ফরেক্স

in #news6 years ago

ফরেক্স আছে সবচেয়ে বড় মাধ্যম যেখানে অনেক বিভিন্ন কারেন্সি কেনা বেচা হয় আপনারা যারা কয়েন এর সাথে জড়িত তারা নিশ্চয়ই ফরেক্সের নাম শুনেছেন। তো যাই হোক পরে কিন্তু সিক্স বিলিয়ন ডলার যতটুকু আমার মনে পরে সরি সিক্স ট্রিলিয়ন ডলার। পড়েছে বিভিন্ন পেয়ার থাকে যেমন ইউরও ইউএসডি কানাডিয়ান ডলার জাপানিজ ডলার ডলার ইয়েন ভিন্নরকম আপনার থাকে তো পেয়ার থাকে আমরা ওগুলো বায় অথবা সেল এর মাধ্যমে আমরা প্রফিট করে থাকি।

মনে করেন আপনি ইউরওইউএসডি ভাই করলেন এখন যদি মার্কেটটি আপ হয় তাহলে আপনি গেইন করবেন যদি মার্কেটটি ডাউন হয় তাহলে আপনি লস করবেন এখানে ওটিপি এবং স্টপ লস দেওয়া যায়। কয়েন থেকে একটু আলাদা ফরেক্স কারণ কয়েনের দাম কমলে আপনার কাছে কয়েনে সংখ্যা ঠিক থাকে কয়েন হয়তো ফিউচারে বাড়তে পারে সেক্ষেত্রে আপনি ক্যারি করতে পারেন ফরেক্স এ ব্যাপারটি আলাদা যদি আপনার একাউন্টে লস হতে থাকে আপনি লস ক্যারি করতে পারেন কিন্তু অনেক সময় সেটা যদিও আমার অ্যাকাউন্টটি ছোঁয়া ফ্রী অর্থাৎ সুদ মুক্ত।

তো ফরেক্স করা কিন্তু অনেক কঠিন অনেক অ্যানালাইসিস করতে হবে আপনাকে অনেক জানতে হবে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে বিভিন্ন ইকোনমি নিয়ে। তারপর আপনি টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী আপনার সাইকোলজিকাল এনালাইসিস অনুযায়ী এবং ফান্ডামেন্টাল এনালাইসিস অনুযায়ী আপনি বায় অথবা সেল নিবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 62623.58
ETH 3021.04
USDT 1.00
SBD 3.72