"আতিফ আহমেদ নিলয়ের" কার বাসরে থাকো বন্ধু, কার জন্য বউ সাজো|| গানটি ডুয়েট কভার~~



আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছিআর আপনারা সকলেই সবসময় সুস্থ থাকবেন। ভালো থাকবেন। এটাই আমার প্রত্যাশা।

received_1156264861978837.webp


বন্ধুরা আজ অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটি ডুয়েট গান নিয়ে হাজির হলাম।শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু গান গাইতে পারি না। সেটা আপনারা সকলেই অবগত। শুধুমাত্র আমার বাংলা ব্লগে বিনোদনের ছলে গান গাইবার চেষ্টা করি।আতিফ আহমেদ নিলয় এর খুবই জনপ্রিয় একটি গান,কার বাসরে ঘুমাও তুমি কার জন্য বউ সাজো।এই গানটি ডুয়েট নিয়ে এসেছি।আমি এবং আমার সাথে গানটির কভার করেছেন আমার খুবই স্নেহভাজন আর ভাইয়া।আতিফ আহমেদ নিলয়ের কথা কি আর বলব।খুবই ভাইরাল একটি নাম।এবং তার অনেকগুলি গান ভাইরাল হয়েছে।সোশ্যাল মিডিয়ার যুগে এখনো চলছে নানা রকমের গুঞ্জন নিলয় কে ঘিরে।তবে এটা সত্যি আতিফ আহমেদ নিলয়ের গান আমার খুবই ভালো লাগে এইরকম একটি,,উদীয়মান তরুণ শিল্পী কে আমরা হারাবো এটা কখনোই ভাবতে পারিনি। কি জন্য, কি কারণে, কার জন্য তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তা আমার জানা নেই।যে কারণে তিনি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যান না কেন ? তার জন্য মন থেকে দোয়া করি।তবে তার এই গানটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। যদিও পুরো গানটি কোনদিন কখনো শুনিনি এর আগে।আজকে আরিফ ভাইয়া আমাকে স্টার মেকারে জয়েন হওয়ার জন্য গানটা পাঠিয়ে ছিল।তাই চেষ্টা করলাম কোনরকম গানটি গাওয়ার।গানটি এতোটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার পরম পাওয়া।তবে এটা সত্যি কথা যে, এর আগে কোনদিন কখনো আমি এই গানটি গুনগুন করে ও গাই নাই।আজ প্রথম পুরো গানটি শুনলাম।খুবই বিরহের একটি গান।তবে গানের কথায় অনেক বাস্তবতা ফুটে উঠেছে।তো বন্ধুরা চলুন গানটি শুনে আসি।


আতিফ আহমেদ নিলয়ের,, কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বউ সাজো,,


কভার আরিফ ও সেলিনা সাথী

ভিডিও লিংক



গানের লিরিক্স



কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বউ সাজো
আমারে না খুন করিয়া কার বাসরে আছো
কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বউ সাজো
আমারে না খুন করিয়া কার বাসরে আছো
আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল
তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল
আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল
তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল
তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল
সাক্ষী ছিলো আসমান জমিন ছিল চন্দ্র তারা

বলেছিলে বাচঁবে না হায় তুমি আমায় ছাড়া
সাক্ষী ছিলো আসমান জমিন ছিল চন্দ্র তারা
বলেছিলে বাচঁবে না হায় তুমি আমায় ছাড়া
আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল
তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল
তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

আরিফ ভাইয়ের কন্ঠটা আমার কাছে সেই রকম লেগেছে, মনে হচ্ছে একদম ফিল করে গানটি গেয়েছে। কিছু সময়ের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম, আরিফ ভাইয়ের কণ্ঠের সাথে আমিও কিছুটা কণ্ঠ মিলিয়ে ছিলাম যখন গানটা শুনছিলাম।

