গুরুত্বপূর্ণ কিছু ফল ও শাকসবজির ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ28 days ago

সবজি বিষয়ক রেনডম ফটোগ্রাফি

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু শাকসবজির ফটোগ্রাফি এবং তার বর্ণনা উপস্থাপন করব আপনাদের মাঝে। আশা করি এই পোস্ট পড়ার মধ্য দিয়ে অনেক কিছু জানার সুযোগ হবে আপনাদের।


IMG_20231026_095102_155.jpg

সোর্স

Photography device: Infinix hot 11s


ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা। ধনিয়াপাতা আমাদের শরীরের জন্য খুবই উপকার। এটা কিডনির জন্য বিশেষ ভূমিকা পালন করে। তাই যে কোন তরকারির মধ্যে এই পাতা দেওয়া যায় অথবা রস করে খাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ভাজাপোড়া রেসিপিতে সালাদ হিসাবে ব্যবহার করা হয়। তাই পুকুর পাড়ায় সবজি বাগানে আমি এই ধনিয়া পাতা আবাদ করেছিলাম। আর সেখান থেকে ধারণ করেছিলাম এই ফটোটা।

IMG_20240206_174942_069.jpg

Photography device: Infinix hot 11s


২ নং ফটোগ্রাফি

এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুঁইশাকের বিচি। এটা আলুর সাথে ভাজি করে খেতে আমি খুবই পছন্দ করি। এছাড়াও আলাদাভাবে ভাজি করা যায়। রক্ত উৎপাদনের ক্ষেত্রে খুবই উপকারে আসে এই পুঁই শাকের বিচি। তবে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।

IMG_20231212_143227_439.jpg

Photography device: Infinix hot 11s


৩ নং ফটোগ্রাফি

এখানে দেখতে পাচ্ছেন গোল জাতের লাউ। এই লাউ আমার পুকুর পাড়ে উৎপাদন করেছিলাম এবার। এটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যারা অতিরিক্ত কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য ডাক্তারের লাউ বেশি খেতে বলেন।

IMG_20240210_174810_924.jpg

Photography device: Infinix hot 11s


৪ নং ফটোগ্রাফি

এখানে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা জাতের লাউ। এই লাউটা বেশ পছন্দ করি আমি। পুকুর পাড়ে তিন রকমের লাউ উৎপাদনের চেষ্টা করে থাকি আমি। কারণ লাল এমন একটা সবজি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোষ্ঠকাঠিন্য দূর হওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য শরীর ভালো রাখার জন্য লাল সবজিটা খুবই গ্রহণযোগ্য।

IMG_20240210_174749_508.jpg

Photography device: Infinix hot 11s


৫ নং ফটোগ্রাফি

আমরা সকলেই বাজার থেকে কম বেশি পাকা কলা কিনে খাওয়ার চেষ্টা করি। তবে কেউ জানে না কোন কলাগুলো স্বাস্থ্যকর বা ফরমালিনমুক্ত। বেশিরভাগ সময় দেখা যায় ফরমালিন দিয়ে কলা পাকানো হয়। তবে এই সমস্ত পাকানো কলা গুলো শরীরের জন্য খুবই ক্ষতিকারক। সে ক্ষেত্রে আমরা যদি নিজেরা গাছ লাগিয়ে কলা সংরক্ষণ করে খেতে পারি তাহলে কোন ঝুঁকি থাকে না। বরং সেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

IMG_20231118_221945_293.jpg

Photography device: Infinix hot 11s


৬ নং ফটোগ্রাফি

শীতকালীন শাক সবজির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজি হিসেবে আমি মনে করি মুলা। হয়তো এটা পানি জাতীয় অতি রসালো সবজি। তবে এর ভূমিকা অনেক বেশি রয়েছে। গ্যাসের প্রবলেম থেকে শুরু করে অনেক শারীরিক সমস্যা দূর করে থাকে মুলা। ডাক্তারের বিভিন্ন অসুখে বিভিন্ন রকমের শাকসবজি খাওয়া মানা করে থাকে কিন্তু কখনো মূলা খাওয়া মানা করে না। কারণ এতে কোন প্রকার ক্ষতিকারক উপাদান নেই।

