এটাই জীবন

in #life6 years ago

জীবন বড়োই বৈচিত্র্যময় । জীবনের অনেক রঙ । অনেক তাঁর মানে , বিশাল বিস্তৃত ।যা আমরা বুঝিনা , বোঝার চেষ্টাও করি না । জীবনে উত্থান যেমন আছে , আছে পতনও । জীবনে সুখ যেমন আছে , আছে দুঃখ । সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন । এরই মাঝে পাঁশের মানুষের পাশে দাড়াতে পারাটা জীবনের সার্থকতা । নিজের জীবন যদি অন্য কারও জন্য আশীর্বাদ হয়ে দাড়ায় সেখানেই জীবনের সার্থকতা ।

কিন্তু যারা পরউপকারে আসেনা তারা একটি গর্তে জন্মানো কিছু ব্যাঙাছি ছাড়া কিছু নই । তারা না জন্মালেও পৃথিবীর কোন ক্ষতি হোতো না ।যদি কারো দারা পৃথিবী কোন রকম প্রভাবিত না হয় তাহলে সে জীবনের মূল্য কি? নিজেকে পৃথিবীর জন্য প্রয়োজনীয় করতে হলে পৃথিবীর মানুষের জন্য কিছু করে যেতে হবে । যাতে তারা অন্তত আমাদের আবদান কে স্মরণে রাখে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64136.70
ETH 3128.20
USDT 1.00
SBD 3.94