আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ৩১-১২-২৩

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।

62F7F9DE-E283-4387-A056-11FBCAB92C61.jpeg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।

বরাবরের মত এ সপ্তাহেও অ্যাক্টিভ ও সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি।সবাই কমবেশি বেশ ভালই সাপোর্ট পেয়েছেন। শুধুমাত্র দাদার বিবেচনায় @haideremtiaz কে এ সপ্তাহে এই লিস্টে আনা হয়েছে।যেহেতু তিনি এ সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিস্টে রয়েছেন তাই আগামী সপ্তাহে shy-fox থেকে মোট তিনটি সাপোর্ট পাবেন।

সময়কাল : ২৫ ডিসেম্বর ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ০১ জানুয়ারি ২০২৪ থেকে ০৭ জানুয়ারি ২০২৪

লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ

ক্রমিক সংখ্যাব্লগার প্রোফাইলসাপোর্ট
০১https://steemit.com/@haideremtiaz/postsshy-fox

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

এই সাপ্তাহে চিরুনি চালান দিয়ে একজন সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারকে বের করে ফেললেন। আর সে হলো আমাদের হায়দার ভাই। কাজ করার দায়িত্ব আমাদের সার্পোটের আওতায় নেওয়ার দায়িত্ব আপুর,হে হে হে। ধন্যবাদ আপু।

 4 months ago 

এই সপ্তাহেও তাহলে প্রতিটি ইউজার কমবেশি ভালোই সাপোর্ট পেয়েছে। তবে দাদার বিবেচনায় হায়দার ভাইকে বাড়তি সাপোর্ট দেওয়া হবে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। দাদা সবসময় ইউজারদের নিয়ে ভাবেন। যাইহোক প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করার জন্য এবং এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

HOW I RECOVER MY LOST CRYPTO
Have you lost hope of ever recovering your money from scam brokers, crypto,, etc? I have good news for you and yes it is 97% possible for you to recover your money through a Certified Recovery Expert Hacker Steve. I had lost over $128,000 to a fake broker, and I lost hope of ever making profit through binary trading. After the loss, I had a long research on how to recover the lost funds. I came across Hacker Steve, a Specialized Recovery Expert who helps Scammed Victims recover their Lost Funds. After submitting my case, he worked on my case and all my funds were recovered back. To anyone looking to recover their stolen funds, you can contact Hacker Steve via Gmail: [email protected]

আমি কিভাবে আমার হারিয়ে যাওয়া ক্রিপ্টো পুনরুদ্ধার করব
আপনি কি কখনও কেলেঙ্কারী দালাল, ক্রিপ্টো, ইত্যাদির কাছ থেকে আপনার অর্থ পুনরুদ্ধারের আশা হারিয়ে ফেলেছেন? আমার কাছে আপনার জন্য সুসংবাদ আছে এবং হ্যাঁ একজন সার্টিফাইড রিকভারি এক্সপার্ট হ্যাকার স্টিভের মাধ্যমে আপনার টাকা পুনরুদ্ধার করা আপনার পক্ষে 97% সম্ভব। আমি একজন জাল ব্রোকারের কাছে $128,000 এর বেশি হারিয়েছি এবং আমি বাইনারি ট্রেডিং এর মাধ্যমে লাভ করার আশা হারিয়ে ফেলেছি। ক্ষতির পরে, আমি কীভাবে হারানো তহবিল পুনরুদ্ধার করতে পারি সে সম্পর্কে দীর্ঘ গবেষণা করেছি। আমি হ্যাকার স্টিভের সাথে দেখা করেছি, একজন বিশেষ পুনরুদ্ধার বিশেষজ্ঞ যিনি প্রতারণার শিকারদের তাদের হারিয়ে যাওয়া তহবিল পুনরুদ্ধার করতে সহায়তা করেন। আমার মামলা জমা দেওয়ার পরে, তিনি আমার মামলায় কাজ করেছিলেন এবং আমার সমস্ত তহবিল ফেরত নেওয়া হয়েছিল। যে কেউ তাদের চুরি হওয়া তহবিল পুনরুদ্ধার করতে চাইছেন, আপনি Gmail এর মাধ্যমে হ্যাকার স্টিভের সাথে যোগাযোগ করতে পারেন: [email protected]

 4 months ago 

প্রত্যেক সপ্তাহে আপনার এই রিপোর্টটি দেখে অনেক ভালো লাগে। অ্যাক্টিভ লিস্টে থাকার পরও সুবিধা বঞ্চিত কোন না কোন ইউজার কে দাদার বিবেচনায় সাপোর্টের আওতায় নিয়ে আসা হয়। অনেক দারুন একটি উদ্যোগ এই উদ্যোগের ফলে ইউজারদের কাজের প্রতি আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যায়। ধন্যবাদ আপু সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনি বরাবরই কঠিন একটি কাজ করে আসছেন প্রতি সপ্তাহে। কোনো ইউজারকে সাপোর্টের আওতায় নিয়ে আসা এটা চ্যালেঞ্জিং একটি কাজ। এ সপ্তাহে আমার নামটা দেখে ভালো লাগছে। আশা করছি সাই ফক্স থেকে সাপোর্ট পাবো 😍

 4 months ago 

প্রতি সপ্তাহে আপনি বিচক্ষণতার সাথে কাজ করে সাপোর্ট বিহীন পোস্টগুলো আমাদের মাঝে তুলে ধরেন।
খুবই ভালো লাগলো সপ্তাহের রিপোর্টটি দেখে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার বাংলা ব্লগ প্রতিনিয়ত সবাইকে সাপোর্ট করে যাচ্ছে। যদিও মাঝে মাঝে দু একজন মিস হয়ে যায়, সেটি আপনি খুব সুন্দর একটি উদ্যোগের মাধ্যমে তুলে ধরেন। আর তাকে সাপোর্টের আওতায় আনেন। এটি অনেক ভালো একটি বিষয়। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়।🙏

 4 months ago 

সুপার অ্যাক্টিভ লিস্টে থাকা সব ইউজার বেশ ভালো সাপোর্ট পেয়েছে আর বিশেষ বিবেচনায় একজনকে বাড়তি সাপোর্টের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 4 months ago 

প্রতি সপ্তাহে সুবিধা বঞ্চিত ইউজারদের খুঁজে বের করে সাপোর্ট এর আওতায় নিয়ে আসতেছেন , এটা দেখে সত্যিই ভীষণ ভালো লাগে আপু ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 61672.72
ETH 2996.85
USDT 1.00
SBD 3.78