Greece Myth

in #myth5 years ago

হোমারের গ্রীক মিথে সিসিফাস ছিলেন প্রাচীন গ্রীসে একটি রাজ্যের
রাজা। সে সময় এসোপাসের মেয়ে এজিনার দিকে নজর পরে দেবরাজ জিউসের। এজিনাকে অপহরণ করেন জিউস। এ কথা জানতে পারেন সিসিফাস এবং তিনি তা এসোপাসকে জানিয়ে দেন। রেগে গিয়ে দেবরাজ জিউস, “থানাটোসকে” পাঠান সিসিফাসকে বন্দী করে তাকে অন্ধকার জায়গা “টারটারাসে” বন্দী করে রাখার জন্য। থানাটোসের কাজ ছিল মানুষের জান নেয়া। থানাটোস সিসিফাসকে বন্দী করে টারটারাসে নিয়ে গেল কিন্তু সিসিফাস সূক্ষ চালে উল্টো থানাটোসকেই বন্দী করে পালিয়ে যান।যার ফলে পৃথিবীতে মানুষের মৃত্যু বন্ধ হয়ে যান। এসব জানতে পেরে জিউস প্রচন্ড রেগে যান এবং
সিসিফাসকে এক ভীষণ শাস্তি দেন। শাস্তি ছিল এইরকম যে একটা বিরাট পাথর কে সে একটা পাহাড়ে তুলবে আবার পাথরটি নিচে পরে যাবে আবার সে তুলবে, এভাবেই অনন্তকাল। এটাই “মিথ অফ সিসিফাস”।
সিসিফাস ছিলেন জীবন্ত মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী। আমরা মানুষগুলোও সিসিফাসের মতই। জীবনভর একই ধরনের কাজ করছি প্রতিদিন। নিত্যদিনের একঘেয়ে কাজের বোঝা তাকে হতাশ করে না। প্রতিদিনের কাজের শুরুটা সে শুরু করে নতুন উদ্দীপনায়, আবার শেষ হয় পুরানো নিয়মে। প্রতিদিন ঠেলে ওঠানো পাথর গড়িয়ে পরতে দেখে জীবনের অর্থহীনতা অনুভব করতে পারলেও আবার প্রতিদিনের জীবনের ঘানি টানার শুরুটাই তাঁর আনন্দ। পথ চলাতেই আনন্দ, গন্তব্য প্রাসঙ্গিক নয় সব সময়ে..

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63672.48
ETH 3319.16
USDT 1.00
SBD 3.91