এসো নিজে করি সপ্তাহ {৫ম দিন}। মেয়েদের ফ্যাশানেবল হিল জুতা তৈরি।

in আমার বাংলা ব্লগ20 days ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ ২২শে বৈশাখ, গ্রীষ্মকাল,১৪৩১বঙ্গাব্দ। ৫ই মে,২০২৪ খ্রীস্টাব্দ।

s31.jpg

s32.jpg

রবিবারের আড্ডা শেষে যখন এই পোস্ট লিখছি, তখন মেঘের গর্জন-শিলা-বৃষ্টিতে প্রকৃতির এত দিনের রুদ্রতাপ, প্রকৃতিই শীতল করে দিচ্ছেন। প্রকৃতির কি আশ্চর্য ক্ষমতা। যে বৃষ্টির জন্য মানুষের এতদিনের কামনা-বাসনা-প্রার্থনা প্রকৃতি আজ উদার হস্তে ঢেলে দিচ্ছেন।কি স্বস্তি! প্রিয় বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি, এসো নিজে করি সপ্তাহের পঞ্চম দিনের ব্লগ নিয়ে।একটি নতুন ডাই প্রজেক্ট।আর তা হলো মেয়েদের ফ্যাশানেবল হিল জুতা তৈরি।বেশ সময় নিয়ে তৈরি করেছি এই ডাইটি। যদিও সময় নিয়ে তৈরি করেছি তবে বানানোর পর আমার বেশ ভালো লেগেছে।মেয়েদের হিল জুতা তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি গ্লিটার পেপার,ঔষধের কাপ । এছাড়া আনুসঙ্গিক অন্যান্য উপকরণ কি ব্যবহার করেছি এবং কিভাবে তৈরি করেছি ,তা নিম্নে সবিস্তারে বর্ণনা করেছি। চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি করলাম,মেয়েদের ফ্যাশানেবল হিল জুতাটি। আশাকরি, আজকের ডাই প্রজেক্টটি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

s1.jpg

১।গোলাপী রং এর গ্লিটার কাগজ
২। গ্লু
৩। কাঁচি
৪।কার্টুন বোর্ড
৫।বিভিন্ন সাইজের সাদা পুথি
৬।মোটা কাগজ
৭।গ্লু গান
৮।ঔষুদের কাপ

মেয়েদের ফ্যাশানেবল হিল জুতা তৈরি।

ধাপ-১

s26.jpg

প্রথমে কার্টুন বোর্ডে হিল সেন্ডেল বানানোর জন্য সেন্ডেলের সোল এঁকে দুই পিস কেটে নিয়েছি।

ধাপ-২

s25.jpg

s24.jpg

সোলের সাইজ অনুযায়ি গ্লিটার পেপার কেটে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৩

s23.jpg

s22.jpg

ঔষুধের কাপ এক সাইডে কেটে নিয়েছি জুতার হিল বানানোর জন্য।যাতে সামনের অংশের সাথে হিলের সামঞ্জস্য থাকে।

ধাপ-৪

s21.jpg

s19.jpg

s18.jpg

s17.jpg

এবার দু'টুকরো কার্ড বোর্ড কেটে নিয়েছি। কাটা কার্ড বোর্ড দু'টো জুতার সোলের সামনে অংশে গাম দিয়ে একটির উপর অপরটি লাগিয়ে নিয়েছি। এবং অতিরিক্ত অংশ কেটে নিয়েছি।

ধাপ-৫

s15.jpg

s14.jpg

জুতার সামনের অংশের সমান করে এক টুকরো মোটা কাগজ কেটে নিয়েছি, এবং তা গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

s13.jpg

s12.jpg

চিকন করে গ্লিটার পেপার কেটে নিয়েছি। এবং তা জুতার সামনে ক্রস করে লাগিয়ে নিয়েছি।এবং শেষে গোল করে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭

s10.jpg

s8.jpg

s7.jpg

আবার চিকন করে গ্লিটার পেপার কেটে নিয়েছি হিল সেন্ডেলের চারপাশে লাগানোর জন্য। যাতে সুন্দর লাগে।একইভাবে অপর সেন্ডেলটিও বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

s6.jpg

s5.jpg

s4.jpg

s3.jpg

s33.jpg

s2.jpg

এবার ঔষধের কাপের মধ্যে বিভিন্ন সাইজের পুথি নিয়ে নিয়েছি,সেন্ডেলের হিল বানানোর জন্য।এবং তা গ্লু গানের সাহায্যে সেন্ডেলের পিছনে লাগিয়ে নিয়েছি। একইভাবে অন্য সেন্ডেলটিতেও লাগিয়ে নিয়েছি। সেন্ডলতিকে আরও সুন্দর করার জন্য দু'টো পুথি লাগিয়ে নিয়েছি।ব্যস তৈরি আমার আজকের ডাই প্রজেক্ট মেয়েদের ফ্যাশানেবল হিল জুতা।

