অভাব

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অভাব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে এই পৃথিবীতে সকল লোকেরই কিছু না কিছুর অভাব রয়েছে। আসলে অভাবহীন লোকের সংখ্যা একদম শূন্য বললেই চলে। কারণ একজন গরিব লোকের থেকে শুরু করে একজন ধনী লোকেরও কিন্তু অভাব রয়েছে। কিন্তু একেক জনের ক্ষেত্রে এই অভাবটা আলাদা ধরনের হয়ে থাকে। আসলে আমাদের জীবনে যদি অভাব না থাকতো তাহলে আমাদের জীবনে কখনোই কোনো পরিশ্রম করার প্রয়োজন হতো না। এছাড়াও গরিব মানুষের অভাব এক ধরনের, মধ্যবিত্ত পরিবারের অভাব এক ধরনের এবং ধনী পরিবারের লোকের অভাব এক ধরনের। প্রথমে গরিব লোকের অভাব সম্পর্কে একটু আলোচনা করা যাক।



আমাদের এই পৃথিবীতে গরিব লোকের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে এই গরিব লোকেদের প্রধান অভাব হল খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। আসলে এই তিনটে জিনিসের যদি অভাব গরিবদের পূরণ হয়ে যায় তাহলে তারা একটু ভালোভাবে দিন যাপন করতে পারবে। আসলে এই অভাবের জন্য তাদেরকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়। আসলে তারা যতই কঠোর পরিশ্রম করুক না কেন তাদের এই অভাব তারা খুব সহজে মিটিয়ে ফেলতে পারে না। এছাড়াও তারা কিন্তু এই অভাবের জন্য প্রতিবছর অনেক বেশি কষ্ট পায় এবং অনেকে আছে এই কষ্ট করতে করতে একদিন পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে যায়।

এবার মধ্যবিত্ত শ্রেণীর লোকের অভাবের বিষয়ে একটু আলোচনা করা যায়। এই মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের সবথেকে বড় অভাব হল যে তারা না পারে খুব গরিবের মতো দিন যাপন করতে এবং না পারে অনেক ধনী লোকেদের মতো দিন যাপন করতে। কারণ তাদের আত্মসম্মানবোধটা একটু বেশিই থাকে। তারা যখন অনেক কষ্ট অর্থাৎ বিভিন্ন ধরনের অর্থকষ্ট এবং খাদ্যকষ্টে ভোগে তখন তারা না পারে অন্যের কাছে সাহায্যের জন্য হাত পাততে আবার না পারে কাউকে তাদের এই দুঃখের কথা বলতে। এছাড়াও তারা তাদের পরিবারকে খুব সামান্যভাবে সুখ দিয়ে পরিবারটিকে কোনভাবে সারা বছর চালানোর জন্য। তাদের এতটা সাধ্য থাকে না যে তারা তাদের পরিবারের সকল শখ আহ্লাদ মিটিয়ে দেয়।

এবার আসি ধনী পরিবার লোকেদের অভাবের বিষয়ে। আপনারা মনে করছেন যে একজন ধনী লোকের কিসের অভাব থাকতে পারে এ জীবনে। কারণ তাদের কাছে তো অর্থের অভাব নেই এবং কোন কিছু কমতিও থাকে না তাদের জীবনে। কিন্তু তাদের জীবনে তাহলে এত বেশি কষ্ট কিসের। আমার কাছে মনে হয় যে এই ধনী লোকের প্রচুর অর্থ থাকতে পারে কিন্তু এই লোকেদের জীবনের প্রধান কষ্ট হল একটু সুখের অভাব। কারণ তারা টাকা দিয়ে এই পৃথিবীর সকল কিছু ক্রয় করতে পারলেও তারা কিন্তু কখনো সুখ টাকা দিয়ে ক্রয় করতে পারে না। আসলে টাকার পিছনে ছুটতে ছুটতে তাদের সকল আত্মীয় স্বজন তাদের থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু একসময় তাদের অনেক বেশি টাকা হয়েছে। কিন্তু পিছনে ফিরে দেখে তাদের সেই আত্মীয়-স্বজন আর তাদের কাছে নেই।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61143.11
ETH 2928.78
USDT 1.00
SBD 3.56