Movie Review: Raid (2018)

in #movie6 years ago

Raid (2018)

৪৯ বার ট্রান্সফার হয়ে এবার এসেছেন ভারতের আরেক রাজ্য লখনৌ এ ! নাম তার অময় পাটনায়েক, কাজ করেন আয়কর বিভাগে ।
দুর্নীতিবাজ লোকদের বাড়িতে রেইড করে জন্দ করেন তাদের সকল কালো টাকা । কোটি কোটি টাকা জব্দ করলেও তার কোনোকিছুতেই হাত দেন নাহ ! বিশাল অংকের ঘুষ ও তার আদর্শকে কাবু করতে পারে নাহ । সৎ এবং সাহসী এই অফিসার তাই থিতু হতে পারেন না কোনো জায়গাতেই ! সমাজের প্রভাব বিস্তারকারী লোকদের দ্বারাই তাকে জায়গা বদল করতে হয় বারবার ।
চলে যাই তার বর্তনাম ঠিকানা লখনৌতে । এই লখনৌতে আসতে না আসতেই এক গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, এই রাজ্যের এক অতি প্রভাবশালী ব্যক্তির বাড়িতে রয়েছে ৪২০ কোটি ব্ল্যাক মানি ! বলে রাখা ভালো, আশির দশকের এক সত্য ঘটনা এটি । তাই এই পরিমাণ সম্পদ বর্তমানে কি রকম হতে পারে তা আর বলে দিতে হবে না, আশা করাই যায় !

তো, অফিসার রেইড চালান তার বাসায় ! ভারতের ইতিহাসে সবচাইতে বেশি সময় ধরে চলা রেইড এটি !
অফিসার কি পেরেছিলো তার সাহসিকতা বজায় রেখে এবারো সফলতার তালিকাটা লম্বা করতে ?!
নাকি প্রভাব বিস্তারকারী লোকেরই জয় হয়েছিলো অবশেষে ?!

খুব অসাধারণ গোছের কোনো সিনেমা না হয়তো, এটি ! তবে আর অন্যান্য স্টোরি গুলোর চাইতে এক ভিন্ন এবং পরিচ্ছন গল্প দেখা গেছে এখানে । সত্য ঘটনাকে কিছুটা কাটছাঁট করে স্কিপ্ট লিখেছেন রিতেশ শাহ । পরিচালক এবং লেখক - দুইজনই সফল ! সফল ছিলেন দর্শককে মোটামুটি এক আনপ্রেডিক্টেবল স্টোরি দেখিয়ে শেষ পর্যন্ত বসিয়ে রাখতে !
মূল চরিত্রে দুই অভিনেতা অজয় দেবগন এবং সৌরভ শুক্লা চমৎকার দুই চরিত্র ফুটিয়ে তুলেছেন । ইলিয়েনা ডি ক্রুজকে দেখা যাচ্ছে গৃহবধূ হিসেবেই বেশি মানানসই লাগে !
সবচাইতে প্রশংসার দাবীদার পরিচালক রাজকুমার গুপ্ত । পাঁচ বছর পর আবার চলচ্চিত্র জগতে ফিরে এসে এক "দারুণ" কিছু হয়তো আমাদের দিতে পারেনি ; তবে দিয়েছেন এক অনন্য অভিজ্ঞতা, যা খুব সহজেই আমাদের ছেড়ে যাবে নাহ !

সিনেমাঃ Raid(2018)
IMDb: 7.6/10
Rotten Tomatoes: 71%
Personal: 8.0/10
63aeeb05da2676a6d72897bb1fb96fba-Sridevi.jpg

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.031
BTC 61745.50
ETH 2898.66
USDT 1.00
SBD 3.61