দাঁত থাকতে দাঁতের মর্ম যারা বোঝেনা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দাঁত থাকতে দাঁতের মর্ম যারা বোঝেনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


এই পৃথিবীতে অনেক মানুষই রয়েছে যারা তাদের পাশের মানুষটি যখন থাকে তারা তাদের কখনো মূল্য দেয় না। কিন্তু যখন তাদের পাশের মানুষটি হারিয়ে যায় তখন তারা বোঝে সেই মানুষটি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসলে সত্যিই কোন জিনিস যখন আমাদের কাছে থাকে আমরা সেই জিনিসের মূল্য যে কতটা বেশি আমরা তা কখনো উপলব্ধি করতে পারি না। আসলে এই পৃথিবীতে যার যত কিছু রয়েছে তার আরো অনেক বেশি জিনিসের প্রয়োজন হয়। কিন্তু এসব লোকেদের কাছে তুচ্ছহীন ভাবে অনেক জিনিসই থেকে যায় যা কখনো তারা সঠিকভাবে ব্যবহার বা উপলব্ধি করেনি। কিন্তু কোন এক সময় যখন সেই জিনিসটি তাদের জীবন থেকে হারিয়ে যায় তখন তারা সেই জিনিসের মর্মটি বোঝে।

এছাড়াও আমাদের পাশের প্রিয় মানুষটি যখন আমাদের পাশে থাকে এবং আমাদেরকে ভালোবাসে তখন হয়তোবা আমরা তাদের ভালোবাসার মূল্য সঠিক ভাবে দিই না। আসলে যখন সেই প্রিয় মানুষটি অথবা প্রিয় মানুষগুলো আমাদের পাশ থেকে সরে দাঁড়াবে অথবা আমাদের পাশে থাকবে না তখন আস্তে আস্তে আমরা সেই প্রিয় মানুষের শূন্যস্থানগুলো বুঝতে চেষ্টা করব। ধরুন আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন মা আমাদের জন্য সকাল বেলার খাবার রান্না করে খেতে ডাক দেয়। কিন্তু সেই সময়ে আমরা মায়ের মূল্য যে কতটা বেশি আমাদের জীবনে তা কখনো বুঝতে চেষ্টা করি না।

কিন্তু যখন আমাদের মা আমাদের জীবন থেকে চিরতরে চলে যাবে তখন আমরা সেই মায়ের জায়গাটা বুঝতে পারবো। হয়তোবা মায়ের জায়গায় অন্য কেউ আমাদের জন্য সকালবেলা খাবার রান্না করে ডাকবে কিন্তু কখনোই মায়ের মতো করে আর কেউ ভালবেসে আমাদের খেতে ডাকবে না। এছাড়াও প্রতিটা মানুষের জীবনে ভূমিকা আলাদা আলাদা। একেকজনের ক্ষেত্রে একেক ধরনের হয়ে থাকে। যেমন ধরুন বাবা। এই বাবা কিন্তু ছোটবেলার সকল শখ আহ্লাদ আমাদের না চাইতেই পূরণ করে দিয়েছে। কিন্তু তিনি কখনো আমাদের তার অভাবের দিকটা বুঝতে দেয়নি। আসলে যখন আমরা বড় হই তখন বাবার কষ্টের ব্যাপারটা আমরা বুঝতে পারি।

আর এক সময় বাবাও যখন আমাদের জীবন থেকে চলে যায় তখন আমরা বুঝতে পারি যে এই পৃথিবীটা কত বেশি কঠিন এবং এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের সবাইকেই অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়। তাইতো অনেকে বলেন যে, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। অর্থাৎ যে জিনিসগুলো অথবা যে মানুষগুলো আমাদের জীবনে থেকে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য এবং ভালোবেসেছেন তাদের এই ভালোবাসা এবং সাহায্যের মর্ম আমরা তখনই বুঝবো যখন তারা আমাদের জীবন থেকে চিরতরের মতো সরে যাবে। তাইতো আমরা এইসব মানুষদের কখনো কষ্ট দেওয়া চলবে না। কারণ এসব ভালবাসার মানুষরাই কিন্তু আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 18 days ago 

পৃথিবীতে সব কিছুর সাথে তুলনা করা যায় কিন্তু একমাত্র মায়ের সাথে অন্য কারো তুলনা করা যায় না। আর হ্যাঁ প্রতিটা ক্ষেত্রেই যখন মানুষ গুরুত্বপূর্ণ কোন বিষয়টা হারিয়ে ফেলেছে এমনটা অনুভব করে তখনই সে বুঝতে পারে আসলে সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল।

 17 days ago 

আসলেই আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না। যেমন কোনো কিছু পাওয়ার পর, সেটার প্রতি আমাদের আগ্রহ কমে যায়। আবার যদি মূল্যবান কিছু হারিয়ে ফেলি,তখন আমরা আফসোস করতে থাকি। উদাহরণস্বরূপ কিছু কিছু ছেলে মেয়েরা প্রেম করে নিজেরাই বিয়ে করার পর, একে অপরের প্রতি আগ্রহ একেবারে কমে যায়। আবার যদি সেই ভালোবাসার মানুষ দূরে চলে যায়, তখন আবার দিশেহারা হয়ে যায়। এটা মোটেই উচিত নয়। সুতরাং প্রতিটি সম্পর্কের মূল্যায়ন করা উচিত। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

একদম সত্যি কথা আসলেই আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম যারা বুঝিনা।যদি বুঝতাম তাহলে তো হতো। মা-বাবা ও প্রিয়জন যারাই থাকুক তারা যখন নিজেদের আশেপাশে থাকে, নিজেদেরকে জড়িয়ে থাকে, তখন আসলে সেটি অনুভূত হয় না। তাদের ভালোবাসা গুলো তখন মাঝে মাঝে বিরক্তিও লাগে । কিন্তু যখন সে প্রিয় মানুষগুলো হারিয়ে যায় চিরতরে, তখনই কিন্তু সেই প্রিয়জনদের দেওয়া ভালোবাসা গুলোর আফসোস নিজের জীবনে এসে কড়া নাড়ে।আর মা বাবার চাইতে পৃথিবীতে আপন কেউ নেই। তাই আমি মনে করি যত প্রতিকূলতার সম্মুখীন হোক না কেন, মা বাবার ভালোবাসা উপলব্ধি করে তাদেরকে পাশে রাখা উচিত।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 60895.62
ETH 2917.92
USDT 1.00
SBD 3.58