You are viewing a single comment's thread from:

RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৭ (বিজ্ঞান)

১.টমাস আলভা এডিসন।
২.আলবার্ট আইনস্টাইন।এখানে ভর শক্তির পরস্পর রূপান্তরযোগ্যতা বোঝানো হয়েছে।অর্থাৎ কোন বস্তু থেকে যে পরিমান শক্তি পাওয়া যাবে তা ঐ বস্তুর ভর ও আলোর বেগের গুণফলের সমান।

৩.জায়ান্ট স্টার গুলো যখন সংকুচিত হতে থাকে তখন তাদের আয়তন কমে কিন্তু ভর একই থাকে। এর ফলে খুবই ক্ষুদ্র জায়গায় অনেক বেশি পরিমান ভর জমা হয়।ফলে সেখানে মহাকর্ষ বল এত প্রবল হয় যে সেখানে থেকে আলো পর্যন্ত বের হতে পারে না।এভাবেই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর তৈরি হয়।

৪.অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সব থেকে কাছের গ্যালাক্সি।এটা আমাদের থেকে ২.৫৩৭ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।এর মাঝে এক ট্রিলিয়ন তারা আছে।এর ব্যাস প্রায় ২২০,০০০আলোকবর্ষ
৫.Air craft carrier.বই দুইটির নাম জনিনা।
৬.আলো।
৭.ড.কুদরত-এ-খুদা। অনেক বইয়ে কুদরত-ই-খুদা লেখা তার নামের বানান।

৮.জগদীশ চন্দ্র বসু।

৯.খ=খ।আলোর বেগ ধ্রুব।

১০.পৃথিবীর চারদিকে ও নিজে আক্ষের চারদিকে একবার ঘুরতে চাদের একই সময় লাগে।তাই আমরা চাদের এক পাশ শুধু দেখতে পাই।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.029
BTC 69229.38
ETH 3686.26
USDT 1.00
SBD 3.43