আমার দেশের প্রধান সমস্যা কি ?

in #life6 years ago

image.png

আমার দেশের মুল সমস্যা ফুটানি ও অলসতা। বেকার ঘুরে বেড়াবে, এর ওর কাছে ধার চেয়ে বেড়াবে তবুও ছোট খাট উদ্যোক্তা হবে না। আরেকটি হলো রিকশাওয়ালা টাইপ সমস্যা। আমার জমার টাকা ও খরচের টাকা উঠে গেছে, অতএব আমি এখন পায়ের উপর পা তুলে বিড়ি টানব, তবুও ভাড়া মারব না।

আজ একটু রেসিস্ট হই। মনও দেখেছি, বড় ভাই কোটি টাকার ব্যবসায়ী, ছোট ভাই বড় ভাইয়ের দোকানের কর্মচারী, নিজেই ঝাড়ু দেয়। বাকী ৬৩ জেলার মানুষতো, বড় ভাই বিদেশ থেকে মোবাইল পাঠায় আর ছোট ভাই মোবাইল দিয়ে প্রেম করে, ফুটানি মারে।এমনিইতো আমাদের শিক্ষা ব্যবস্থা অতটা উন্নত না। এত শিক্ষা ডিগ্রি দিয়ে কি হবে? বাংলাদেশে যে কোন বড় বড় প্রতিষ্ঠানে যান সবাই বলবে, তারা দক্ষ মানুষ খুঁজছে কিন্তু পাচ্ছেনা। রাস্তায় নামতে হয়, রোদে পুড়তে হয়, লুঙ্গিওয়ালা কাস্টমারের কাছে যেতে হয়, মার্কেট বুঝতে হয়। পুঁথিগত বিদ্যা দিয়ে সবকিছু হয়না। পুঁথিগত বিদ্যার প্রয়োজন আছে, তাই বলে সেটাই সবকিছু না।

এই উদ্যোগটি দেখুন একেবারেই ভিন্ন রকম। আমাদের অনেকের এমন টাকা স্বত্তেও এমন বিজনেসে নামতে লজ্জা পাব। টাটা এইস পিকআপকে আস্ত একটা স্যান্ডেল-জুতার শো-রুম বানিয়ে ফেলেছে। দেখতেও যথেষ্ট সুন্দর।

অলসতা, লজ্জা শরম ত্যাগ করে কাজ শুরু করতে হবে। নাক সিটকালে চলবেনা। পরিবর্তনের ধারাটি আপনার হাত দিয়েই শুরু হোক, তাহলে দেশটিও বদলে যাবে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68441.01
ETH 3847.90
USDT 1.00
SBD 3.66