Talk about life “জীবনের কথা”

in #life6 years ago (edited)

IMG_20180803_112600.jpg

“জীবনের কথা”
লেখক. রাশেদুল ইসলাম

আমার পৃথিবী আমার সবটাই, আমার সরণ, ভরণ, পোষণ, ওহ সে কি অসহ্য। সামান্য কিছু লাভের আসায় নিজের জীবন কেন দিলে বিসর্জন? ভাবনার অসীম সীমানায় নিজেকে হারীয়ে কোন সমুদ্র সিমানা পারী দিলে। সব অজানা, অসহ্য, অত্তিম ভাব অপূর্ব । কেও কি নেয়? একটু দেখার স্বপ্ন ভূমিতে, কল্পনার জগতে, তাও কি কেও নেই? সব্দবিহিন অনুভব “তৃপ্তিহীন আত্মার তিক্ত বিচারকের সমন্বয়ে নিজেকে আর্ত সমর্পণ করা” নৈতিক দায়িত্ব মনে হয়। কে জানে তার ভবিষ্যতের কথা? যে বলে আমি জানি, জ্ঞানী মুরুক্ষ অদম । আমি যখন লিখেছি এই অসমাপ্ত “জীবনের কথা” নিজেকে মনে হয় দানব তুলোর পুতুল । পোরা আগুনে জলশানো কয়লা, যা পোরার পরেও দাম অমূল্য, যার আত্মা শেষ হয়ে, সোনা করে খাটি। বিলিয়ে দেয়, মিশে যায়, অজস্র ভালবাসার মাজে বিলীন হয়। ক্ষয় নেই, ভয়নেই, বৃষ্টিতে জয় নেই, আবেগ বিহীন মন নেই, সৃষ্টিছাড়া ক্ষয় নেই, মন জগতের ডেউ নেই। জীবন এমনই, শুরু তো হয় শেষ হয় না, জদিও খানিক সময়ের জন্য নিখুদ আবৃত্তির পরশহীন অমূল্য তৈরি নীজ দেহ জীবন থেকে বিলীন হয়ে মিশে যায় তার মাতৃত্তের ছায়া তলে, মিশে যায় তার সতীত্ব হারীয়ে, জীবন হয় বিশাল সমুদ্রের মাজে একফোঁটা পানি, যা দেখা তো যায় কিন্তু মিশে গেলে অদ্ধিস্যে হারীয়ে এক হয়ে যায়, যা আলাদা করা যায় না। জীবন এক আত্মার রূপ। জীবনের কথা লেখতে গেলে কলম আর কাগজ শেষ হয়ে যাবে, জীবনের লেখা শেষ হবে না। শুরুতে জানিয়েছিলাম জীবন শুরুহয় শেষ হয় না.........।

জীবন কাহারে কয়?
নয়, ছয়, ভয়, জয় ।
সাহসের পরিচয়, নাহি রয়।
বিভেগ ভরা মানুষের
মুরুখ্য তার পরিচয়

জীবন খাতা শুরু হল, শেষ নেই। হবেও না , জীবন বদলায়-শুন

“মন দিলে, দেহ নয়
দেহ দিলে, মন নয়”

যে করিবে মোর ছন্দের সমাধান,
পূর্ণতা জীবন হবে, অমূল্য-অম্লান ।

চলবে.........। “জীবনের কথা”

Google Translate

"Talk about life"

Writer. Rasidul Islam

My world is my everything, my refuge, feeding, holding, Oh she is unbearable. If you give your life a little profit, abandoning? If there is no limit on the boundaries of the mind, then the sea will beat the sea. All the unknown, the unbearable, the absolutist Apurba. What does anyone take? The dream of a dream, in the world of fantasy, is there no one? It is moral duty to feel free to surrender itself to the bitter judges of the impolite soul. Who knows his future? That's what I know, the wise mursal is very strong. When I wrote this unfinished "life story" I think the monster cotton doll Burnt coals in fire, which is also priceless after the burial, whose soul is finished, the gold is filled with gold. Distribute, merge, dissolve on the love of many love. There is no erosion, fear, rain does not win, there is no emotions, there is no degradation, there is no world of mind. Life is such that it is not the end of the beginning, even for a short time, the unfathomable priceless beauty of the naked body becomes dissolved by life, under the shadow of its mother, its chastity is lost, life is a vast ocean of water, which can be seen But when it is mixed, one becomes unity, which can not be separated. Life is like a soul. Writing life, the pen and the paper will end, the writing of life will not end. At the beginning I did not end the life ..........

How many lives?
No, six, fear, win
The identity of brave, Nahi Roy.
People filled with divisions
Its identity is important

The book of life started, not the end. No, life changes - listen

"If you do mind, not body
If you give body, do not mind "

That would be the solution of more chains,
Fullness will be life, priceless

Will run .......... "Talk about life"

Untitled-1-Recovered.jpg

Sort:  

Hello rasidulislam0433
You are welcomed by the service of FreeResteem.
We want to bring more people to your post.
If you like our service then put a upvote under this comment.
Thank you for remain with Steemit.

You got a 48.35% upvote from @nado.bot courtesy of @rasidulislam0433!

Send at least 0.1 SBD to participate in bid and get upvote of 0%-100% with full voting power.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60725.43
ETH 2900.91
USDT 1.00
SBD 3.59