Self-esteem - আত্মদর্শণ

in #life6 years ago

36364349_1291030804361010_1622642286561067008_n.jpg

বন্ধুরা!

নিজের সম্পর্কে কিছু কথা না বলেই নয়।
আমি একজন মানুষ, আজীবন একাকি।

লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে ‘রিফ্রেশমেন্ট’ হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি…

নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালেখির শুরু ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া।

অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে ‘অপেক্ষা’ নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- ‘ছায়াসঙ্গী’- দ্বিতীয় গল্পগ্রন্থ, ‘ঘুঙ্গরু আর মেঙ্গরু’- উপন্যাস এবং ‘শেষ তৈলচিত্র’- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে ‘অণুগল্প সংকলন’ নামের গ্রন্থটির।

পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। বর্তমানে একজন গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছি।

লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63877.55
ETH 3143.56
USDT 1.00
SBD 3.97