Minnowbooster এর সকল সার্ভিস নিয়ে বাংলা আলোচনা । ( Part - 1 )

in #minnowbooster6 years ago (edited)

হ্যালো বাংলাদেশি স্টেমিয়ান্সরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার আগের পোস্টে বিড বোট সম্পর্কে আলোচনা করেছিলাম । আজ আমি আলোচনা করবো পোস্ট প্রমোশন বোট সার্ভিস নিয়ে। আর এই ক্যাটাগরিতে একটি বোট মাথা উঁচু করে রয়েছে , সেটি হচ্ছে @minnowbooster@minnowbooster বোটটি @reggaemuffin দ্বারা পরিচালিত । আমরা বাংলাদেশিরা অনেকেই এই বোট সম্পর্কে কমবেশি জানি। কিন্তু অনেকেই এই বোট এর সকল সার্ভিস সম্পর্কে জানে না । আজ আমি সেসকল সার্ভিস নিয়ে আলোচনা করবো ।


@minnowbooster বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে তার মধ্যে অন্যতম সার্ভিস হচ্ছেঃ

1.png

1.png


@minnowbooster এর সকল সার্ভিস পেতে হলে, আপনাকে তাদের সাইট minnowbooster.net এ গিয়ে Log In করতে হবে । Log In এ ক্লিক করার পর আপনাকে steemconnect পেজে নিয়ে যাওয়া হবে সেখানে আপনি আপনার পাসওয়ার্ড ব্যবহার করে Log In করবেন। তাছাড়া আপনি মেমোর মাধ্যমেও @minnowbooster এর সকল সার্ভিস উপভোগ করতে পারবেন। তবে আমার মতে সাইট ব্যবহার করা সহজ ও দ্রুত পদ্ধতি ।


Buy Upvotes/ আপভোট ক্রয় করাঃ


@minnowbooster শুরু থেকেই নিশ্চিত মুনাফা দিয়ে আসছে । এখন সকল বোটের চেয়ে বেশি মুনাফা দিচ্ছে @minnowbooster@minnowbooster ২ টি ক্যাটাগরিতে ইউজারদের ভাগ করেছে, তাহচ্ছে ১)NormalList users ২)WhiteList users । NormalList ইউজারদের তুলনায় WhiteList ইউজারদের মুনাফার পরিমান বেশি হয়ে থাকে। তার কারন হচ্ছে, WhiteList ইউজাররা NormalList ইউজারদের তুলনায় ভালো কোয়ালিটি পোষ্ট দিয়ে থাকে। আর তাই @minnowbooster কোয়ালিটি পোষ্ট প্রমোশনে বেশি মূল্যায়ন করে থাকে।আপনিও হতে পারেন একজন WhiteList ইউজার, তার জন্য আপনাকে কোয়ালিটি পূর্ণ পোষ্ট দিতে হবে এবং পরবর্তীতে @minnowbooster এর ডিস্কর্ডে গিয়ে আবেদন করতে হবে।

আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি NormalList ইউজাররা আপভোট ক্রয় করলে প্রায় ১৮% মুনাফা পাবে এবং WhiteList ইউজাররা আপভোট ক্রয় করলে ২৫% মুনাফা পাবে।


কীভাবে ভোট কিনবেন?


ভোট কেনার মেথড ২টি, ১) মেমোর মাধ্যমে ও ২) ওয়েবসাইটের মাধ্যমে ।

মেথড ১) মেমোর মাধ্যমেঃ

মেমোর মাধ্যমে ভোট কিনতে হলে আপনাকে আপনার ওয়ালেটে গিয়ে @minnowbooster কে আপনি যেই এমাউন্টের ভোট কিনতে চান তা পাঠাতে হবে । মনে রাখবেন @minnowbooster এর কাছ থেকে ভোট অবশ্যই SBD পাঠাবেন , কেননা @minnowbooster ভোট সেলের জন্য STEEM গ্রহন করে না । নিচে নমুনা চিত্রের মাধ্যমে বুঝানো হলোঃ

sample 1.png

আমি এই পোস্টটি প্রমোশনের জন্য ১ SBD সেন্ড করেছি এবং পরবর্তীতে ০.০০১ SBD এর মাধ্যমে আমার পোস্ট ভোটারদের নাম জানিয়ে একটি মেমো @minnowbooster আমাকে পাঠাবে ।

sample 2.png

ঠিক এভাবেই আপনি মেমোর মাধ্যমে @minnowbooster এর কাছ থেকে ভোট ক্রয় করতে পারবেন।


মেথড ২) ওয়েবসাইটের মাধ্যমেঃ

ওয়েবসাইটের মাধ্যমে ভোট কিনতে হলে প্রথমে আপনাকে minnowbooster.net এ গিয়ে আপনার একাউন্টে Log In করতে হবে। এরপর My Account > Balance এ গিয়ে Deposit to MinnowBooster এ যেই পরিমান এর ভোট কিনবেন সেই পরিমান এর SBD ডিপোজিট করুন। নিচের নমুনা চিত্রে আমি ১০০ SBD ডিপোজিট করেছি এবং ৯৯ SBD এর ভোট কিনেছি ।

