The dairy game 05/09/2020

in Steem Bangladesh4 years ago

আজ সকালটা বেজায় অনেক ভারী।বৃষ্টিপাত দিয়ে শুরু সকালটা,তাই ঘুম যেন আবারো এসে আমাকেই ধরলো।ঘুমাইলাম নিজের মতো করে।যেন এ এক শান্তির ঘুম।

হঠাৎ ঘুমের মাঝে খিচুড়ির ঘ্রাণ,বুঝে উঠা আর বাকি হলোনা মায়ের হাতে খিচুড়ি একটু পর আমার গলা দিয়ে ঢুকে পেটের মাঝে জায়গা করে নিবে।তাই একটু পর ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম।তারপর মায়ের হাতের খিচুড়ি আর ডিম ভাজি মজাই আলাদা।

IMG20200907102425.jpg

খিচুড়ি আর ডিম ভাজি

খাওয়া শেষ করে রুমে এসে একটু বসে হেডফোন লাগিয়ে গান শুনলাম।আবার ঝিরিঝিরি বৃষ্টি,তাই আবার শুয়ে পড়লাম।প্লে লিস্টে গান ঠিকঠাক করে আবার যেন একটা ঘুম,হঠাৎ আবার ঘুম ভেংগে গেলো।উঠে দেখি বৃষ্টিও থামছে,তাই আর মনকে থামিয়ে রাখতে না পেরে চলে গেলাম বাহিরে।বাহিরে যেয়ে দেখি বাসার সামনের একটা ছোট পুকুর আছে পানিতে কাণায় কাণায় পরিপূর্ণ।
IMG20200907130744.jpg
এক দিনের বৃষ্টি

এই পুকুরটা মাঝে মাঝে অনেক কাজে লাগে,যখন পানি থাকেনা এটা রাস্তা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।আবার কখনো ছোট ছোট কাজে এখান থেকে অনেকে মাটি নিয়ে যেয়ে তাদের বাসার কাজ করে থাকে।এরপর ওখান থেকে চলে আসলাম বাসার দিকে।

বাসার দিকে আসতেই আমাদের এলাকার নামকরা কুকুর এর সাথে দেখা।যাকে আমরা "কালু" বলে ডাকি।
IMG20200907130818.jpg

কালু

"কালু" এলাকার অনেক কাজে আসে।সবসময় এলাকা দেখা শোনা করে।বিশেষ করে রাতের বেলা।একালার সবাই ওরে অনেক ভালোবাসে।সবার বাসায় যেয়ে খেয়ে খেয়ে আসে।তবে অনেক নম্র,ভদ্র চুরি করে কিছু খায়না।অচেনা মানুষ আসলে মাঝে মাঝে আওয়াজ করে।সব দিকে দিয়ে এলাকার দারওয়ান বলা চলে

তারপর বাসায় এসে বসলাম।হঠাৎ করেই দাবা খেলার কথা মনে পড়লো,তাই পাশেই এক ছোট ভাই ছিলো ওকে ফোন দিয়ে দাবা খেলার জন্য আসতে বললাম।ও আসার পর দাবা খেলা শুরু করলাম।

IMG20200907131457.jpg
দাবা একটি আন্তর্জাতিক খেলা।এটি অনেকটা বুদ্ধির খেলা।তবে এই খেলার অনেক টেকনিক আছে,যা আনলে খেলা সহজেই রপ্ত করা যায়।এর জন্য আপনাকে জানতে হবে কোন 'গুটির' চাল কি।কোনটা কতদূর অবদি যেতে পারবে।
যেমনঃ
ঘোড়া=২.৫ ঘর চাল,

মন্ত্রী =ডানে- বামে,কোণাকুণি সব দিকে চাল

নৌকা=যে ঘরে থাকে তার সোজা আর ডানে-বামে চাল

হাতি=শুধু যে ঘরে থাকবে সেই ঘরের কোণাকুণি চাল

পুটলি=সামনে এক ঘর যেতে পারবে,খাওয়ার সময় কোণাকুণি খেতে পারবে,তবে এমনি চাল দেওয়ার সময় কোণাকুণি যেতে পারেনা।

রাজা=সামনে-পিছনে,ডানে-বামে এক ঘর করে চাল।

এইসব চাল জানতে হবে,বেশি বেশি খেলতে হবে আর ভালো এট্যাক দেওয়া শিখলে অনেক ভালো খেলতে পাওয়া যায়।

আমাদের দেশে স্কুল লেভেল থেকেই এইসব খেলার প্রতিযোগিতা হয়ে থাকে।আমরা যারা দাবা খেলতে পারি আমরা ইচ্ছা করলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি।

এটি একটি মেধাবিকাশের খেলা।এই খেলায় শুধু বুদ্ধির দরকার।যারা বুদ্ধিমান তারা এটা সহজেই খেলতে পারে।

তারপর দাবা খেলা শেষ হলে বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে যেই আমার রুমে ঢুকি,দেখি আবারো বৃষ্টি পড়া শুরু হলো।তাই আবারো ঘুমানোর ব্যার্থ চেস্টা।সারাদিন ঘুমানোর পর আবার ঘুমানো এটা কেমন যেন লাগে।কি করবো বৃষ্টির দিন তাই আবার চেস্টা করেই ঘুমিয়ে পড়লাম।

ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা ছয়টা বাজে,তখনও বৃষ্টি তাই আর আজকে বাহিরে যাওয়া হলোন।আবার চার দেয়ালে বন্দি।তাই সন্ধ্যার পর টিভি দেখা শুরু করলাম।দেখতে দেখতে রাত নয়টা বাজে,খাওয়া দাওয়া করে আবার ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম।তারপর হয়তো তালে তালে ঘুমিয়ে পড়েছি।

Sort:  

Presented beautiful diary. Your diary has been very beautiful.Post it like this and follow the @steemitblog to know all the updates of the diary game.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68918.37
ETH 3764.25
USDT 1.00
SBD 3.43