উপস্থাপন

s31.jpg

s32.jpg

s30.jpg

বন্ধুরা,আশাকরি, আজ আমার ডাই প্রজেক্টঃ মেয়েদের ফ্যাশানেবল হিল জুতা তৈরি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে, আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টডাই পোস্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৫ই মে,২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 19 days ago 

দারুণ সুন্দর মেয়েদের ফ্যাশানেবল হিল তৈরি করেছেন আপু।চমৎকার সুন্দর হয়েছে হিল গুলো।বানানো পদ্ধতি অসাধারণ সুন্দর হয়েছে। ধন্যবাদন আপনাকে সুন্দর মেয়েদের হিল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 19 days ago 

ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 days ago 

অনেক সুন্দর জুতা তৈরি করেছেন তো। আমি তো আপনার এই দারুন প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। বেশ ভালো লাগলো আপনার এই দক্ষতা দেখে। অসাধারণ হয়েছে জুতা দুটা।

 19 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 20 days ago 

দারুন এক অভিজ্ঞতা দেখিয়েছেন আপু।এতো নিখুত ভাবে কাজটা করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে।আর প্রতিটি ধাপের বর্ননা আপনি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য আপু।

 19 days ago 

আপনার জন্যও অনেক শুভ কামনা।ধন্যবাদ ভাইয়া।

 20 days ago 

ঠিকই বলেছেন আপু আজ অনেকদিন পরে মেঘ গর্জন করে দারুন বৃষ্টি নেমেছে । এই ধরনের শিলা বৃষ্টি অনেকদিন পরে দেখতে পেলাম । প্রকৃতি এক বৃষ্টিতে সবকিছু ঠান্ডা করে দিয়ে গিয়েছে । আপনি আজকে খুব সুন্দর একটি মেয়েদের ফ্যাশনেবল হিল জুতা তৈরি করেছেন ।হঠাৎ করে দেখে বোঝাই যাচ্ছে না যে এটি হাতে বানিয়েছেন মনে হচ্ছে কেনা খুবই সুন্দর হয়েছে ।

 19 days ago 

বৃষ্টির খুব দরকার ছিল।বৃষ্টি হয়ে জন জীবনে স্বস্তি এনে দিল।ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 20 days ago 

আপু এগুলো দেখে তো আমি সত্যি সত্যিই ভেবেছিলাম আপনি সত্যিই জুতা বানিয়েছেন। কি যে কিউট লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপু মেয়েদের ফ্যাশনেবল হিল জুতা তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 19 days ago 

আমার বানানো হিল জুতা আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 20 days ago 

আপু আপনাদের ওখানে শিলা বৃষ্টি হয়েছে জেনে বেশ ভালো লাগলো ।আমাদের এদিকে একটু বাতাস হলো পরবর্তীতে কিছুই হলো না ।যাইহোক আজ আপনি গ্লিটার আর্ট পেপার দিয়ে খুবই চমৎকার একটি জুতা তৈরি করেছেন দেখতে একদম সত্যিকারের হিলের মতোই লাগছে। বেশ ভালো লাগলো দেখে ।অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 19 days ago 

আমি চেস্টা করেছি যাতে সত্যিকারের জুতার মতো দেখতে হয়।ধন্যবাদ আপু।

 20 days ago 

ওয়াও অসম্ভব সুন্দর হয়েছে দেখতে একদম সত্যিকারে জুতোর মত লাগছে। গ্লিটার আর্ট পেপার দিয়ে আপনি খুব চমৎকার জুতা তৈরি করেছেন সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার তৈরি জুতাগুলো দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 19 days ago 

আমার বানানো জুতা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 20 days ago 

একদম ঠিক বলেছেন আপু প্রচন্ড গরমে মানুষের মনের কামনা বাসনা প্রার্থনায় প্রকৃতি আজ উদার হস্তে ঢেলে দিয়েছেন। এমন সুন্দর বৃষ্টিতে যেনো স্বস্থি ফিরে এসেছে। অনেক দিন পর যেনো শরীর আর পরিবেশ সবকিছু শীতল হয়ে গিয়েছে। যাই হোক আপনি গ্লিটার পেপার দিয়ে খুবই ইউনিক একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করেছেন। মেয়েদের ফ্যাশানেবল হিল জুতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। জুতা গুলো দেখতে একদম বাস্তবের মতোই হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 19 days ago 

জি আপু বৃষ্টি জনজীবনে স্বস্তি নিয়ে এসেছে।যাই হোক আমার বানানো জুতা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68887.40
ETH 3743.98
USDT 1.00
SBD 3.67