ধোনির বাদ পড়া নিয়ে কোহলির ব্যাখ্যা

in #news6 years ago

1.PNGমহেন্দ্র সিং ধোনির টি-টোয়েন্টি ক্যারিয়ার কি শেষ? ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই সিরিজে ধোনির নাম না রাখায় এ প্রশ্নই এখন ভারতীয় ক্রিকেটের মূল ইস্যু। টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন বেশ আগে। ওয়ানডেতেও ব্যাট হাতে যে পারফরম্যান্স, তাতে দলে টিকে থাকা প্রশ্নের মুখে। এর মাঝে আবার টি-টোয়েন্টি দল থেকেও নামা কাটা পড়লে সন্দেহ জাগবেই। এমন অবস্থায় মুখ খুলতে হলো অধিনায়ক বিরাট কোহলিকেই।

গতকাল ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো পিষ্ট করে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে সর্বনিম্ন রানে আটকানোর রেকর্ড গড়ার পর সবচেয়ে বেশি বল হাতে রেখে ম্যাচ জেতারও রেকর্ড গড়েছে তারা। এমন দিনেও কোহলিকে প্রশ্ন শুনতে হয়েছে ধোনির বাদ পড়া নিয়ে। এ প্রসঙ্গে এত আলোচনা কোহলির একদমই পছন্দ হচ্ছে না। সেটা লুকাননি ওয়ানডে ক্রিকেটে জয়ের হারে ক্লাইভ লয়েডের পরেই থাকা অধিনায়ক কোহলি, ‘আমি যদি ভুল না করি তবে নির্বাচকেরা এরই মাঝে এ বিষয়টার উত্তর দিয়েছে। আর তাঁর সঙ্গে এ নিয়ে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এখানে বসে এ প্রশ্নের উত্তর দেওয়ার কিংবা ব্যাখ্যা দেওয়ার কোনো কারণ দেখছি না। আমার ধারণা নির্বাচকেরা নিজেরাই কী ঘটেছে সেটা বর্ণনা করেছেন।’

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60793.36
ETH 2909.65
USDT 1.00
SBD 3.64