Better life || The Diary Game - 09.04.2021 || Marriage Ceremony

in Steem Bangladesh3 years ago (edited)

তারিখ: আজ ৯ এপ্রিল ২০২১, শুক্রবার।
স্থান: মেহেদীবাগ, চট্টগ্রাম।

ডায়েরি গেমের আমার আজকের পর্ব: আজকের দিনটা একটু ব্যতিক্রমি ভাবে কেটেছে। একটা বিবাহের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। খুব এনজয় করেছি দিনটা।


সকাল


আজ সকাল শুরু হয়েছে যথারীতি ৯ টায়। গতকাল রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ইদানিং মোবাইল বেশি ইউজ করছি। এ মোবাইল আসক্তি কমানোর খুব জরুরী হয়ে গিয়েছে। ইউটিউবে ভিডিও দেখতে দেখতে কখন যে রাত পার হয়ে যায়, টের পাচ্ছি না। এভাবে চলতে থাকলে আমার কখনো আর ভোরের পাখি হওয়া হবে না। চিন্তা করছি- এই অভ্যাসটি পরিবর্তন করবো, কিন্তু পারছি না। দেখা যাক, আগামীকাল থেকে পারি কিনা।

অন্যান্য দিনের মতো আজকেও সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে মোবাইল নিয়ে বসেছি। তবে অন্যান্য দিনের চেয়ে আজকে একটু ব্যতিক্রম ছিল। কারণ অন্যান্য দিন আমি সাধারণত মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ঢুকি। তবে আজকে মোবাইলে বই পড়েছি। বই পড়ার একটা সময় খুব অভ্যাস ছিল। এটি আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। আজ সকালে শুরু করেছি একটা নতুন বই এবং একদিনেই বইটা শেষ করে ফেলেছি।


দুপুর


দুপুরের শুরুতে জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছি। সাধারণত মসজিদে গিয়ে নামাজ পড়তাম আগে, কিন্তু করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে মসজিদে যাওয়া হয় না।

যখনই মসজিদে আবার যাওয়া শুরু করব চিন্তা করি, তখনই করোনার প্রকোপ বৃদ্ধি পায়। বাসায় যেহেতু ছোট কিছু বাচ্চা আছে, তাই বাসা থেকেই আমাকে নিরুৎসাহিত করে। এজন্য এখন নামাজ ঘরের মধ্যে পড়ি।

তবে জুমার দিনে মুসলমানদের মসজিদে যেতে হয়, জুম্মার নামাজ বাসায় পড়া যায় না। তাই সাপ্তাহে একদিন অন্তত মসজিদে যাওয়া হয়। আজকে গিয়েছিলাম। নামাজের পরে কিছু কেনাকাটা করেছি। টুকটাক বাজার আরকি। এরপর বাসায় ফিরে খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। আর ভাগ্নি দুটোর সাথে কিছুক্ষণ খেলাধূলা করেছি।


বিকাল


পরিচিত একজন ছোট ভাইয়ের বিবাহের অনুষ্ঠান ছিল। বিবাহ বলতে আকদ অনুষ্ঠান। করোণা সিচুয়েশনের কারণে সামাজিক প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা আছে। তাই ছোট পরিসরে.. সামাজিক দূরত্ব বজায় রেখে.. সতর্কতামূলক সকল ব্যবস্থা গ্রহণ করে.. মসজিদের মধ্যে শুধুমাত্র আকদ সংঘটিত হয়েছে।

20210409_172956.heic
Location: 9R4F+PV Chattogram

যারা আকদ সম্পর্কে জানেন না, তাদের জন্য বলছি- আকদ হচ্ছে মুসলিম ধর্মের বিবাহ অনুষ্ঠানের মূল অংশ। এতে পাত্র এবং পাত্রীর সম্মতি নেওয়া হয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে। এটা হলেই বিয়ে অনুষ্ঠিত হয়ে যায়। এছাড়া অন্যান্য যে আনুষাঙ্গিক বিষয়গুলো, এগুলো কোনটাই ম্যান্ডেটরি নয়। এগুলো কিছু লোকাচার, কিছু ধর্মীয় রীতি-নীতি আর কিছু সামাজিক নিয়মকানুন।

আমরা বিকালে একটা নির্দিষ্ট মসজিদে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়েছিলাম। পাত্র এবং পাত্রীপক্ষের লোকজন সেখানে ছিল। মসজিদে নামাজের পরে পাত্রকে বিবাহের সময় তার সম্মতির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। সে সম্মতি দিয়েছে। বিবাহ হয়ে গেছে। পাত্রীকে আগেই তার বাসায় সম্মতি নেয়া হয়েছে।

বিবাহ অনুষ্ঠানের সাথে সাধারণত খাবারের একটা সংযোগ থাকে‌। তবে যেহেতু লকডাউনে সামাজিক প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা আছে, তাই সকলকে নাস্তার প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে।


সন্ধ্যা


প্রোগ্রাম শেষ করে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। বাসায় এসে মাগরিবের নামাজ পড়লাম। তারপর ভাগ্নিদেরকে নিয়ে নাস্তা করলাম।

