ঈদের দিনে কাটানো আনন্দ মুহূর্তের সময় যা কখনো ভোলার মতো না 🥰🥰🥰

in Steem For Tradition11 months ago (edited)

আসসালামু আলাইকুম

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভালো আছি। সবার প্রিয় কমিউনিটির পক্ষ থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কমিউনিটি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার বিষয় হলো ঈদের দিনে কাটানো আনন্দ মুহূর্তের সময়। আজকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আজকের বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক:------

কভার ফটো
IMG_20230629_233348.jpg
ছোট বাচ্চাদের ঈদের দিনে কাটানো সুন্দর মুহূর্ত:---
IMG_20230629_124956.jpg

ঈদ মানে খুশি আর এই খুশি সবার মাঝে ছড়িয়ে যাক। এই ঈদের দিনে আমরা বিভিন্ন ধরনের আনন্দ মজা করে থাকি। তবে আমাদের থেকে বাচ্চারাই বেশি আনন্দ করে থাকে। বাচ্চারা ঈদের সময় মসজিদের কাছে গিয়ে ভিড় করে সেখান থেকে নামাজ পড়া যাবতীয় জিনিসপত্র নিয়ে ঈদগাহ মাঠে যায়। তারা এগুলো আনন্দে করে থাকে যা তাদের খুব ভালো লাগে। তারপর বাচ্চারা নামাজ শেষে আবার নামাজের উপকরণ সামগ্রী গুলো আরো সুন্দরভাবে মসজিদে নিয়ে যায়।

IMG_20230629_124559.jpg
IMG_20230629_125136.jpg
IMG_20230629_125100.jpg
IMG_20230629_125025.jpg

আমরা ছোটবেলায় এইরকম করে থাকতাম সকালবেলা গিয়ে মাঠ পরিষ্কার করতাম ঝাড়ু দিতাম। আমরা এগুলো করতাম শুধু একটাই কারণ আমাদের ইমাম সাহেব মাদ্রাসায় আমাদের পরান তাই আমাদের আগে থেকে উপদেশ দিয়ে রাখেন যে ঈদের একদিন আগে মাঠ পরিষ্কার করতে হবে। ইমাম সাহেব বলতো মাঠের ঝার গাছগুলো কাগজের টুকরো সবগুলো পরিষ্কার না করলে পিটুনি আছে। নামাজ শেষে বাড়িতে খাওয়া দাওয়া করে ছোট বাচ্চারা বাড়ি থেকে কিছু সালামি নিয়ে বেরিয়ে পড়ে।

IMG20230629111447.jpg
IMG20230629112312.jpg
IMG20230629111357.jpg
IMG20230629112310.jpg
IMG20230629111347.jpg
Picsart_23-06-29_13-05-35-327.jpg

ছোট বাচ্চারা খাওয়া দাওয়ার পর বিভিন্ন ধরনের পানীয় গ্রহণ করে থাকে যেটা আমরা ছোটবেলায় করে থাকতাম। তাদেরে আনন্দের সময় গুলো আমরা এখন বড় হয়ে মিস করি।ঈদের দিনে ছোট ছোট মেয়ে মানুষেরা এলাকায় ঘুরাঘুরি করে। আর কিছু মেয়েরা ক্যানেলে ঘুরতে যায়। মেয়ে মানুষেরা অল্প ঘুরাঘুরিতে আনন্দ উপভোগ করে।

ঈদগাহ মাঠে ঈদের দিনে কাটানো সুন্দর মুহূর্ত:---
IMG_20230629_134308.jpg

যখন ছোট ছিলাম তখন ঈদের দিন অনেক মজা করেছিলাম কিন্তু যখন থেকে বড় হয়েছি ঈদ যেন জুমার দিনের মতো হয়ে গেছে। নামাজ পড়লাম বড় ভাইদের সাথে সাক্ষাৎ করলাম ব্যাস যে যার কাজে ব্যস্ত। ঈদুল আযহা ঈদে বেশি আনন্দ হয় না কারণ নামাজের পর সবাই কুরবানীর মাংস কাটাকাটিতে ব্যস্ত। এই ঈদে আমাদের আনন্দ মাঠ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আমাদের কমিউনিটিতে গরুর মাংস দেওয়া নিষিদ্ধ বলে কোন রকমের পিকচার তুলিনি।

