How to stop auto play option on youtube?

in #palnet5 years ago

Video Source

বন্ধুগণ আমরা যারা ইউটিউব এর মধ্যে ভিডিও দেখি ইউটিউব অফিশিয়াল অ্যাপটির মাধ্যমে তারা হয়তো বা সবাই জানি ইউটিউব এর একটি নতুন অপশন চলে আসছে যেটা হলো অটোপ্লে।

বন্ধুগণ এই অটোপ্লে অপশনটি অনেকের জন্য খুবই বিরক্ত জনক। কারণ হলো আপনি কোন একটা ভিডিও দেখতে না চাইলে সে ভিডিওটি অটোমেটিক প্লে হতে থাকে যদি আপনি ভিডিও স্কল করে আপনার ফোনের ডিসপ্লের মধ্যে রাখেন।

বন্ধুগণ আরেকটি সমস্যা হল যারা মেগাবাইট কিনে ইউটিউব এর ভিডিও দেখেন তারা যদি কোন একটা ভিডিও নাও দেখতে চান। তারপর অটোপ্লে অপশনটি অটোমেটিক সে ভিডিওটি প্লে করে দিবে, যার কারণে আপনার ফোন থেকে অতিরিক্ত মেগাবাইট চলে যাবে।

বন্ধুগণ যারা এই অপশনটি বন্ধ করতে চান তাদেরকে বলব আমাদের এই ভিডিওটি দেখে নিন। তাহলে আপনি খুব সহজেই এই অপশনটি ইউটিউব অ্যাপ থেকে বন্ধ করে নিতে পারবে।

ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আশা করি সবাই ভিডিওটি অনেক ভালো লাগবে।

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62934.09
ETH 3118.65
USDT 1.00
SBD 3.85