আজ দুলাভাই আমাদের বাসায় এসেছেন। সাপ্তাহে একবার আসেন। আসার সময় কিছু ভুট্টা নিয়ে এসেছেন। এটা চকোরিয়ার একটা খুবই জনপ্রিয় খাবার।

আমরা সাধারণত ভুট্টা ভাজি করে খাই কিংবা পপকর্ন বানিয়ে খাই। কিন্তু চকোরিয়াতে এটা সাধারণত পানিতে সিদ্ধ করে খাওয়া হয়। এর আগে কখনো এটা খাইনি। আজকে ট্রাই করলাম। খেতে খুব ভালোই লেগেছে। মজাদার একটা খাবার। দুলাভাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম এবং আইপিএলের একটা ম্যাচ দেখলাম। এভাবে আজকের দিনটা কেটেছে।


আজকের উপলব্ধি: আকদ অনুষ্ঠানের নিয়ম


আজকে যেহেতু একটা বিয়ের প্রোগ্রামে এটেন্ড করেছি, তাই চিন্তা করলাম আজকের উপলব্ধি শেয়ার করবো বিয়ে বিষয়ক।

ইসলাম ধর্মের বিয়ের মূল অংশ হলো ইজাব কবুল.. যেটা আমি আগেই বলেছি। তবে আমাদের সামাজিক রীতিনীতি এখন একটু ভিন্ন ধরনের হয়ে গিয়েছে। ইজাব কবুলটা আগেই নিয়ে নেওয়া হয়.. পরবর্তীতে প্রোগ্রাম করা হয় , যেটা কে ওয়ালিমা বলে।

এক্ষেত্রে ইজাব কবুল-এর প্রোগ্রামকে বলা হয় আকদ. আরবি আকদ শব্দের অর্থ বন্ধন। পাত্র এবং পাত্রের মধ্যে বন্ধনের সূচনা হয় এই আকদ প্রোগ্রামের মাধ্যমে।

এটা সাধারণত মসজিদে করা হয়। পাত্রী বাসায় থাকে, পাত্র মসজিদে থাকে.. একজন হুজুর আলেম পাত্রীর সম্মতি নিয়ে তারপর পাত্রের সম্মতি নেন। ইসলাম ধর্মে নারীদের সম্মতি পুরুষের আগে নেওয়ার নিয়ম। এটা ইসলাম ধর্মে নারীদের সম্মান দেওয়ার একটা বিশেষ রীতি।

আর এই ক্ষেত্রে শর্ত হচ্ছে, দুই জন প্রাপ্তবয়স্ক সাক্ষীর সম্মুখে তারা ইজাব কবুল অর্থাৎ সম্মতি জ্ঞাপন করবে। ইসলাম ধর্মে সাক্ষ্যকে খুব গুরুত্ব দেওয়া হয়। কারণ অনেক সময় ডকুমেন্ট বা কাগজপত্র, দলিলাদি ইত্যাদি জালিয়াতি করা যায়, কিন্তু বিশ্বস্ত মানুষের সাক্ষ্য সাধারণত বদলায় না।

আমাদের দেশে মসজিদ ছাড়াও বাড়িতে আকদ অনুষ্ঠিত হতে পারে। চট্টগ্রাম কেন্দ্রিক অঞ্চলে মসজিদে বেশি হয়ে থাকে, তবে অন্যান্য অঞ্চলে বাড়িতেই হয়। এই ক্ষেত্রে পাত্র উল্লেখিত দিনে পাত্রীর বাড়িতে তার মুরুব্বী শ্রেণীর লোকদেরকে নিয়ে যায় এবং একজন আলেম তাদের সম্মতি নিয়ে নেয়।

আকদ অনুষ্ঠান হয়ে যাওয়া মানে বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়া। তবে পাত্রীকে পাত্রের হাতে সমর্পণ করার জন্য একটা প্রোগ্রামের আয়োজন করা হয়। এটা ইসলামের একটা নিয়ম যাকে ওয়ালিমা অনুষ্ঠানে বলে।

বিয়ে হচ্ছে ইসলামের এমন একটা বিধান, যা গোপনে করা যাবে না। প্রকাশ্যে সকলকে জানিয়ে করতে হবে। কারণ বিবাহ গোপনে করলে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাই সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আত্মীয়-স্বজন-বন্ধু-বান্ধব-কে দাওয়াত করে খাইয়ে, ঢাকঢোল পিটিয়ে সকলকে জানানো হয় যে- তাদের মধ্যে বিবাহ বন্ধন সম্পন্ন হয়েছে। আর এভাবেই সেটি সামাজিক স্বীকৃতি পেয়ে থাকে।

এজন্য দেখা যায় আকদ করার পরও পাত্র-পাত্রী তারা সংসার শুরু করতে কিছু দিন সময় লেগে যায়। তবে কোনো কোনো অঞ্চলে আকদ এবং অনুষ্ঠান একই দিনে হয়, সে ক্ষেত্রে বিয়ে এক দিনেই সম্পন্ন হয়ে যায় এবং তারপর থেকে তারা সংসারজীবন সূচনা করেন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71023.23
ETH 3852.08
USDT 1.00
SBD 3.49