
USDT 1.00
SBD 3.66