Step-1: ডিপোজিট এমাউন্ট বসিয়ে Diposit এ ক্লিক করা

sample 1.png
Step-2: ডিপোজিট এমাউন্ট নিশ্চিত হওয়া

sample 1.png

Step-3: আপনার একাউন্ট পাসওয়ার্ড দিয়ে SIGN IN করে Transaction নিশ্চিত করুন

sample 1.png

২/৩ মিনিট এর মধ্যে ডিপোজিটকৃত এমাউন্ট আপনার Available Balance এ জমা হবে যেখান থেকে আপনি ভোট ক্রয় করতে পারবেন।

sample 1.png

ব্যালেন্স জমা হবার পর Available Balance এর নিচে Upvote post অপশন এ যেতে হবে । তারপার একটি ছোট বক্স রয়েছে সেখানে Memo অপশনে আপনার পোস্ট এর লিঙ্ক দিন এবং তার নিচে আপভোট এর এমাউন্ট বসিয়ে CAPTCHA পূরণ করে Upvote from balance এ ক্লিক করুন ।একইভাবে মিনোবুস্টার আপনাকে একটি ফিরতি মেমো দিবে যেখানে বিস্তারিত দেওয়া থাকবে।নিচের নমুনা চিত্রে দেখানো হলোঃ

sample 1.png

sample 1.png

giphy.gif

আজ এই পর্যন্ত পরবর্তী পোস্টে আমি Minnowbooster এর বাকি তিনটি সার্ভিস নিয়ে কথা বলবো। আশা করি আমি আমার সব পয়েন্ট ক্লিয়ার করতে পেরেছি। আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন । তাছাড়া Minnowbooster এর সকল ধরনের সাপোর্টের জন্য Minnowbooster এর DISCORD এ যোগাযোগ করতে পারেন। এবং তাদের Youtube Channel এ সকল সার্ভিসের টিউটোরিয়াল দেওয়া রয়েছে।

Join Minnowbooster Discord Chat

Sort:  

I think steemit should introduce some kind of tranlate bot to the other languages..

Can you please post the same in English too.

Please share in english too

Will this work when the new voting system is implemented on steemit?

অসাধারষ একটা পোষ্ঠ ভাই
অনেক ভাল লাগলো ...
অনেক ধন্যবাদ ভাই

বাংলায় হওয়তে বিষয়গুলো বোঝতে অনেক সহজ হয়েছে.
@minnowbooster এর এই চার্ট টা বুঝি না.

Screenshot_1.jpg

এখানে Normallist 1193 কি বুঝানো হয়েছে?

যদি একটু বলতেন

চার্ট এ নিল গ্রাফটা NormalList user দের জন্য এবং সবুজ গ্রাফটা WhiteList user দের জন্য।

এখানে Normallist 1193 কি বুঝানো হয়েছে , 0.01SBD সেন্ড এ 1193 টি ভোট available রয়েছে।

অনেক ধন্যবাদ প্রশ্নের উত্তর টি দেওয়ার জন্য।

ধন্যবাদ আপনার পোস্টের জন্য। বাংলায় হওয়াতে খুব সহজে অনেক কিছুই বুঝতে পেরেছি। আপনাকে ফলো করে রাখলাম। আশা করি ভবিষ্যতে আরো অনেক উপকার পাবো আপনার পোস্টের মাধ্যমে।

ধন্যবাদ @shanta7 আমি চেষ্টা করবো বাংলাদেশী ইউজারদের জন্য হেল্পফুল পোষ্ট দেবার ।

ধন্যবাদ। @zaku

Thanks for your significant airticle that contains useful information for us. I am new on steemit. So I have informed a lot from you that will work for me in the future to do well on steemit.

I'm a new user. See the posts that looked good. A lot of things are known. It is a bit easier to understand due to writing in bangla. thank you brother.

Thanks @subarnamannan for your compliment 🙂

ধন্যবাদ ভাই আপনাকে।
আমি নতুন ইউজার হয়ে আপনার এই পোস্ট টি থেকে অনেক কিছুই শিখলাম ।
আন্তরিক ধন্যবাদ জানাই ।

ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো বুঝতে না। অনেক ভালো একটা পোস্ট করেছেন ভাই। আাচ্ছা ভাই মিনোবোসটারে মানে ডিসকট আ্যপ আমাকে ব্লোক করে দিছে মানে ৪৮ ঘন্টা পর পর মেমো সহো আপভোটে পোস্ট করলে কিছু চেন্ট দিতো কি এখন আর দেশ না বলে মাউত করে দিছে মিনোবোস্টার এখন কি করবো।

আর ভাই আপনি যেটার কথা বলেছেন সে ভাবে করলে আমি ওদের সব ভ্যাট কটার পর ধরেন ১sbd দিলে কতো sbd dollar এ জমা হবে। ১ SBD দিলে কতো পাবো??

আর ভাইয়া একটা অনুরোধ করবো ছোট ভাই হিসেবে আর আপনার ফলোয়ার হিসেবে আমাকে ২ বা ৩ SBD দিলে আমার অনেক উপকার হতো। ভাই এই অনুরোদ রাখেন।

Good post bro & Happy to see you from Bangladesh. Really i am proud of you. Go Ahead. Resteem your post.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 65955.88
ETH 3055.54
USDT 1.00
SBD 3.69