 2 years ago 

সত্যিই আরিফ ভাইয়া গানটি খুবই চমৎকার গেয়েছেন আমার কাছে খুব ভালো লেগেছে।
♥♥

 2 years ago 

দারুণ গেয়েছেন আপু। আপনার কন্ঠ এমনি অনেক সুন্দর। টোনটা একটু বেশি লেগেছে। একটু কম হলে ফাটাফাটি হতো আপু। আর আপনি গান গাইতে পারেন না কে বলছে। আপনি খুবই সুন্দর গান করেন। আতিফ আহমেদ নিলয়ের এর গলা খুব সুন্দর। তিনি আত্নহত্যা করেছেন জেনে খারাপ লাগলো।

 2 years ago 

আমি তো সবসময় স্বীকার করি আমি গান গাইতে পারি না। শুধু বিনোদন করি। তবে আরিফ ভাইয়া সত্যি সুন্দর গান করেন।♥♥

 2 years ago 

আরে বাহ অসাধারণ!!!
আরিফ ভাই তো ফাটিয়ে দিয়েছে ৷ সত্যি অনেক চমৎকার লাগছে আমি তো মন দিয়ে শুনতেছি ৷
আর নিজে নিজে গাইতেছি ৷
ধন্যবাদ আপু

 2 years ago 

অনেক খুশি হলাম। গানটি মন দিয়ে শোনার জন্য। এবং গুনগুন করে গাওয়ার জন্য♥♥

 2 years ago 

আমার সব থেকে ফেভারিট একজন গায়ক আতিফ আহমেদ নিলয়। খুবই কষ্ট লেগেছিল যখন তাকে হারিয়েছি আমাদের সকলের মাঝে থেকে। আমার মেয়ে, ভীষণ পছন্দ করত তার গান। আপনার কন্ঠে তার গাওয়া কার বছরে ঘুমাও বন্ধু গানটি শুনে বেশ ভালো লাগলো। সত্যি খুবই চমৎকার ছিল আপনার এই গান।

 2 years ago 

একদম সত্যি কথা বলেছেন। আতিফ আহমেদ নিলয়ের মৃত্যুটা আমাদের সকলকে শোকাহত করেছে। তার জন্য অনেক অনেক দোয়া।♥♥

 2 years ago 

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় গান গুলোর মধ্যে এই গানটি অন্যতম । আমি এই গানটি প্রায় সময় শুনে থাকি। তবে আতিফ আহমেদ নিলয় আমাদের মাঝ থেকে এভাবে চলে যাওয়া খুবই কষ্টের। আপনার কন্ঠে গানটি শুনে সত্যি খুব ভালো লাগলো। এত মিষ্টি কন্ঠে গানটি পরিবেশন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

বর্তমান সময়ের জনপ্রিয় গানগুলোর মধ্যে, এই গানটি অন্যতম একটি গান। একদম ঠিক বলেছেন ভাইয়া।
♥♥

 2 years ago 
অনেক দারুন গেয়েছেন আপু। সত্যি বলতে আপনার থেকেও আরিফ ভাইয়ের কন্ঠটা অনেক অনেক সুন্দর হয়েছে। তবে আতিফ আহমেদ নিলয় আমাদের মাঝে এখন নেই। এটা শুনে কিছুটা খারাপ লাগলো। অনেক সুন্দর একটি ডুয়েট গানের কভার আপনি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
 2 years ago 

এটা সত্যি যে আরিফ ভাইয়া অনেক সুন্দর গান করেন। তাঁর গানের কন্ঠ অসাধারণ।♥

 2 years ago 

আতিফ আহমেদ নিলয় এর গান শুনলে কেমন জানি একটা অনুভূতি চলে আসে আপু। সে মারা যাওয়ার পর তার বউয়ের এখন এমন একটা অবস্থা যেটা দেখলে নিজেকে অনেক খারাপ লাগে।
আর আপনারা অনেক সুন্দর ভাবে গানটি গেয়ে আমাদের সাথে উপস্থাপন করেছেন।
আপনাদের জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনি একদম ঠিকই বলেছেন। নিলয় ভাই এর গান গুলো একটু অন্যরকম অনুভূতি এনে দেয় অনুভবে।♥♥

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 67205.80
ETH 3112.68
USDT 1.00
SBD 3.71