শৈশবের সেই জনপ্রিয় খেলা দৌড়াদৌড়ি

in Steem For Tradition9 months ago

হ্যালো বন্ধুরা,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। আজ আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে ছোটবেলার এক জনপ্রিয় খেলা দৌড়া দৌড়ি খেলা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে ‌।


IMG_20230831_161322.jpg

শৈশব মানেই হলো আনন্দ উল্লাস। বিনা বাঁধায় কোন কিছু করার অনুমতি। মনে যা ইচ্ছা করে তাই করা যায় এই শৈশবে। তাই শৈশবের মানুষ সখের বয়সে অনেক কিছু করে যা স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকে। তাছাড়া শৈশবে যে খেলাধুলা করি তা সব সময় আনন্দের হয়ে থাকে। সেখানে হয়তো এখনকার মত টাকা পয়সা ছিল না কিন্তু সেখানে ছিল প্রচুর আনন্দ ও উল্লাস।

এখন হয়তো খেলায় হাজার টাকা জিতলেও যেমন আনন্দ পাওয়া যায় না শৈশবে সেই বিনা পয়সার খেলায় জিতলে অনেক আনন্দ হতো। যেন হাতের কাছে স্বর্গ পাওয়ার মত অবস্থা। শৈশবে কোন খেলায় প্রথম হলে যে পরিমাণ আনন্দ পাওয়া যায় তা বলার বাইরে।

IMG_20230831_161344.jpg

IMG_20230831_161420.jpgIMG_20230831_161438.jpg

প্রতিটা মানুষের শৈশবে নানা ধরনের খেলাধুলা করে। তাদের মধ্যে দৌড়াদৌড়ি অন্যতম। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বা দৌড়ে গিয়ে কাকে আগে ছোঁয়া যায় এই খেলাগুলো সত্যিই অনেক মজার। তাছাড়া ধ্যান বা সাইকেলের টায়ার গুলো নিয়ে দৌড়ে কে আগে যেতে পারে এই ধরনের খেলা গুলো শৈশবের সাথে প্রত্যেকটা মানুষেরই জড়িত। হয়তো যারা শহরে থাকে তারা এই খেলাগুলোর সাথে জড়িত না থাকলেও কমবেশি সবাই এই খেলাগুলোর সাথে জড়িত থাকে।

IMG_20230831_161402.jpg

গত কয়েকদিন আগে বৃষ্টির সময় রাস্তা দিয়ে বাড়ি আসছিলাম। কিন্তু রাস্তায় দেখতে পাই আমার এক ভাগিনা ও পাশের বাড়ির একটা ছেলে দৌড়াদৌড়ি করতেছে। তারা দুজনে ই আমাকে লক্ষ্য করে আসতেছে। আমিও বুঝতে পেরে সামনে একটু জোরে হাঁটতে থাকি যাতে তারা দুজনের মধ্যে কেউ আমাকে ধরতে না পারে। কিন্তু হাঁটতে হাঁটতে একজন আমাকে ধরে ফেলে। আর যে আমাকে ধরে ফেলেছিল সে আনন্দে লাফাতে থাকে। আর চিৎকার করে বলতে থাকে আমি প্রথম হয়েছি, আমি প্রথম হয়েছি।


তারপর তারা আবার বিপরীত দিকে দৌড়াতে শুরু করে দেয়। তাদের এই কর্মকাণ্ড দেখে আমি বুঝতে পেরেছি তারা আবার এই দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করতেছে। তারপর সেখানে কিছুক্ষণ থাকার পর বৃষ্টি শুরু হলে আমি বাড়িতে চলে আসি।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 9 months ago 

শৈশবের সেই জনপ্রিয় খেলা দৌড়াদৌড়ি নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্ট মান বৃদ্ধি করতে হবে। মার্কডাউন ব্যবহার করতে হবে। আর ছবি সংখ্যা বৃদ্ধি করতে হবে।