FB_IMG_1688023922737.jpg
FB_IMG_1688023918383.jpg
FB_IMG_1688023910580.jpg
FB_IMG_1688023900923.jpg
FB_IMG_1688023898181.jpg
FB_IMG_1688023907300.jpg
FB_IMG_1688023895430.jpg
FB_IMG_1688023890387.jpg
FB_IMG_1688023887524.jpg
FB_IMG_1688023884512.jpg
FB_IMG_1688023875489.jpg
FB_IMG_1688023871122.jpg
FB_IMG_1688023857238.jpg
FB_IMG_1688023867844.jpg
FB_IMG_1688023861545.jpg
FB_IMG_1688023854353.jpg
FB_IMG_1688023845493.jpg
FB_IMG_1688023910580.jpg
FB_IMG_1688023809791.jpg
FB_IMG_1688023806290.jpg
FB_IMG_1688023820619.jpg
FB_IMG_1688023809791.jpg
FB_IMG_1688023806290.jpg
FB_IMG_1688014216635.jpg

আমাদের এলাকায় সকাল নয়টায় জামাত তাই আমি আটটা বিষের দিকে ঈদগাহ মাঠে পৌছাই। ঈদগাহ মাঠে বসে ইমাম সাহেবের কিছু বয়ান শুনলাম। তারপর বেশ কিছুক্ষণ বয়ান পেশ করার পর খুতবা শুনলাম। তার ফাঁকে ফাঁকে ঈদগা মাঠের কয়েকটি পিকচার তুলে নিলাম। ঈদের নামাজ পড়া শেষে আত্মীয়-স্বজনদের সাথে কোলাকুলি করে নিলাম। এই সময়টা অনেক সুন্দর এবং মধুরময় হয়ে থাকে।

FB_IMG_1688014198399.jpg

এই যে আমি অনেক জনের সাথে সাক্ষাৎ করেছি এবং ক্যামেরাবন্দি হয়েছি তাদের সাথে যা আমাকে বেশ ভালোই লাগছিল। আমার সাথে থাকা প্রত্যেকটি মানুষই ব্যস্ত কেউবা চাকরি জীবন নিয়ে কেউবা অন্যান্য কাজকর্ম নিয়ে। তাই অনেকদিন পর তাদের সাথে সাক্ষাৎকার হয়ে বেশ ভালোই লাগলো। বেশ কিছুক্ষণ আমরা ঈদগাহ মাঠে গল্প করলাম তারপর কুরবানীর উদ্দেশ্যে রওনা দেই।

মাংস ডেলিভারি বয়
IMG_20230629_194945.jpg

কুরবানীর ঈদে প্রত্যেকেই আত্মীয়-স্বজনের বাড়িতে মাংস পাঠায়। তেমনি আমরাও বেরিয়ে পড়েছি আত্মীয়-স্বজনদের বাড়িতে মাংস পৌছে দেওয়ার জন্য। বাড়িতে ঘুরাঘুরি করার সময় অনেক মজা করেছি যা কখনো ভোলার মতো না। আজকে আমরা পলাশবাড়ী, দামদুলপুর, বুড়িপুকুর, বিত্তিপাড়ায় দুই বন্ধু মিলে অনেক ঘুরাঘুরি করেছি। ঘুরাঘুরি করার মাঝে মাঝে আমরা দুই বন্ধু মিলে ক্যামেরাবন্দি হয়ে যায়। আমরা ছয় থেকে সাত জন বন্ধু একসঙ্গে ঘুরাঘুরি করি কেউ কাউকে রেখে যাই না।

Picsart_23-06-29_20-23-50-780.jpg
Picsart_23-06-29_20-23-15-747.jpg
IMG_20230629_195939.jpg
Picsart_23-06-29_20-24-17-365.jpg
Picsart_23-06-29_20-23-40-709.jpg
IMG20230629182123.jpg

