☆꧁প্রকৃতির কাছাকাছি ꧂☆



আসসালামু আলাইকুম/আদাব

IMG20240427115650.jpg



☆꧁প্রকৃতির কাছাকাছি ꧂☆


❤️✍️❤️

IMG20240427120917.jpg

বন্ধুরা সুন্দর, সতেজ, স্নিগ্ধ লাল গোলাপের শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।

বন্ধুরা -এই প্রচন্ড তাপদাহে আমি প্রায় আট দিন ধরে আমার ঘরের মধ্যে বন্দী ছিলাম। বন্দী ছিলাম মানে-শুধুমাত্র বাড়ির কাজ গুলো করতাম আর ঘরের মধ্যেই থাকতাম। অর্থাৎ বাড়ির বাইরে যাওয়া হয়ে ওঠে নাই। তাই অনেকটা একঘেয়েমি লাগছিল। গতকাল রাতে আমাদের এলাকার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আমার শ্রদ্ধাভাজন বড় আপা আরিফা সুলতানা লাভলী। তিনি আমাকে ফোন দিয়ে বলেছিলেন আজকে একটু বাইরে ঘুরতে যাব। আর সেজন্যই মূলত আজকে আমরা রিকশায় করে একটু গ্রামের দিকে ঘুরতে যাই। এক কথায় কিছুটা সময় আমরা প্রকৃতির সাথে মিশে যেতে চেয়েছিলাম।
প্রকৃতির এই অপরূপ রূপ এবং সৌন্দর্য আমাদেরকে যেন মুগ্ধ করছিল। আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের এদিকে আকাশটা আংশিক মেঘলা ছিল এবং খুবই সুন্দর একটা হিমেল বাতাস ছিল। আর এমন একটা পরিবেশে খোলা রিক্সায় ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলুন।

প্রায় অনেকদিন পর প্রকৃতির কাছাকাছি গিয়েছি। আর তাই আজকের অনুভূতিটা একটু ভিন্ন রকম। সত্যিই অনেক দিন পর আপা আর আমি প্রাণ খুলে কথা বলেছি এবং হেসেছি। চারিদিকে সবুজ ধান ক্ষেত যখন হাওয়ায় দুলছিল তখন কি যে মনোরম লাগছিল। সে এক অন্যরকম উপলব্ধি। সবুজের কাছাকাছি কিছুক্ষণ থাকতে পেরে সত্যিই অনেক ভালো লেগেছে। ধানক্ষেতের পাশেই যখন আমরা কচুরিপানা ফুল গুলো দেখেছি তখন তো অন্যরকম উচ্ছাসিত হয়েছিলাম। এবং সেই উচ্ছ্বাসে আমরা সেখানে কিছু ফটোগ্রাফি করি।। এরপর আমরা ভুট্টা ক্ষেত দেখেছিলাম। এবং অনেকগুলো ভোটটা দেখেছিলাম যেগুলো খেতে থেকে তুলে রাস্তায় শুকাতে দেয়া হয়েছিল। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমি কিছুটা ভিডিওতে ধারণ করেছি। আর সেটা না হয় অন্য আরেকদিন শোনাবো।

IMG20240427120912.jpg

গ্রামের এই আঁকাবাঁকা পথের দুই ধারে যখন সবুজ সেটা হাওয়ায় দোলে। তখন সীমাহীন আনন্দে নাচতে ইচ্ছে করে গাইতে ইচ্ছে করে। ইচ্ছে করে কাব্য কথায় পরিবেশ টাকে ধরে রাখি। গল্প লিখতে ইচ্ছে করে ইচ্ছে করে প্রবন্ধ লিখতে। আমার দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে আরো কত কি লিখতে ইচ্ছে করে।
সবুজের প্রান্তে গিয়ে আজ এত বেশি প্রাণবন্ত হয়েছিলাম, যে শরীর মন দুটোই শীতল হয়েছে। আর মনে পেয়েছি প্রশান্তি।
সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি,ছুঁয়ে যাচ্ছিল হৃদয়ে। আর হৃদয়ের কথাগুলো ব্যক্ত করছি আমার বাংলা পরিবারের সকল সদস্যদের সাথে। বন্ধুরা সময় এবং সুযোগ পেলে আপনারাও ঘুরে আসবেন সবুজের প্রান্ত ছুঁয়ে। দেখবেন প্রকৃতির কাছাকাছি গেলে কতটা প্রশান্তি পাওয়া যায়। আমাদের মন এবং মস্তিষ্ক দুটোই শান্ত হয়ে যায়। আর সে কারণে আমরা অনেক রিলাক্স হতে পারি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। তবে ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে আগামীতে।
প্রত্যেকেই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সচেতনতার পাশাপাশি সাবধানে থাকবেন। বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। লেবু পানি খাওয়ার সানাই এগুলো সব সময় সংগ্রহে রাখবেন। এবং অসুস্থ হয়ে পড়লে ডক্টরের সরণাপন্ন হবেন। টা টা,,,