 9 months ago 

ধন্যবাদ

 9 months ago 

শৈশবের খেলা স্মৃতি সবটাই আমাদের জন্য একটি শিক্ষা। যার বয়স যত কম তার খুশি হওয়ার প্রবণতা ততই বেশি। শৈশবের একটা প্লাস্টিকের প্লেট জেতার মতো আনন্দ হয়ত এখিন আর পাওয়া যায় না। টায়ার খেলা এখন প্রায় বিলুপ্ত ভাই। আগে গ্রামে এই খেলা দেখা গেলেও শহরে দেখা যেতো না। আপনি অনেক স্মৃতি জড়িত ঘটনা বলেছেন আমার ভালো লেগেছে।

 9 months ago 

ধন্যবাদ

 9 months ago 

শৈশবের অনেক খেলাই মন থেকে না ভুলার মতো কিন্তু তার মধ্যে আর একটি শৈশবের জনপ্রিয় খেলা দৌড়াদৌড়ি।আপনি দৌড়াদৌড়ি খেলা নিয়ে অনেক সুন্দর লিখেছেন।আপনার পোস্ট দেখে আমার শৈশবের স্মৃতি মনে পরে গেলো।তাছাড়া আপনি সাইকেলের টায়ার নিয়ে দৌড় কে আগে যেতে পারে তা নিয়েও লিখেছেন।এ খেলাটি নানা বাড়িতে গেলে মাঝে মাঝে খেলা হতো।কিন্তু এ খেলা বিলুপ্ত প্রায়।এমন অনেক ধরনের প্রতিযোগিতার খেলা শৈশবে কম বেশি অনেকেই খেলে থাকে।আপনার পোস্টের উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে।ছবি গুলো ভালো হয়েছে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ

 9 months ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

IMG-20230413-WA0003.jpg
 9 months ago 

ধন্যবাদ

 9 months ago 

শৈশবে স্মৃতি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আসলেই আমরা ছোট থাকতে সব সময় দৌড়াদৌড়ি এবং লাফালাফি করে বেড়াতাম। কারণ দৌড়াদৌড়ি করা একটা কিন্তু ব্যায়াম। আর ছোট থাকতে আমাদের মন সবসময় ফ্রেশ থাকে আমরা তাই ফ্রি মাইন্ডেসব সময় বাহির হইতাম। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 9 months ago 

ধন্যবাদ

 9 months ago 

শৈশবের সবকিছুই আসলে অনেক বেশি আনন্দের ছিল। বিশেষ করে যখন আমরা বড় হয়েছি তখন বুঝতে পেরেছি আমরা শৈশবের কত ভালো ছিলাম। আসলে আমরা এখনো ভালো আছি তবে শৈশবের মতো আনন্দঘন সময় হয়তো পার করতে পারি না ব্যস্ততার কারণে। ছোট বাচ্চারা দূরে কোন পরিচিত মানুষ দেখলে কে আগে যেতে পারবে এরকম একটি প্রতিযোগিতা করে থাকে প্রায়শই। ধন্যবাদ আপনাকে আপনি শৈশব কালের স্মৃতি মনে করিয়ে দিলেন।

 9 months ago 

ধন্যবাদ

 9 months ago 

অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। শৈশবের এই স্মৃতিগুলো আমাদের সবার জীবনেই বিদ্যমান। বিভিন্ন ধরনের খেলাধুলায় মেতে ছিলাম শৈশবে। আমিও মাঝে মাঝে ছোট বাচ্চাদের এসব খেলাগুলো দেখি এবং উপভোগ করি ।আর সেই সাথে আমার ছোটবেলার সেই দিনগুলো মনে করি। ফেলে আসা সে সব স্মৃতি গুলো মনে পড়লেই মনে হয় কেন দিনগুলো হারিয়ে গেল? আর কি কখনো ফিরে পাবো না ! আমরা প্রত্যেকে আমাদের শৈশবের এই দিনগুলোকে খুব মিস করি। আপনি চমৎকার একটা পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70845.83
ETH 3807.68
USDT 1.00
SBD 3.42