রক্ষক যখন ভক্ষক।(নির্বাচন করি সঠিক রক্ষককে)|| 10% Beneficiaries @shy-fox ||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " রক্ষক যখন ভক্ষক "।


★★"রক্ষক যখন ভক্ষক"★★


IMG_20220212_193140.jpg


  • রক্ষক কী?,

আমরা মূলত জানি যে,
আমাদের রক্ষা করে সেই রক্ষক।
আমরা আমাদের সৃষ্টিকর্তা কে রক্ষক হিসেবে মানি।
আমাদের সমাজে কিছু লোক আছে যারা আমাদের সমাজের দেখভাল করে,
আমাদের দেশেরও কিছু রক্ষক আছে,
এইভাবে প্রত্যেক জায়গায় জায়গায় কিছু রক্ষক থাকে।
যারা বিভিন্ন কাজ কিংবা বিভিন্ন জিনিসপত্র দেখাশোনা করে। অবশ্যই সৃষ্টিকর্তা আমাদের একমাত্র রক্ষক।
তবে আমরা আমাদের মধ্যেই দলের প্রতিনিধিদের ক্ষেত্রে রক্ষক শব্দটি ব্যবহার করি।
আশা করি, আপনারা বুঝবেন না এবং আমার কথাকে স্বাভাবিক ভাবে নিবেন।

  • ভক্ষক কী?

আভিধানিক অর্থে যে ভক্ষণ করে সেই ভক্ষক।

অর্থাৎ যারা নেয় কিংবা যারা ভোগ করে কোন জিনিসকে তাদেরকে আমরা ভক্ষক হিসেবে জানি।
আমরাদের মধ্যে একদল হলো নিজেই রক্ষক এবং নিজেই ভক্ষক।
এবং,
যারা রক্ষা করে তারাই ভক্ষক হিসেবে সব লুটেপুটে নিবে, এইটা একটি সাধারণ নিয়ম হয়ে গেছে।
কিন্তু আমাদের সমাজে নিয়ম হয়ে গিয়েছে। সেটা হচ্ছে:-
যারা রক্ষক, যাদের রক্ষা করার কথা। তারাই ভক্ষণ করে।


★★"সমাজের রক্ষকদল"★★


আমাদের সমাজে ভোটের মাধ্যমে কিছু রক্ষক হিসেবে মানুষকে আমরা দাঁড় করাই
।আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলতে হয় তাহলে ভোট জিনিসটিকে সবাই আমরা অনেক হাস্যকর ভাবে নি।
কিন্তু একটা সময় ছিল যখন দেশে ভোটের খুব গুরুত্ব ছিল এবং অবশ্যই এই দিনটিকে অথবা এই বিষয়টিকে গুরুত্বের সহকারে দেখতো।
কিন্তু যত দিন যাচ্ছে, এমন ভাবে বলছে যে আমাদের অনেক দরকারি এবং প্রয়োজনীয় বিষয়কে আজকাল আমরা হাসির ছলে কিংবা মজা করেই দেখি।
তেমনটাই আমাদের দেশের ভোটের ব্যবস্থাটাও।
সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ অবশ্যই আমার মতামতের সাথে কখনোই অন্য জনের মতামত একই ভাবে মিলবে না।
সে হিসেবে আমরা বলতে পারি যে,
আমি আমার যে মতামত টা লিখলাম । আপনার সাথে অথবা আপনাদের সাথে না মিলতেও পারে। সে কারণে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।
তো আমরা যেখানে ছিলাম,
সেটা হচ্ছে সমাজে আমরা কিছু রক্ষককে আমাদের মাথার উপর দাঁড় করাই।

  • যেন তারা আমাদের সমাজের উন্নতি ঘটাতে পারে,
  • তারা যেন আমাদের সমাজের উন্নয়ন নিশ্চিত করতে পারে
    এবং
  • তারা যেন আমাদের সমাজকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে।

★★"সমাজের প্রতিনিধি"★★


আমরা হলাম সাধারন মানুষ।
আমাদের সমাজে যে এই নিয়মটি প্রচলিত রয়েছে। সেটা হল:- আমরা সমাজের সকলে মিলে একজন প্রতিনিধি বানাবো
এবং সেই প্রতিনিধি আমাদের সকল বিষয়ে সফলতা কিংবা সকল বিষয়ে সুযোগ-সুবিধা দেওয়াতে আমাদের সাহায্য করবে।
এবং,
আমাদের সমাজের বিভিন্ন রকমের উন্নতি করবে।
আমাদের সমাজের অনেক রকমের কাজ রয়েছে,
কিংবা আমাদের আশেপাশে বিভিন্ন কাজ রয়েছে যেগুলো আমরা চাইলেই সাধারণ জনগণ করতে পারি না।

