চকলেট প্যাকেট এর অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ23 days ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ২১শে বৈশাখ, গ্রীষ্মকাল,১৪৩১বঙ্গাব্দ। ৪ঠা মে,২০২৪ খ্রীস্টাব্দ।

o14.jpg

o12.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে, আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে চকলেট প্যাকেট এর অরিগ্যামি উপস্থাপন করবো। আমরা সবাই জানি, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। তাই অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা।আজ আমি দু,একটি ভাঁজ করেই চকলেট প্যাকেট এর অরিগ্যামি তৈরি করেছি। চকলেট প্যাকেট এর অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, ,কিভাবে তৈরি হলো আজকের রঙ্গিন কাগজ দিয়ে চকলেট প্যাকেট এর অরিগ্যামিটি। আশাকরি, আজকের চকলেট প্যাকেট অরিগ্যামিটি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o15.jpg

১। রঙ্গিন কাগজ
২।কাঁচ
৩।গাম
৪। বিভিন্ন রং এর সাইন পেন
৫।টিসু

তৈরির পদ্ধতি

ধাপ-১

o1.jpg

প্রথমে ১০ সেঃ মিঃX৫সেঃমিঃ সাইজের চার টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি চকলেট প্যাকেট বানানোর জন্য।

ধাপ-২

o2.jpg

কেটে নেয়া কাগজের টুকরো গুলো দু'পাশে থেকে দু'টো ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৩

o5.jpg

o3.jpg

প্রতিটি প্যাকেটে কয়েকটি ফলের ছবি অংকন করে নিয়েছি।

ধাপ-৪

o4.jpg

কিছু টিসুকে গোল করে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-৫

o6.jpg

o7.jpg

o8.jpg

প্যাকেটগুলোতে চকলেট এর নাম লিখে নিয়েছি। এবং দু'পাশের কাগজ জিকজাক করে কেটে নিয়েছি।

ধাপ-৬

o9.jpg

o10.jpg

o22.jpg

o11.jpg

দু'পাশের কাগজের প্রান্ত গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। সেই সাথে প্যাকেট এর এক পাশও গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং গোল করে দলা বানানো টিসু প্যাকেট এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এরপর প্যাকেট এক প্রান্ত যে পাশে বন্ধ করা হয়েছে, অন্য অংশটি বিপরীত পাশে বন্ধ করে নিয়েছি গাম লাগিয়ে। এভাবে সব গুলো প্যাকেট তৈরি করে নিয়েছি।

উপস্থাপন

o13.jpg

o12.jpg

o14.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে বানানো চকলেট প্যাকেট এর অরিগ্যামিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ৪ঠা মে, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 22 days ago 

আপনি অনেক সুন্দর করে দেখেছি রঙিন কাগজ দিয়ে চকলেটের প্যাকেট তৈরি করেছেন যেগুলো খুব সুন্দর হয়েছে। এরকম ভাবে চকলেটের প্যাকেট আমিও তৈরি করেছিলাম। এগুলোর ভিতরে ক্যান্ডি ঢুকিয়ে বাচ্চাদেরকে দিলে তারা অনেক বেশি খুশি হয়। চারটা প্যাকেটের উপরে ভিন্ন রকম ফল আঁকার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক বেশি সুন্দর করে প্যাকেট গুলো তৈরি করলেন। কেউ চাইলে সহজে এই চকলেটের প্যাকেট গুলো তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে।

 21 days ago 

জি আপু বাচ্চারা বেশ পছন্দ করবে এই প্যাকেটগুলো। ধন্যবাদ আপু।

 23 days ago 

খুব সুন্দর এবং চমৎকার একটি চকলেট প্যাকেট এর অরিগামি করেছেন আপু।খুবই কিউট লাগছে দেখতে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 21 days ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 22 days ago 

আপনি অনেক সুন্দর কয়েকটি চকলেট তৈরি করেছেন। আসলে আপু রঙিন কাগজের তৈরি যেকোন জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। আপনি বিভিন্ন ধরনের চকলেট তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু চকলেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 21 days ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 22 days ago 

আপু, রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে চকলেট প্যাকেটের অরিগ্যামি তৈরি করেছেন। চকলেটের প্যাকেট গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তাই এই চকলেটের প্যাকেট যদি কারো হাতে দেয়া যায়, সে সত্যিকার অর্থে চকলেটের প্যাকেট ভেবে ভুল করে ফেলবে। সেই সাথে চকলেট ভেতরে আছে বলে খাওয়ার জন্য প্যাকেট ছিড়ে ফেলবে হাহাহা। খুব সুন্দর উপস্থাপনা ছিল আপু, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 21 days ago 

ঠিক বলেছেন। আমার বরও ভুল করেছিল চকলেট এর প্যাকেটগুলো দেখে । ধন্যবাদ ভাইয়া।

 22 days ago 

খুব সুন্দর ভাবে আপনি চকলেটের প্যাকেটের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে দেখিয়েছেন। চকলেট প্যাকেট গুলো দেখতে খুবই কিউট লাগছে। তবে আপনার ফটোগ্রাফি গুলো ঝাপসা লাগছে। ক্লিয়ার ভাবে ছবিগুলো তুললে আরো বেশি দারুন লাগতো ফটোগ্রাফি গুলো দেখতে। ধন্যবাদ আমাদের মাঝে এই অরিগ্যামি পোস্টটি শেয়ার করার জন্য।

 21 days ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 22 days ago 

এর আগেও কমিউনিটিতে অনেক সুন্দর চকলেটের প্যাকেট এর অরিগামী দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল। অনেকদিন পরে আবার আপনার মাধ্যমে এরকম চকলেটের প্যাকেট এর অরগামী দেখতে পারলাম দেখে ভালো লাগলো। বোঝাই যাচ্ছে আপনি এটা অনেক সময় নিয়ে তৈরি করেছেন ধৈর্য সহকারে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 21 days ago 

ছোট ছোট কাজতো ,তাই সময় লেগেছে । ধন্যবাদ ভাইয়া।

 22 days ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর চকলেটের প্যাকেট তৈরি করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। দেখতে একদম হুহুহু অরজিনাল এর মতই লাগছে। অসাধারণভাবে আপনি ডাই পোস্টটি শেয়ার করলেন।

 21 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 22 days ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। খুবই ভালো লেগেছে এত সুন্দর চকলেটের প্যাকেট তৈরি করতে দেখে। এ জাতীয় ক্রিয়েটিভিটি গুলো খুবই ভালো লাগে আমার।

 21 days ago 

আমারও ভালো লাগে এধরনের কাজ করতে। ধন্যবাদ ভাইয়া।

 23 days ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কিছু চকলেটের অরিগামি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে সত্যিকারের চকলেটের প্যাকেট। উপরে খুব সুন্দর করে ছোট ছোট ফলের ছবি আঁকাতে আরো বেশি ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 21 days ago 

যাতে অরিগ্যামিটি সুন্দর হয় তাই ফলের ছবি এঁকেছি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 22 days ago 

এই ধরনের কাজগুলো আমাদের কমিউনিটিতে প্রায়ই দেখতে পাই। প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের কিছু তৈরি যেটা দেখতে ভালো লাগে। আর যারা তৈরি করে সুন্দর হলে আরো বেশি ভালো লাগে। তাদের কাজের প্রতি অনুপ্রেরণা দেয় । আজকে চকলেটের প্যাকেট খুব সুন্দর করে তৈরি করে ফুটিয়ে তুলেছেন। অনেক সুন্দর হয়েছে আপু।

 21 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69300.96
ETH 3785.42
USDT 1.00
SBD 3.68