ভালো মানুষের বড়ই অভাব

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো মানুষের বড়ই অভাব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


এই পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানুষ প্রতিনিয়ত দেখতে পাই। এর মধ্যে অল্প কিছু মানুষ সব সময় আমাদের পাশে থাকে। আসলে আমার কাছে মনে হয় বাইরের লোক অপেক্ষা এই ঘরের মানুষের সব থেকে বড় বেশি ক্ষতি করে। কারণ এই ঘরের মানুষগুলো আমাদের সকল ধরনের আচার-আচরণ এবং আমাদের সকল ধরনের দুর্বল পয়েন্টগুলো জানতে পারে। যদিও বাইরের লোকটা কষ্ট দেবে সেটা বড়ই সত্য। আর এজন্য আমরা বাইরের মানুষের সাথে খুব চিন্তা ভাবনা করে মেলামেশা করি। কিন্তু বাইরের মানুষ অপেক্ষা যতক্ষণ ঘরের মানুষ সব থেকে বেশি কষ্ট দেয় এর থেকে বেশি কষ্ট আর কোথাও পাওয়া যায় না।



আসলে আমাদের এই পৃথিবীতে মানুষ চেনা বড়ই দরকার। কারণ এক এক মানুষের মুখোশ এবং চেহারা এক এক ধরনের হয়ে থাকে। কোন কোন মানুষ আমাদের সমাজে চারিপাশে ঘুরে বেড়ায় যারা ভালো মানুষের মুখোশ পরে খারাপ মানুষ এর মন মানসিকতা অন্তরে নিয়ে অন্যের ক্ষতি করে। এছাড়াও এইসব মানুষরা কখনো মানুষের ভালো চায়না কখনো। এরা সব সময় কি করে মানুষের ক্ষতি করা যাবে সেই নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে। যদিও এরা তেমন একটা বড় বেশি কোন ক্ষতি করতে পারে না যতটা না ঘরের লোক আমাদের অনেক সময় অনেক বড় ক্ষতি করে ফেলে।


আমাদের এই সমাজে ভালো মানুষকে নিয়ে চলার মত মন মানসিকতা সবাই রাখে। কারণ ভালো মানুষ কখনো অন্যের ক্ষতি না চাইলেও সব সময় সে অন্যের ভালো চায়। এছাড়াও একজন ভালো মানুষের দ্বারা আমরা সারাজীবন বিভিন্নভাবে উপকৃত হতে পারি। আসলে ভালো মানুষের এই পৃথিবীতে অনেক বড়ই অভাব। কারণ এত খারাপ মানুষের মধ্য দিয়ে একজন ভালো মানুষ নির্ণয় করা অনেক বড় কঠিন। আর এই কঠিনতার মাঝে যদি আমরা একজন জীবনে ভালো মানুষকে বন্ধু হিসেবে নির্বাচন করতে পারি তাহলে আমাদের সকল দুঃখ কষ্ট নিমিষেই সেই দূর হয়ে যায়।


তাই আমাদের মানুষ নির্বাচনের ক্ষেত্রে সব সময় সতর্ক হতে হবে। কিন্তু মানুষ এতটা সতর্ক হয়েও কখনো কখনো খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করে ফেলে। আর এর ফলে সে যেমন নিজে ক্ষতিগ্রস্ত হয় তেমনি তার পরিবারের সকল সদস্যরা এক এক করে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও মানুষের এখন অতটা নির্বাচন করার মত ক্ষমতায় নেই যে কে ভালো মানুষ সমাজে এবং কে খারাপ মানুষ। আসলে এই সমাজে আমাদের ভালো খারাপ এই দুজন ব্যক্তিদের নিয়েই চলতে হয়। কারণ খারাপ মানুষ বাদ দিলে এই পৃথিবীতে হয়তোবা ভালো মানুষের সংখ্যা হাতে গোনা যাবে। তাইতো সকল কাজ নিজেকেই করা উচিত।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 8 days ago 

এ জগতে মানুষ চেনা বড় দায়। মানুষের উপরোক্ত চাকচিক্য দেখে মানুষ চিনতে পারা কঠিন হয়ে গিয়েছে। মুখে যে সুন্দর সুন্দর ভাষা ব্যবহার থাকবে কিন্তু অন্তরে যে বিষ সেটা আসলে বোঝা যায় না। এ ধরনের লোকগুলা নিতান্তই খারাপ। এদের দ্বারা মানুষের উপকার হয় না বরং অপকার হয়। যাইহোক বিধাতা ওদের হেদায়েত করুক। ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে লেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62579.42
ETH 3010.71
USDT 1.00
SBD 3.42