বাঁশ দিয়ে তৈরি নিত্য প্রয়োজনীয় গৃহস্থালির জিনিসপত্র

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

বাঁশ দিয়ে তৈরি নিত্য প্রয়োজনীয় গৃহস্থালির জিনিসপত্র


source

বর্তমানে শহর ও গ্রামের উভয় ক্ষেত্রেই দেখা যায় মানুষ তাদের গৃহস্থালির জন্য যাই ব্যবহার করে না কেন তার মধ্যে অনেক পন্যই বাঁশ দিয়ে তৈরি হয়ে থাকে৷ ঐতিহ্যগতভাবে আমরা বাঁশের সাথে ওতপ্রতভাবে আমরা জড়িত। বিশেষ করে গ্রামের শিশুদের থেকে জন্মলগ্ন থেকে শুরু হয় বাঁশের ব্যবহার। শেষও হয় বাঁশের ব্যবহারের মাধ্যমেই৷ আমাদের দেশে মুসলমানদের মৃত্যুর পর বাঁশ ছাড়া মাটি দেয় না লক্ষ্য করে দেখবেন৷ বাঁশ অনেক গুরুত্বপূর্ণ জিনিস বিশেষ করে গ্রামীণ জনপদের জন্য৷

চলুন জেনে নেওয়া যাক বাঁশের তৈরি জিনিস সম্পর্কে। মেলায় বাঁশের পণ্য সহজলভ্য বাঁশ দিয়ে তৈরি ডালা, কুলা, চালনি, খই বা চাল থেকে ধান বের করার চালনি, চাটাই, হাস-মূরগী ও কবুতরের খাঁচা, গরুর চারী, গরুকে বাঁধার খুটি ও ঘর সাজানোর বিভিন্ন শোপিস তৈরি করা হয়ে থাকে৷

এর মধ্যে সবথেকে বেশি ব্যবহার হয় শোপিস এবং ডালা, বাটনার নোরা ইত্যাদি৷ ডালি নিত্যদিন প্রয়োজন হয় চাল কাড়তে কিংবা যেকোনো জিসিপত্র রোদে শুকাতে৷ গ্রামের বাড়িতে ডালিতে আলু, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা রাখতে দেখা যায়৷ এছাড়া ডালি দিয়ে দিনমজুরেরা মাটি ও বহন করতে হয় এমন সবকিছু ডালিতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করেন৷


source

কুলা ব্যবহার করে আমাদের গ্রামীণ জনপদে চালের মতো ক্ষুদ্র যেকোন জিনিস পরিষ্কার করে ময়লা বের করে হয়৷ বাঁশের তৈরি চামচ, বাটি,মগ বাশের ওয়াটার বোতল ও ডেকোরেশন এর অনেক পন্যসহ আরও অনেক কিছু আছে। বর্তমানে বাঁশ দিয়ে সাজানো এমন অনেক রেস্তোরাঁ ক্যাফে দেখা যায় যেখানে বাঁশ দিয়ে তৈরি করা হয় চেয়ার টেবিল থেকে শুরু করে সাজানোর জন্য প্রয়োজনীয় প্রায় সমস্ত উপকরণ।

বর্তমান সময়ে বাঁশের ঐতিহ্যবাহী পণ্যের ঐতিহ্য রক্ষার জন্য অনলাইনে অনেক উদ্যোক্তার উদ্যোগ রয়েছে যারা বাঁশের পণ্য টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছে। এছাড়াও বৈশাখি মেলা,বানিজ্য মেলাসহ নানান কারনে আয়োজিত মেলা সমূহে এসব নিত্য প্রয়োজনী বাঁশের তৈরি পণ্য বিক্রি হতে দেখা যায়। বর্তমানে শৌখিন পণ্য হিসেবে বাঁশের তৈরি পণ্য রপ্তানি হচ্ছে দেশের বাইরে।

source

গ্রামের প্রায় বাজারে এসব নিত্য প্রয়োজনীয় বাশের তৈরি জিনিস কিনতে পাওয়া যায়৷ তবে শহরে মেলা কিংবা বিশেষ উদ্দ্যোগ ছাড়া এসব দেখা যায় না৷ আমরা হাটবারে বাজার করা জন্য গেলে বাশের ঝুড়ি হাস মুরগির খাচাঁ, ডাল, কুলা,চালনিসহ নানান রকম বাঁশের পণ্য দেখতে পাই ৷ বলতে গেলে বাঁশ ও বাশের তৈরি পণ্য আমাদের জনজীবনে অঙ্গাঅঙ্গিকভাবে জড়িয়ে আছে যুগ যুগ ধরে।

আগেরকার দিনে ঘর বাধার কাজে চাল ও বেড়া তৈরিতে ব্যাপক হারে ব্যবহৃত হতো বাঁশ। এমনকি ঘরের ভেতর আসবাবপত্র বানাতেও ব্যবহার করা হয় যেমন বাঁশ দিয়ে চেয়ার টেবিল, সোফা,খাট বা চৌকি জিনিসপত্র ঘুছিয়ে রাখার মাচাঁ এমনকি বাঁশের তৈরি আলমারি যা আমি ছোট বেলায় প্রতিবেশী বাড়িতে দেখেছি।
আমার লিখা ব্লগ ভিজিট করতে সাথে থাকুন আজকে লিখা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

পোস্টবিবরণ
শ্রেণীcreativewriting
পোস্ট তৈরি@farhanaaysha
লোকেশনবাংলাদেশ

Sort:  

The beauty of wood is different. I love wooden furniture. Thank you for making me realize the importance of this beautiful wood.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 61691.46
ETH 3047.50
USDT 1.00
SBD 3.88