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: জেনারেল

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

অনেকদিন পর প্রকৃতির কাছাকাছি গিয়েছেন জেনে অনেক ভালো লাগলো আর সত্যিই প্রাকৃতিক সুন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। বাসার ভিতর থাকতে থাকতে একঘেয়েমি লাগে। এর হাত থেকে বাঁচার উপায় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। এবং মনটাও অনেক ফ্রেশ হয় এই প্রকৃতির কাছাকাছি থেকে । বেশ দারুন ছিল পোস্টটি আপু আর ফটোগ্রাফি গুলো অসাধারণ । ধন্যবাদ দারুণ একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 14 days ago 

জ্বী আপু এই গরমে অনেকদিন পর প্রকৃতির কাছাকাছি গিয়ে অনেকটা প্রশান্তি পেয়েছি। এবং প্রকৃতির কাছাকাছি গিয়ে একরাশ মুগ্ধতা নিয়ে এলাম।

 14 days ago 

আপু প্রকৃতির সাথে আপনার এত সুন্দর সময় কাটানো দেখে আমারও ইচ্ছে করছে আবারও ছুটে যাই গ্ৰামের সেই সবুজ প্রকৃতির মাঝে। যেহেতু আপনাদের দিকে আজ আকাশ একটু মেঘলা ছিল আর দুই বোন মিলে রিক্সায় ঘুরেছেন তাহলে তো সেই আনন্দটা আরও দ্বিগুন ছিল বুঝতে পারছি। এমন সুন্দর প্রকৃতির সান্নিধ্যে গেলে এমনেতেই মনটা ভালো হয়ে যায়। জীবনটাকে উপভোগ করার জন্য আর মন ফ্রেশ রাখতে মাঝে মাঝেই এমন সুন্দর পরিবেশে ঘোরাঘুরি করা উচিত। আপু আপনাকে দেখে মনে হচ্ছে সবুজ প্রকৃতির মাঝে এক লাল পরী দাঁড়িয়ে আছে❤️। ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত ও আপনার মনের কথা গুলো এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 14 days ago 

আসলে যেখানে এই ছবিটি তুলেছিলাম সেখানকার কচুরিপানা ফুল গুলো দেখতে অসাধারণ লাগছিল। এবং চারিদিকে সবুজে সবুজময়। আর তাই ওই সৌন্দর্যকে ধরে রাখার জন্য একটি ছবি তুলে ফেললাম। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আর প্রশংসিত হতে কার না ভালো লাগে বলুন।

 14 days ago 

আসলে আপু প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। তবে এমন হিমেল হাওয়ায় প্রকৃতির মাঝে ঘুরতে সবারি অনেক ভালো লাগে। আর অনেক দিন পরে গেলে আরো বেশি ভালো লাগার কথা। আপনারা বেশ ভালো একটা সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 14 days ago 

অনেকদিন পর এই প্রচন্ড গরমে প্রকৃতির কাছাকাছি গিয়ে একটু শীতল অনুভূতি,, যেন প্রাণটাকে জুড়িয়ে দিল।

 13 days ago 

মন ভালো রাখতে নিজে ভালো থাকতে অবশ্যই মাঝেমধ্যে এমন সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের আসা প্রয়োজন। অনেক সুন্দর অনুভূতি ব্যক্ত করেছেন আজকের এই প্রাকৃতিক পরিবেশের মাঝে এসে। ভালো লাগলো আপু আপনার সুন্দর এই ব্লগ দেখে। মাঝেমধ্যে গ্রামের এমন প্রাকৃতিক পরিবেশে আসবেন আঁকাবাঁকা পথ ধরে কিছুটা হাঁটাহাঁটি করবেন দেখবেন খুবই ভালো লাগবে।

 13 days ago 

গ্রামের আঁকা বাঁকা পথে হাঁটতে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে। এবং মাঝে মাঝে আমি এটা করার চেষ্টা করি। সুন্দর পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ।

