ABB power up Award 2023 - এ.বি.বি পাওয়ার আপ অ্যাওয়ার্ড ২০২৩

in আমার বাংলা ব্লগ4 months ago

Polish_20231228_195346024.webp

P.B.C

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? দেখতে দেখতে ২০২৩ সালের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা। বাংলা ব্লগ চলছে দুর্বার গতিতে। সেই সাথে বাংলা ব্লগের ইউজাররা নিজেদের পাওয়ার বৃদ্ধি করে এখন বেশ শক্তিশালী। টার্গেট ডিসেম্বর সিজন থ্রি ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন সময় এসেছে আপনাদের মধ্যে সেরাদেরকে পুরস্কৃত করার ।

এ পর্যন্ত ৭০,৪৬৭ স্টিম পাওয়ার বৃদ্ধি করা হয়েছে সিজন থ্রি তে। এটা সত্যিই অনেক বড় একটা এমাউন্ট। অনেক ইউজার ইতিমধ্যেই ভালো এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করে #clubdolphin এ পদার্পণ করেছে। তাদের সকলকে অভিনন্দন।


ABB power up Award 2023


কমিউনিটির পক্ষ থেকে সেরা দুইজনকে পুরস্কৃত করা হবে। সর্বোচ্চ কনসিস্টেন্ট পাওয়ার বৃদ্ধিকারী পাবে একটি অ্যাওয়ার্ড এবং সর্বোচ্চ অ্যামাউন্ট পাওয়ার বৃদ্ধিকারী পাবে একটি অ্যাওয়ার্ড। এছাড়া দুজনই @rme দাদার পক্ষ থেকে পাবে আপভোট পুরস্কার। সর্বোচ্চ কন্সিস্টেন্ট পাওয়ার বৃদ্ধিকারী আমরা ম্যানুয়ালি বাছাই করে নিব। কিন্তু সর্বোচ্চ অ্যামাউন্ট পাওয়ার বৃদ্ধিকারী বাছাই করতে আপনাদের নমিনেশন প্রয়োজন।

বছরের প্রথম থেকে এখন পর্যন্ত প্রত্যেকের একাউন্টে আলাদাভাবে প্রবেশ করে পাওয়ার বৃদ্ধির পরিমাণ হিসাব করাটা খুবই জটিল এবং সময় সাপেক্ষ। এজন্য আপনাদের প্রত্যেককের সহযোগিতা প্রয়োজন। যারা এ পর্যন্ত পাওয়ার বৃদ্ধি করেছেন তারা তাদের নিজ নিজ একাউন্টের পাওয়ার আপ পোস্টে গিয়ে প্রত্যেকবার যে অ্যামাউন্ট এর পাওয়ার বৃদ্ধি করেছেন সেটি যোগ দিবেন। এরপর ফলাফল আমার এই পোস্টের কমেন্ট বক্সে লিখবেন।

আপনাদের নমিনেশন দেওয়া কমেন্টগুলো আমি পুনরায় যাচাই-বাছাই করে দেখব। এতে আপনারা ভুল করলেও আসল বিজয়ীদের বাছাই করায় ত্রুটি থাকবে না। তাহলে নিম্নে উল্লেখিত ফরম্যাটে আপনাদের নমিনেশন জমা দিন।

আমার নমিনেশন:

মোট এমাউন্টঃ-

এই ফরমেটে আপনারা নমিনেশন করবেন । আগামী বৃহস্পতিবার দুপুর ১২ টা (IST) নমিনেশনের শেষ সময়।

নোট ১:- আপনারা চাইলে এ বিষয়ে একটি পোস্ট লিখে কমেন্ট বক্সে লিঙ্ক সাবমিট করে আপনার নমিনেশন নিশ্চিত করতে পারেন।

নোট ২:- একজন ইউজার সর্বোচ্চ একটি অ্যাওয়ার্ড এচিভ করতে পারবে।

পুরস্কার হিসেবে ফিজিক্যালি দুজনকে দুটি ক্রেস্ট পাঠানো হবে । যেখানে আপনার নাম, কমিউনিটির লোগো এবং বর্ষসেরা পাওয়ার আপের বিষয়টি উল্লেখ থাকবে। এছাড়াও আপ ভোটের ব্যবস্থা তো আছেই। ধন্যবাদ সবাইকে।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 months ago 