তবে এই কুরবানীর ঈদে আমরা সবাই দল ছাড়া হয়ে যাই। সবাই নিজের আত্মীয়-স্বজনদের বাড়িতে মাংস বিতরণের জন্য চলে যায়। তাই এই ঈদে রাত ছাড়া আমাদের মজা করার সৌভাগ্য তেমন হয় না। ঘুরাঘুরি করার পথে এলাকার ছোট ভাইদের ভ্যানে করে ঘুরাঘুরির দৃশ্যটা চোখে পড়লো। তাদের মধ্যে একটা ছোট ভাইয়ের কাছ থেকে আমরা ২০ টাকা ধান্দা করি। তারা প্রত্যেকজনেই অত্যন্ত ভালো বড় ভাইদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিয়ে থাকে। আমরা আনন্দের সহিত ঘুরাঘুরি করি এবং স্পেশাল খাওয়া দাওয়া করি। এই সময় আত্মীয়দের বাড়িতে গেলে শুধু মাংস আর মাংস। মাংস ছাড়া কোন কথা নেই যেখানে যাচ্ছি শুধু মাংসই খাচ্ছি। বড় খালামণির বাড়িতে গিয়ে মাংস আর পিঠা খেতে বললে আমরা মানা করি বলতেছি সারাদিন মাংসের উপরে আছি।

Picsart_23-06-29_20-24-30-078.jpg

তারপর আমাদেরকে চানাচুর আর বিস্কুট দিলো। খালামণির দেওয়া বিস্কুটি খেতে খেতে আমার কেমন জানি চেনা চেনা লাগছিল তারপর মনে পড়ল এটা আমাদের কমিউনিটির লোগো মতো। আমরা যেসব আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়েছিলাম তারা আমাদের ২০০-৩০০ করে সালামি দিয়েছে যাতে আমরা অত্যন্ত খুশি।

রাতে মজার মুহূর্ত
IMG20230629212011.jpg

রাতে একটা বন্ধুর বাড়িতে সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর বন্ধু আমাদের সেভেন আপ খাওয়াইলো। খাওয়া-দাওয়ার পর আমরা সবাই মিলে জমির হাটে চলে আসলাম। কুরবানীর ঈদে জমির হাটের হোটেলে দোকানে বড়াই এবং তেতুলের আচার বিক্রি হয়ে থাকে। আজ থেকে তিন চার দিন মাংস খাওয়ার নিয়ম রীতিনীতি চলতেই থাকবে। দুজনেরা খাওয়া-দাওয়া করার পর বাজারে যখন চা খেতে যায় তখন আচার খেয়ে থাকে। আচার হজম শক্তি বাড়ায় তাই প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে।

received_1193344301370503.jpeg
IMG20230629212050.jpg
IMG20230629212042.jpg
IMG20230629211950.jpg
IMG20230629211927.jpg
IMG20230629211912.jpg
IMG20230629211906.jpg
received_637707448178838.jpeg

কেউবা খাওয়া দাওয়ার পর পলিথিনে করে বাড়ি নিয়ে যায় বউ বাচ্চাদের জন্য। আমরা সেখানে ২০ টাকার আচার কিনে নিলাম এবং আমাদের সিক্রেট পার্টি করতে চলে গেলাম। ঈদে আমরা রাত্রেবেলা প্রচুর পরিমাণে ইনজয় করে থাকি যা কখনো ভোলার মতো না। আমরা বন্ধুরা যেরকম মজা করে থাকি আমার মনে হয় অন্য কোন বন্ধুরা এভাবে মজা করতে পারবেনা। আমাদের বন্ধুদের মধ্যে বিনোদনের কোন কমতি কিংবা অভাব নেই। কারো যদি ডিপ্রেশন দূর করার দরকার হয় তাহলে শুধু দুইটা ঘন্টা আমাদের সাথে অতিবাহিত করবেন দেখবেন যে সব ডিপ্রেশন দূর করে দিবো।

