অন্ধকারে আবদ্ধ জীবনsteemCreated with Sketch.

in #lifelast year
আচ্ছালামুয়ালাইকুম

অন্ধকারে আবদ্ধ জীবন

আমাদের জীবনটা একটা নির্দিষ্ট সময়ে মাঝে সীমাবদ্ধ। ছোট বেলা জীবন এক রকম থাকে৷ বড় হলে আস্তে আস্তে জীবন পাল্টাতে শুরু করে৷ ছোট বেলার আনন্দের মুহুর্ত গুলো দিন দিন বিলীন হতে শুরু করে৷

20230428_205439.jpg

ছোট বেলা থেকে আমি অনেক হাসিখেলা করে বড় হয়েছি৷ আমার বাবা-মা আমাকে অনেক ভালোবাসতেন৷ আদর করতেন৷ আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিলো না৷ তবে আমাদের পরিবারে অশান্তি ছিলো না৷

20230428_205435.jpg

আমি এখন কলেজে পড়ি। আমার বাবা ১ বছর আগে প্যারালাইস হয়ে গেছে। তিনি অসুস্থ হওয়ার কারণে আমাদের পরিবার বর্তমানে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। জীবনের সুখ গুলো বিলীন হয়ে গেছে৷ আমরা দিন দিন অন্ধকারে ঢুবে যাচ্ছি৷ এই অন্ধকার থেকে আলোর মুখ কখনও দেখতে পারবো কিনা সেটাই এখন দেখার বাকি।

20230428_205421.jpg

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67621.06
ETH 3787.11
USDT 1.00
SBD 3.50