সেই কাজগুলো করতে আমাদের দরকার হয় আমাদের প্রতিনিধিদের।
এসব কাজের জন্যই মূলত প্রতিনিধি করা হয়।
এবং একটি দল থাকলে অবশ্যই দলের একটি প্রতিনিধি প্রয়োজন।
না হলে দল কখনো সুন্দর ভাবে চলতে পারে না।
এসব আরো বিভিন্ন কারণ নিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করি।
কিংবা বর্তমানে হয়তো আজকাল প্রতিনিধি নিজে নিজেই হয়ে যায়।
কিন্তু সেটা যাই হোক না কেন বিষয়টি প্রতিনিধির এবং আমাদের সমাজে এরকম অনেকগুলো প্রতিনিধি রয়েছে বিভিন্ন সেক্টরের বিভিন্ন বিষয়ের জন্য।


★★"সকলেই সমান নয়"★★


  • সব রক্ষক ভক্ষক হয়:-

আমি উপরে রক্ষকের ভাক্ষক হওয়ার কথা লিখেছি।
কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে সব রক্ষকই ভক্ষক নয়।

আমাদের সমাজে এমন ও কিছু প্রতিনিধি,
এমন ও কিছু রক্ষক আছে যারা নিজেদের কথা না ভেবে সবসময় সমাজের কথা ভেবেছে।
মূলত এমনটাই হওয়া উচিত।

ক্ষমতা যখন যোগ্য ব্যাক্তির হাতে যায়, তখন ই সমাজ সাবলীল গতিতে চলতে পারে।
তা না হলে সমাজ কোনদিন ও সুন্দর ভাবে চলবেনা।
সমাজের সেসব মানুষ গুলাকে আমাদের সম্মান করা উচিত।
যারা আমাদের কথাভাবে,
যারা জনগণ এর কথা ভাবে।


এটা মনে রাখতেই হবে যে, সব রক্ষক ভক্ষক নয়।


সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Sort:  
 2 years ago 

ভালো লিখেছেন তবে নৈতিকতা এবং মানবতা না থাকলে কোনভাবেই সমাজের যোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দেয়া সম্ভব না। কেননা যে কেউ জোর করে আপনার থেকে ক্ষমতা টা নিয়ে নিবে এবং আপনি যদি বাধ্য হয়ে তাকে দিয়ে দেন, যোগ্য ব্যক্তিরা বসে বসে আঙ্গুল চুষবে। ধন্যবাদ ভালো মোটিভেশনাল পোস্ট শেয়ার করার জন্য।

খুব সুন্দর একটি মন্তব্য করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

2.2.png

আপনার লেখা গুলো পড়লাম। ভালই লিখেছেন । রক্ষক যখন ভক্ষক। সত্যি পৃথিবীর প্রতিটি কোনে রক্ষকরাই ভক্ষন করে চলছে । তবে তার সংখ্যা খুবই কম না হলে পৃথিবী টিকতো না। যার হাতে রক্ষা করার দায়িত্ব দিলাম সেই যদি সব ভক্ষন করে বসে থাকে তবে কিভাবে এই সমাজ এগুবে। আসলে যোগ্য লোকের হাতে দায়িত্ব দেয়া উচিত নতুবা এমন টা হবেই। লেখাটি পড়ে ভাল লাগলো । ধন্যবাদ ভাই ।

2.2.png

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 
রক্ষক যখন ভক্ষক।নির্বাচন করি সঠিক রক্ষককে খুবই সুন্দর ভাবে আপনি বিষয়টিকে তুলে ধরেছেন যে আমার কাছে খুব ভালো লেগেছে।ক্ষমতা যখন যোগ্য ব্যাক্তির হাতে যায়, তখন ই সমাজ সাবলীল গতিতে চলতে পারে।একদম ঠিক বলেছেন আমি আপনার সাথে সহমত পোষণ করছি♥♥

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে সমাজে ভালো মানুষ কখনো কোন দায়িত্ব পায় না। যারা দায়িত্ব পায় তারা এসব কিছু লুটেপুটে খায়। এটা এখন বাস্তব কথা। আসলে এখনকার সময়ে ভালোর কোন কাল নাই।জোর যার মুলুক তার এটাই কথা ভাইয়া। আসলে কিছু বলার নাই। আপনি অনেক সুন্দর একটি আলোচনা করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ক্ষমতা যখন যোগ্য ব্যাক্তির হাতে যায়, তখন ই সমাজ সাবলীল গতিতে চলতে পারে।

আপনার সাথে আমি একমত পোষণ করছি ভাইয়া । আসলে এখন ভোটের অধিকার সেটা প্রাণ হরণ করা হয়েছে বলা চলে । এখন ভোট দেওয়া কে মানুষ হাস্যকর বিষয় ভাবে । সমাজের একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে সমাজের উন্নতি সম্ভব । সুন্দর বিষয় সম্পর্কে লিখেছেন ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 68085.88
ETH 3553.62
USDT 1.00
SBD 3.17