সিজন তিনে সর্বোচ্চ অ্যামাউন্ট পাওয়ার আপ হয়েছে। আর আমিও চেষ্টা করেছি সিজন তিন এ ভালো পরিমাণের পাওয়ার আপ করতে । খুব শীঘ্রই আমি আমার কৃত পাওয়ার আপের সমষ্টিগত সংখ্যা নিয়ে একটি পোস্ট শেয়ার করব।

 4 months ago (edited)

নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু সবাই পাওয়ার আপ করে গিয়েছে এই ১সপ্তাহ ধরে।বিশেষত আমি নিজেও চেষ্টা করেছি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার।যাইহোক হয়তোবা বেশি এমাউন্টের হয়নি,তবুও দেখবো কত হয়।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 4 months ago (edited)

পাওয়ার আপ প্রতিযোগিতার সিজন-৩ এ আমি চেষ্টা করেছি নিয়মিত বড় এমাউন্ট এর পাওয়ার আপ করতে। এতে করে আমি অনেকগুলো এসপির মালিক হতে পেরেছি। আশা করি পরবর্তী সিজনেও নিয়মিত পাওয়ার আপ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

আমার নমিনেশন:

মোট এমাউন্ট: ৩৭০৫ স্টিম পাওয়ার আপ

Posted using SteemPro Mobile

 4 months ago 

বাহ্ এ বছর তো দেখছি বেশ বড় এমাউন্টই পাওয়ার আপ করা হয়েছে। আর এদের থেকেই কিন্তু বাছাই করা হবে দুজন উইনার । যারা তাদের পাওয়ার আপ প্রতিযোগিতায় তাদের ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে রয়েছে তারাই পরুস্কারের অধিকারি হবেন। ধন্যবাদ প্রিয় দাদা কে এমন একটি প্রতিযোগিতার আয়োজন করে ইউজারদের মাঝে উৎসাহ প্রদান করার জন্য।

 4 months ago 

ডিসেম্বর সিজন থ্রিতে পাওয়ার আপ কন্টেস্টের অ্যাওয়ার্ড ২০২৩ এর ঘোষণা পড়ে খুবই ভালো লেগেছে। সবাই কিন্তু কম বেশি খুব সুন্দর সুন্দর পাওয়ার আপ করেছে। তবে তার মধ্যে সেরা দুইজনকে বাছাই করা হবে জেনে খুব ভালো লাগলো। চেষ্টা করেছি কমবেশি পাওয়ার আপ করে পাওয়ার আপ বৃদ্ধি করার। এছাড়া আমার টার্গেট ছিল ডলফিন হওয়ার তাও অর্জন করতে পেরেছি। আশা করি আমরা এমন একজনকে পাবো যিনি সবচেয়ে বেশি পাওয়ার আপ করেছেন। শুভকামনা রইল সবার জন্য।

 4 months ago 

এ পর্যন্ত ৭০,৪৬৭ স্টিম পাওয়ার বৃদ্ধি করা হয়েছে সিজন থ্রি তে।

এটা হিউজ পরিমাণ ছিল ভাই।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

এই একটি বছর কমিউনিটি তে বেশ অনেক পরিমাণ স্টিম পাওয়ার আপ করা হয়েছে।আমাদের কমিউনিটি অন্য কমিউনিটি থেকে অনেকটাই এগিয়ে। সর্বোচ্চ পাওয়ার অপকারীদেরকে গতবারের মতো এবারও আওয়ার্ড দেওয়া হবে,জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

সিজেন থ্রী তে বেশ অনেক টা পাওয়ার আপ হয়েছে। প্রত‍্যেকটা ইউজার যারা নিয়মিত পাওয়ার আপ করেছে তারা অনেক এগিয়ে গিয়েছে। তাদের জন্য শুভকামনা। আমার নিজের ইচ্ছা থাকলেও উপায় ছিল না। আমার সমস‍্যার কারণে সিজেন থ্রী তে একেবারেই পাওয়ার আপ করতে পারিনি। তবে আশাকরি সিজেন-4 এ আমি নিয়মিত পাওয়ার আপ করব। সবাইকে অভিনন্দন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61626.58
ETH 2940.28
USDT 1.00
SBD 3.66