না দেখলে মিস করবেন


https://youtube.com/shorts/pvQ3IouAkvM?feature=share


বন্ধুরা সবাই মিলে অনেক হাসি ঠাট্টা গল্প মজা মাস্তি করলাম। বন্ধুদের সাথে কাটানো সময় গুলো কখনো ভোলার মতো না। যেকোনো একজন বন্ধুকে উৎসাহ দিলে হাসির মঞ্চ গড়ে ওঠে আমাদের বন্ধুদের মাঝে। সোহান বন্ধু ছাগলের ডাকের অনুকরণ করে আমাদের মঞ্চটা কে আরো সুন্দর করে তোলে। কি আর বলবো ভাই হাসতে হাসতে আমরা একেবারেই শেষ। ঈদের দিনটি আমাদের অনেক সুন্দর কেটেছে যা কখনো ভোলার মতো না।

IMG_20230629_223505.png
বন্ধুরা, এই ছিলো আমার আজকের ঈদের দিনে কাটানো সুন্দর মুহূর্ত। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার ভিন্ন কমিউনিটির দুজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি,
@may2015
@knopka145
আশা করি আপনারা দুইজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

ডিভাইসরিয়ালমি ছি১৫
ফটোগ্রাফার@mdparvaj
বিষয়ঈদের দিনে কাটানো সুন্দর মুহূর্ত
স্থানপার্বতীপুর, জমির হাট

🙋‍♂️আমার পরিচয়🙋‍♂️

আমার নাম মোঃ পারভেজ আকতার, আমার স্টিমিট ইউজার আইডির নাম @mdparvaj. আমি পড়ালেখার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায় জমিরহাট তোকেয়াপাড়ায় বসবাস করি। আমি খেলাধুলা এবং ভ্রমণ করতে অনেক ভালোবাসি।


Vote for @bangla.witness

Sort:  
 11 months ago 

ইদ মোবারক। আপনার শেয়ার করা ছবি গুলো দেখেই যেকেউ বুঝতে পারবে আপনি দিনটি খুবই আনন্দের সাথে উৎযাপন করেছেন। এতগুলো ছবির পাশাপাশি আপনার শেয়ার করা ভিডিওটিও দেখেছি আমি। আপনার বন্ধু ছাগলের ডাক ডাকতে পারে। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

ধন্যবাদ আপু

 11 months ago 

প্রথমে জানাই ঈদ মোবারক ভাই, বৃষ্টি থাকার কারণে আমরা ঈদের দিন ঘরের বাহিরে যেতে পারি নাই। মসজিদে নামাজ পড়তে হয়েছিল। ভিজে ভিজে গরু কাটছি। ছবি তোলার মত অবস্থা ছিল না। আপনি সুন্দর মুহূর্ত পার করছেন। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 11 months ago 

ধন্যবাদ ভাই

 11 months ago 

ঈদ মানে আনন্দ। আমরা ইদের মাধ্যমে আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত উপভোগ করি। আমরা সকলেই কুরবানি করার মধ্য দিয়ে সকল প্রকার হিংসা বিদ্ধেস ভুলে যাই। আশা করি আপনার দিনটি অনেক সুন্দর কেটেছে।

 11 months ago 

জী ভাই

 11 months ago 

বাহ! আপনার ঈদের দিন অনেক সুন্দর কাটিয়েছেন সেটা আপনার পোস্ট দেখলে বোঝা যাচ্ছে। সারা দিন কি করেছেন সেটাও বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ

 11 months ago 

ধন্যবাদ ভাই

 11 months ago 

দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি, ঈদের দিন খুব আনন্দের মাধ্যমে কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে আপনার ফটোগ্রাফি গুলোতে। খুব সুন্দর লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ ভাই


This is a manual curation from the @tipU Curation Project. Your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 11 months ago 

ঈদ প্রতিটি মুসলিমের জীবনে একটি আনন্দময় দিন।আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে ঈদের দিন অনেক আনন্দে কাটিয়েছেন।আপনার ফটোগ্রাফি গুলো ও দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া

 11 months ago 

ধন্যবাদ আপু

Loading...
 11 months ago 

প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানায় ঈদ মোবারক। আপনি ঈদের দিনের সুন্দর কিছু কিছু মুহুর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আসলে আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62737.73
ETH 2925.66
USDT 1.00
SBD 3.50