আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ১৩

in আমার বাংলা ব্লগ6 months ago


"fish & river"

মাছে ভাতে বাঙালি বলা হয় আমাদের জাতকে । আর নদী তো বাঙালীর রক্তে মিশেই রয়েছে । নদীমাতৃক আমাদের দেশ । এপার বাংলা - ওপার বাংলা, দু' বাংলাতেই নদী আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ । নদীর মাঝি আর জেলে আমাদের শ্রমজীবী মানুষের যেমন প্রতিনিধিত্ব করে ঠিক তেমনই তারা আমাদের সংস্কৃতিরই একটি অঙ্গ । তাই আমার এবারের অ্যাবস্ট্রাক্ট আর্টের বিষয়বস্তু হলো "মাছ ও নদী" ।



"Dream of a Child"

শিশুর স্বপ্ন । বলা হয়ে থাকে শিশুর স্বপ্ন যেমন রঙিন, যেমন নির্মল, যেমন খুশির আবহ তাতে মিশে থাকে তেমনটি আর কোনো কিছুতেই নয় । এই স্বপ্নকে চিত্রিত করেছি আমার নিজের খেয়াল খুশি মতো ।



"Color Smoke"

রঙিন ধোঁয়া । একরাশ বিভিন্ন রঙের ধোঁয়া যখন কুন্ডলী পাকিয়ে আকাশপানে উঠতে থাকে তখন এক অপার্থিব সৌন্দর্য্যের সৃষ্টি হয়ে থাকে । সেই উত্থিত রঙিন কুন্ডলীকৃত ধোঁয়ারাশির দিকে নির্নিমেষ তাকিয়ে থাকার মতো সুখ আর কিছুতেই নেই ।



"Happy Life"

Happy Life

Like a messy residence
life finds a guidance.
All days are tedious, aimless
here stands a continuous darkness.
Life is like a river as wide
Yet just adrift on the tide,
Sometimes it tasted bitter
Longing to be a survivor.
Kingdom of the yellowish Sun
has poached by the mist,
Acute addiction to be a fan
of life can make us happiest.



"At the Dusk"

গোধূলী বেলা । সূর্য ডোবার পরেও বেশ কিছুক্ষণ আলো থাকে । এই না দিন, না রাতের সন্ধিক্ষণ হলো গোধূলী লগ্ন । সন্ধ্যের ঠিক পূর্ব মুহূর্তে এই গোধূলী বেলায় প্রকৃতি সেজে ওঠে এক অপরূপ সাজে । আকাশ সাজে সিঁদুর রাগে রঙিন, গাছপালার ছায়া ঘন হয়ে আসে । ফড়িং ও প্রজাপতির ওড়াউড়ি বৃদ্ধি পায় । পাখিরা কুলায় ফেরে আর ঝোপে ঝাড়ে একটি দুটি করে জোনাক জ্বলে ওঠে ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২১ নভেম্বর ২০২৩

টাস্ক ৪২০ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 1e518169fd082918a76229a9e977057620cb0d5c7b1cec58db6141d09beae1ee

টাস্ক ৪২০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 6 months ago 

আপনার প্রত্যেকটি ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখে মুগ্ধ করার মতো ছিল। কারণ প্রতিটি ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট এর মধ্যে এক একটি গল্প কথা লুকিয়ে আছে। বিশেষ করে গ্রাম বাংলার মাছে ভাতে বাঙালির যে নদীর দৃশ্য তুলে ধরলেন সেটি অনেক ভালো লেগেছে। তাছাড়া শিশুদের মস্তিষ্কের যে রঙ্গিন স্বপ্ন নিয়ে আর্ট তাও অনেক ভালো ছিল। বলতে গেলে আপনার শেয়ার করা প্রত্যেকটি ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট অনেক সুন্দর হয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

জালের মতো কতোশত নদী ছড়িয়ে ছিটিয়ে আছে। আর মাছ আর ভাত না হলে জমেই না। আর্টের কনসেপ্টটা দাদা দারুণ ছিল। তাছাড়া শিশুদের রঙিন স্বপ্নের এটাও ভালো ছিল। আজকের পর্বটাও উপভোগ করলাম 🍃

 6 months ago 

Dream of a Child
At the Dusk
Color Smoke

এই তিনটা ছবি আমার কাছে বেশি ভালো লেগেছে এবং বর্ণনাগুলোও যথার্থ দিয়েছেন ভাই। তাছাড়া বাকি ছবিগুলো সুন্দর।

শুভেচ্ছা রইল 🙏

 6 months ago 

দাদা আপনার অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো যত দেখি ততই অবাক হয়ে যায়। আজকের মাছ ও নদী,শিশুর স্বপ্ন,রঙিন ধোঁয়া সহ সব গুলো আর্ট দারুন লাগছে। আমি তো চিন্তা করে পায় না,আপনি এত সুন্দর আর্ট কখন শিখলেন। আর প্রত্যেকটি আর্ট অর্থবহ। ধন্যবাদ দাদা।

 6 months ago 

বাহ্! বরাবরের মতো আজকেও বেশ কয়েকটি দুর্দান্ত অ্যাবস্ট্রাক্ট আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন দাদা। প্রতিটি অ্যাবস্ট্রাক্ট আর্ট চমৎকার হয়েছে। তবে আমার কাছে গোধূলী বেলার অ্যাবস্ট্রাক্ট আর্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ এই মুহূর্তটা আমার খুব পছন্দের। যাইহোক এতো সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

정말 멋진 작품입니다.
마음의 안정이 되네요!!

 6 months ago (edited)

আপনার আঁকা ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি।
এই অংকন গুলোর সম্পর্কে তেমন ধারণা ছিল না তবে আপনার পোস্টগুলো পড়ে এবং অঙ্কন গুলো দেখে বেশ ধারণাহলো।গোধূলি বেলার প্রকৃতি অপরূপ ভাবে সাজে,শিশুর স্বপ্ন,মাছও নদী।এক কথায়প্রতিটি অংকন অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ দাদা সুন্দর কিছু অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 6 months ago 

দাদা, তোমার আঁকা ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট এই আর্ট গুলো অনেক সুন্দর হয়েছে। সেই সাথে আর্ট গুলোর বর্ণনাও তুমি খুব সুন্দর ভাবে করেছো। ডিজিটাল আর্ট আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য এই আর্ট করার জন্য আমি দুটো অ্যাপও নামিয়েছি ২ দিন আগে। সেই অ্যাপে আর্ট করার চেষ্টাও করলাম কিন্তু ঠিক করে করতে পারলাম না। এই আর্ট গুলো করা অনেক কঠিন কাজ পরে যা বুজলাম।

 6 months ago 

দাদা আপনার অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো আমার খুব ভালো লাগে এবং এটি দেখে অনেকটাই অনুপ্রেরণা পেয়েছি অ্যাবস্ট্রাক্ট আর্ট করার।অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69054.54
ETH 3793.22
USDT 1.00
SBD 3.70