অবিশ্বাস্য অস্থির দ্বাদশের প্রয়াস।

in আমার বাংলা ব্লগ14 days ago

আমরা কমবেশি সকলেই আমাদের অবসর সময়টা বাসায় কিভাবে কাটাই ? অনেকেই বই পড়ে আবার অনেকেই বাগান করে কিংবা অন্য কোনো কাজ করে। ‍কিন্তু এর ফাকে আমরা সকলেই টেলিভিশনের পর্দায় কোনো না কোনোভাবে চোখ বোলাই কিংবা নিজের ফোনে। এরই পরিপ্রেক্ষিতে আমরা কমবেশি নাটক সিনেমা দেখে থাকি না ? যা শুধু আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য দেখে থাকি। কিন্তু আবার কিছু কিছু নাটক কিংবা সিনেমা আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করেনা ? তেমনি আমরা অনেকেই হয়তো টুয়েলভ ফেল মুভির কথা শুনেছি কিংবা দেখেছি। বলে রাখি আমি এখানে মুভি রিভিউ করছি না শুধু আমার কিছু কথা তুলে ধরছি।

আমাদের সকলের 12th fail মুভিটা থেকে অনেক কিছু শেখার আছে। যে প্রথমত লোকে আপনার পোস্ট বা উপাধিকে সম্মান করে আপনাকে নয়, তাই সফল হওয়া উচিত। কারণ পকেটে টাকা আর হাতে পাওয়ার থাকলে তবেই লোকে আপনাকে মাথায় করে রাখে। আর সফল হওয়ার জন্য অভাব কোনো অযুহাত হতে পারে না। মানুষের জীবনে অন্ধকার সময় আসবেই সেখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব।

Capture.PNG
স্ক্রিনশট 12th Fail Full Movie

মানোজ আইপিএস অফিসার হওয়ার আগে শ্রদ্ধার লেখা চিঠি থেকে বোঝা যায়,
letter.PNG
স্ক্রিনশট 12th Fail Full Movie

যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনার ভালো খারাপ সব পরিস্থিতিতে আপনার পাশে থাকবে।

hand.PNG
স্ক্রিনশট 12th Fail Full Movie

প্রত্যেকটা মানুষ এরকম একটা শ্রদ্ধাকে পাওয়ার আশা করে।

এবং পৃথিবীতে এমন একটা সম্পর্ক যা উপর থেকে রেডি হয়ে আসে না সেটা হলো বন্ধুত্ব। এই বন্ধুত্ব আমরা তৈরি করি। যদি মানোজ এর বন্ধুগুলোর মতো আপনার আমার একটা বন্ধু থাকে তাহলে আর বেশি কিছু লাগেনা জীবনে এতেই যথেষ্ট। কঠিন সময় গুলো যাদের সাথে অনায়াসে কাটানো যাবে। যে আপনার আমার সফলতায় মন থেকে খুশি হবে এরকম বন্ধু দরকার।

friend2.PNG

f3.PNG

friend.PNG
স্ক্রিনশট 12th Fail Full Movie

একজন মানুষ যখন সৎ হয় এবং কঠিন পরিশ্রমী হয় সে আজ হোক কিংবা কাল সফলতার ছোঁয়া পায়। কারণ সত্যের জয় সর্বত্র। একজন মানুষ যখন সৎভাবে অন্য মানুষের উপকার করে সেও একদিন সুনাম অর্জন করে।

ips.PNG
স্ক্রিনশট 12th Fail Full Movie

মানোজ এর জীবনে যেমন পুলিশ অফিসার ছিল তেমনি প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একজন পথপ্রদর্শক দরকার যে আপনাকে আমাকে সঠিক পথ দেখাবে।

সবথেকে যে বিষয়টি এখানে স্পষ্ট বুঝা যায় সেটা হলো পরিস্থিতি যেমনই হোক না কেন সেই পরিস্থিতি কখনোই একজন মানুষকে দমিয়ে রাখতে পারে না। কঠোর পরিশ্রম মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেয়। পৃথিবীতে কোনো কাজই ছোট না।

dade.PNG
স্ক্রিনশট 12th Fail Full Movie

বাবা মা আমাদের যে নামেই দিয়েছে না কেন সে নামটাকে তৈরি করা একান্তই আমাদের দায়িত্ব। লেগে থাকতেই হবে আর যদি ফেল করেও যাই তাহলে কোন কথা হবে না চুপচাপ আবার নতুন করে রিস্টার্ট

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 61473.25
ETH 2969.27
USDT 1.00
SBD 3.48