ধৈর্য্য ও সফলতা - If you have patience, success will come

আসসালামু আলাইকুম সবাইকে

source
🌼ধৈর্য্য ও সফলতা একে অপরের ওপর নির্ভর করে 🌼

Hello Everyone ,

🌹 𝒜 𝒢ℴℴ𝒹 𝒟𝒶𝓎🌹

🌺____________________________________________________🌺

আমাদের মানুষদের ধৈর্য্যশক্তি একটু কমই। আমাদের মধ্যে ধৈর্য্যশক্তি কম হওয়ায় আমরা যে কোন কাজে লেগে থাকতে পারিনা ফলে সফলতা অর্জন সম্ভব হয় না।কোন কাজ করতে গেলে অল্পতেই হাঁপিয়ে উঠি। কাজ সম্পূর্ণ না করে সে কাজ অসমাপ্ত রেখেই ধৈর্য্যহারা হয়ে যাই সফলতার জন্য।

এটা এক ধরনের বদ অভ্যাস যা আমাদের সময়ের কাজ সময়ে সম্পন্ন করতে বাঁধা দেয়। আমাদের চিন্তাধারা এমন যে আজকের কাজ আজকে না করে কালকে করে নেব সমস্যা কোথায়। কিন্তু কালকে যখন আমরা সেই কাজ একসাথে সম্পন্ন করতে যাই, তখন আমরা একেবারে ধৈর্য হারা হয়ে যাই কাজের প্রেসারে ফলে আমরা আবারো ছিটকে পড়ি সফলতা অর্জনের পথ থেকে।

প্রতিটা সফল ব্যক্তির পিছনে একটা কঠোর অধ্যাবসায় থাকে যা আমরা খুব কমই জানতে পারি আমরা শুধু সফলতাটাই দেখে যাই এর পিছনের গল্প টা দেখতে চাই না। আমরা যখন সফলতার গল্পটা পড়তে শুরু করি, তখন মনে হয় হয়তো বা সফলতা খুব সহজভাবেই অর্জন করা সম্ভব। আদতে তা সঠিক নয় এরজন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও ধৈর্য্যশক্তির।

এই যে কাজ করার একটা প্রচেষ্টা আমাকে করতেই হবে এমন অদম্য মনোবলই হচ্ছে ধৈর্য্য। এই ধৈর্য্য মানুষকে অলস বসে থাকতে দেয় না, এক, দুই তিন এভাবে প্রতিটি ধাপ পার করে ঠিক সফলতা দৌড় গোড়ায় পৌঁছে দেয়। সফলতা অর্জন এমনি এমনি হয়নি ধৈর্য্য আর প্রচেষ্টা তারপরে সে অলস বসে থাকেনি, ধৈর্য হারা হয়নি বলেই সম্ভব হয়েছে। সৃষ্টিকর্তার নামে শুরু করেছে এবং তার ওপর ভরসা রেখে চুপচাপ নিজের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করেছে।

একটি উপমা দিচ্ছি ধৈর্য্য ও সফলতার
এক ব্যক্তি একটি কাজ করতে গিয়ে বার বার ব্যর্থ হচ্ছিল এক, দুই, তিন করে তিন বার চেষ্টা করেও সফল হয়নি তবে সে ধৈর্য্যহারা না হয়ে কাজের সাথে অবশেষে চতুর্থ বার চেষ্টার পর সে সফলভাবে কাজটা সম্পন্ন করতে পেরেছে।

source

তখন তার মুখে যে বিজয়ের হাসিটা ছিল,সে হাসিটা দেখে অনেকেই হয়তো বা বলেছে। এটা কোন কঠিন কাজ হল। এটা তো আমরাও করতে পারি যদিও তা সহজ ছিলো না । আমাদের সমাজে কথাগুলো বলার মত মানুষের অভাব নেই। কাজ করে দেখানো মানুষের খুব অভাব।আমাদের ও এভাবেই প্রচেষ্টা থাকুক সফলতা নিশ্চিত ধরা দিবে।

কোন কাজ করতে গেলে অনেকেই বলে তোমাকে দিয়ে হবে না এসব বলে মনোবল ভেঙে দেয় যার ফলে আমরা সহজে হতাশ হয়ে পড়ি চেষ্টা না করেই। এসব কথা শুনে মাঝে মাঝে নিজের কাছে মনে হয়, আমি এই কাজ করতে পারবো না এটা আমার জন্য না।

ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, তাই সৃষ্টিকর্তার নামে ধৈর্য ধারণ করে কাজ করে যাবো আমরা। আমি জানি কোনো কাজে লেগে থাকলে সৃষ্টিকর্তা সঠিক সময়ে সফলতা আমাদেরকে দেবে। সে সফলতা অর্জনের জন্য আমাদেরকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে তবেই আমরা জীবনে সফলতার দেখা পাব।

একদিন সফলতার দেখা পাবো বলে আমি আমার জীবনের লড়াইটা এখনো করে যাচ্ছি।
ধৈর্যের সাথে একটু একটু করে এগিয়ে যাচ্ছি রোজ আমার স্বপ্ন পূরণের পথে।এতো এতো পরীক্ষার মাঝে নিজেকে নিরাশ মনে হয়। মাঝে মাঝে মনে হয় আসলেই আমাকে দিয়ে কিছুই হবে না। পরক্ষণে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাই কোন না কোন একদিন নিশ্চয়ই, তিঁনি আমার জীবনে সফলতার এনে দিবেন।

আমরা যতোটা সহজ ভাবি জীবন আসলে ততোটা সহজ না। জীবনে সফলতার লড়াইটা খুব কঠিন। কোনো কাজের শুরুতে যতটা সহজ আমরা মনে করি, ততটা সহজ আদৌও নয়। সফলতা অর্জন আমাদের ধারণার চেয়েও অনেক কঠিন, তার জন্য প্রচেষ্টা, পরিশ্রম ও ধৈর্য্য থাকতে হয়। শুধু সফল হওয়ার স্বপ্ন দেখলেই সফলতা অর্জন করা যায় না।
আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ

Happy Writing

পোস্টবিবরণ
শ্রেণিcreativewriting
পোস্ট তৈরি@farhanaaysha
লোকেশনবাংলাদেশ

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 60345.08
ETH 2986.57
USDT 1.00
SBD 3.81