সওম পালন কি অর্থবহ হচ্ছে?

in #life6 years ago

image.png


সওম আরবী শব্দ যার অর্থ আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ (Self Control)। সওম কেবল পানাহার বর্জন নয়, বরং সমস্ত রকম ভোগ থেকে নিজেকে আত্মসংযমী করবার কার্যকরী প্রশিক্ষণ। এ কারণে রসুলাল্লাহ এবং সাহাবী ও তাবে-তাবেয়ীনদের যুগে রমজান মাসে বাজার দর সবচেয়ে মন্দা যেত। পণ্যসামগ্রির চাহিদা থাকত সবচেয়ে কম। তাঁরা কেনাকাটা না করে ঘুরে ঘুরে গরীব দুঃখীদের দান সদকা করতেন। আর বর্তমানে রমজান মাস আসলেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কয়েকগুণ বেড়ে যায়। এ মাসে খাওয়া দাওয়া বাবদ অধিকাংশ মানুষের ব্যয়ও হয় অন্য মাসের কয়েকগুণ। সংযমের মাস এলেই মুসলিম নামক জাতির সংযমের সব বাঁধ যেন ভেঙ্গে যায়। কি নিদারুণ পরিহাস!
.
সওম (রোযা) কার জন্য ফরজ?
মহান আল্লাহ পবিত্র কোর’আনে বলেছেন, “হে মো’মেনগণ, তোমাদের উপর সওম (রোজা) ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।” (সুরা বাকারা- ১৮৩)। সওমের নির্দেশ কোর’আনের এই একটি আয়াতেই এসেছে। এই নির্দেশ কাদের জন্য? আল্লাহ পরিষ্কার বলেই দিলেন, সওম মো’মেনদের জন্য। তাহলে আগে জানতে হবে মো’মেন কাকে বলে?
.
মো’মেন কাকে বলে?
মহান আল্লাহ বলেন, “মো’মেন শুধুমাত্র তারা যারা আল্লাহ ও তাঁর রসুলের উপর ঈমান আনে, পরে কোনো সন্দেহ পোষণ করে না, সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর রাস্তায় (সত্যদীন প্রতিষ্ঠার জন্য) সর্বাত্মক সংগ্রাম, প্রচেষ্টা (জেহাদ) করে।” (সুরা হুজরাত- ১৫)।
.
সওম (রোযা) কেন রাখবেন?
মহান আল্লাহ তাঁর নিখুঁত জীবন ব্যবস্থায় মো’মেনদের জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছেন। মানুষ স্বভাবতই শরীরের পূজারী, সে ভোগ করতে চায়, কিন্তু সওমের মাধ্যমে বছরের একটা নির্দিষ্ট সময়ে সে না খেয়ে, জৈবিক চাহিদা পূরণ না করে তার আত্মাকে নিয়ন্ত্রণ করবে, শরীরকে ভোগসর্বস্ব, বস্তুসর্বস্ব হতে না দেওয়ার ক্ষেত্রে আত্মাকে নিয়ন্ত্রণ করবে। কেন করবে? আল্লাহর হুকুম পুঙ্খানুঃপুঙ্খভাবে মানার জন্য। এই যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে মো’মেনগণ না খাওয়ার, উপোস থাকার, জৈবিক চাহিদা পূরণ না করার প্রশিক্ষণ নিল তা দীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার অধীনে বসবাস করতে গিয়ে না খেয়ে থাকার দরকার হলে, কামনা বাসনা পূরণের অভাব দেখা দিলে বা অন্য কোনো প্রয়োজন পূরণের অভাব দেখা দিলে সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সংযত রাখতে পারে, আল্লাহর সীমারেখা মেনে চলতে পারে; এটাই তাকওয়া, এই তাকওয়া অর্জনের জন্যই প্রশিক্ষণ হচ্ছে সওম। সওম শব্দের অর্থই হচ্ছে আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ (Self Control). বর্তমানে সওমকেই রোযা বলা হয় কিন্তু রোযার অর্থ শুধু উপবাস থাকা।

Sort:  

Go here https://steemit.com/@a-a-a to get your post resteemed to over 72,000 followers.

This post has received a 0.72 % upvote from @drotto thanks to: @akazad.

This post has received a 2.35 % upvote from @speedvoter thanks to: @akazad.

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63960.62
ETH 3142.95
USDT 1.00
SBD 3.95