 13 days ago 

আপু আগে বলেন আপনার স্নিগ্ধ সৌন্দর্যের রহস্য কি? আপনাকে যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। সত্যিই আপু আপনার অনুভূতি জেনেও অনেক ভালো লাগলো। বড় আপুর ডাকে ছুটে গিয়েছেন আর সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। প্রকৃতির মাঝে সময় কাটাতে সত্যিই অনেক ভালো লাগে।

 13 days ago 

আপু আমি সব সময় নিজেকে সুন্দর রাখতে চাই।। আর এটাই হলো আমার সৌন্দর্যের মন রহস্য। তাছাড়া আমি খাবারটা খুব কম খাই।
বাকিটা বিধাতা প্রদত্ত। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 13 days ago 

অনেকদিন পর আপনি প্রকৃতির কাছাকাছি বেশ কিছু সময় কাটিয়েছেন জানতে পেরে বেশ ভালো লাগলো। আপনি প্রায় আট দিন ঘরের মধ্যেই ছিলেন জেনে বেশ খারাপ লাগলো আসলে অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রত্যেকেই বাইরে বের হতে পারছে না। আপনার বড় আপ আরিফা সুলতানা লাভলী এর সাথে রিকশায় চড়ে গ্রামের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন এবং প্রাণ খুলে গল্প করেছেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 13 days ago 

আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ে, সুন্দর মন্তব্য করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া।

 13 days ago 

এই প্রচন্ড গরমে প্রায় আট দিন আপনি ঘর থেকে বাইরে বের হননি ।বড় আপা আরিফা সুলতানা লাভলী আপনাকে বাইরে ঘুরতে যাওয়ার জন্য ফোন দিয়েন ।সেজন্য আপনি গ্রামের দিকে একটু ঘুরতে এসেছেন । আসলেই বিকেল বেলায় ঘুরতে অনেক ভালো লাগে। সবুজ শ্যামল ভরা মাঠে বিকেলে ঘুরতে গেলে সত্যি মনে হয় প্রকৃতির কাছাকাছি। ধন্যবাদ আপু আপনাকে অনেক অনেক শুভকামনা রইল।

 13 days ago 

আপু আট দিন পর ঘর থেকে বের হয়ে
কি যে প্রশান্তি পেয়েছি প্রকৃতির কাছে
তা ভাষায় বোঝানো যাবে না।
আসলে মাঝে মাঝে এভাবে প্রকৃতির
কাছে যাওয়া আমাদের খুবই দরকার।
তাতে দেহ ও মন প্রশান্তি খুঁজে পায়।

 11 days ago 

আমাদের এদিকে আকাশ মেঘলাও নেই, আবার হিমেল বাতাসও নেই। এজন্য অনেক বেশি কষ্ট হচ্ছে আমাদের। আমি আপু এখন গরমের জন্য ঘর থেকে আর বের হচ্ছি না। তাছাড়া এখন এই গরমে যদি আমাকে কেউ ফোন দিয়ে বাইরে বের হতে বলে, আমি তো বের হব না। হা হা হা..🤭 যাইহোক, আপনারা যে প্রকৃতির সান্নিধ্যে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন, এটা জেনে খুব খুশি হলাম আপু।

 11 days ago 

সেদিন আকাশটা বেশ মেঘলা ছিল এবং খুবই চমৎকার বাতাস ছিল। খোলা রিকশায় প্রকৃতির কাছাকাছি যেতে অসাধারণ লেগেছিল। প্রশান্তিতে ঘুম চলে আসছিল চোখের ভেতর। অনেক বেশি আরাম পেয়েছিলাম সেদিন।

 11 days ago 

প্রশান্তিতে ঘুম চলে আসছিল চোখের ভেতর। অনেক বেশি আরাম পেয়েছিলাম সেদিন।

তাহলে তো অসাধারণ সময় কেটেছিল আপু আপনাদের সেদিন। প্রকৃতির কাছে গিয়েই একমাত্র এরকম অনুভূতি পাওয়া যায়।

 11 days ago 

একদম ঠিক বলেছেন। প্রকৃতির কাছাকাছি গেলে, এরকম অনেক অনুভূতি অনুভবে আসে।
এবং প্রাণটাও জুড়িয়ে যায় শীতলতায়।

 11 days ago 

সবুজের শীতলতায় এমন প্রাণ জুড়িয়ে যাওয়ার অনুভব আমিও পাই, যখন গ্রামে ঘুরতে যাই তখন।

 10 days ago 

❤️❤️

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 60895.62
ETH 2917.92
USDT 1.00
SBD 3.58