IMG_20231221_134118_235.jpg

Photography device: Infinix hot 11s


৭ নং ফটোগ্রাফি

এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন মাশরুমের ফটোগ্রাফি। আমরা চাইলে খুব সহজে মাশরুম উৎপাদন করতে পারি। আবার বিভিন্ন সময় লক্ষ্য করা যায় বিভিন্ন কাঠ পাতা পোচে মাশরুম উৎপাদন হয়। যারা অতিরিক্ত মেদ বা ভুড়ি বৃদ্ধিতে ভুগছেন তাদের জন্য মাশরুম খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাইলে আমাদের তরকারির মধ্যে এগুলো ব্যবহার করতে পারি। মাশরুম গুলা সকল প্রকার খাবারের সাথে গ্রহণযোগ্য। অনেক ডক্টরে মাশরুম খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এতে খারাপ কোন দিক খুঁজে পাওয়া যায়নি। বরং শরীরের জন্য খুবই উপকার।

IMG_20231026_095249_548.jpg

Photography device: Infinix hot 11s

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW.png


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পোস্ট বিবরণ
ব্লগার@sumon09
ফটো ও ব্লগ ডিভাইসInfinix Hot 11s
লোকেশনLocation
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 28 days ago 

ভাইয়া আপনি বেশ উপকারী কিছু ফল ও সবজির ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ধনিয়া পাতা,লাউ আর পুঁই শাকের বিচির ফটোগ্ৰাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবগুলো সবজি আমার খুব পছন্দের। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 27 days ago 

ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 27 days ago 

ফটোগ্রাফিগুলো সুন্দর ছিল তবে মূলার ছবি দেখেই হাফিজ ভাইয়ের কথা মনে পড়ে গেল হা হা। আপনার চাষকৃত সবজিগুলোর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 27 days ago 

একদম ঠিক বলেছেন আপনি।

 27 days ago 

ভাই আপনার পুকুর পাড়ে এত ধরনের সবজি আর ফলমূলের চাষ করেন সত্যি এটা দারুন ব্যাপার। গ্রামের এসব অথেন্টিক জিনিস খাইতেও অনেক বেশি সুস্বাদু হয়। প্রতিটি ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন পড়ে ভালো লাগলো। মাশরুম অবশ্য এর আগে কখনো খায়নি তবে মাশরুম খাওয়ার খুব ইচ্ছা রয়েছে আমার। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 27 days ago 

হ্যাঁ ভাই সারা বছরে অনেক কিছু থাকে।

 27 days ago 

আজকে আপনি তাজা ফল ও শাকসবজির ফটোগ্রাফি করেছেন। তাজা শাকগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। তবে লাউয়ের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।মাশরুমের ফটোগ্রাফিটি দেখেও খুব ভালো লাগলো । এবং সবগুলো অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।

 27 days ago 

লাউয়ের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 27 days ago 

এই সময় ধনিয়া পাতা দেখেই তো খেতে ইচ্ছে করছে। টাটকা শাকসবজি গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া গ্রামের দিকে এই টাটকা সবজি গুলো করতে পাওয়া যায়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।

 27 days ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 27 days ago 

বেশ ভালো ভালো ও উপকারী সবজির ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি সবজি আমি অনেক পছন্দ করি শুধু মূলা বাদে। আর আমার জিবনে মাশরুম শুধু একবারই খেয়েছি।

 26 days ago (edited)

আমিও সবজি পছন্দ করি।

 26 days ago 

তাই নাকি ভাই।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69303.67
ETH 3657.38
USDT 1.00
SBD 3.22