চাণক্য শ্লোক বাংলা: ২৩ ও ২৪

in #palnet5 years ago

:::::::::::::::::২৩ অবিশ্বাসী:::::::::::::::::::

খর নদী শৃঙ্গোধারী নাখ ধারী আর।
বিশ্বাস না কর কভু শস্ত্র হাতে যার।।
রাজ কর্মিগণে বিশ্বাস নহে তো শোভন।
বিশ্বাসের মর্যাদা নাহি দেয় নারীগণ।।

বঙ্গানুবাদ: খরস্রোতা নদী, শৃঙ্গধারী, নখধারী, অস্ত্রধারী, রাজ কর্মচারী ও রমণী গণকে কখনো বিশ্বাস করা উচিত নয়।


saint-2356564_640.jpg

:::::::::::::::::::২৪ রক্ষণীয়:::::::::::::::::::::::::

আপদের জন্য করো ধন্ সঞ্চয়।
সেই ধণ পত্নী রক্ষা করিবে নিশ্চয়।।
নিজেরে রক্ষিবারে যদি করো মন।
ধণ পত্নী ছাড়ি আপনে করহ যতন।।

বঙ্গানুবাদ: বিপদ আপদের জন্য অর্থ সঞ্চয় করে রাখবে। পত্নীকে রক্ষা করা স্বামীর কর্তব্য। আত্মরক্ষা করা তার থেকে শ্রেষ্ঠ কাজ। অর্থ এবং পত্নী রক্ষার চেয়ে আত্মরক্ষা সর্বোত্তম কাজ।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.13
JST 0.033
BTC 63175.14
ETH 3047.55
USDT 1.00
SBD 3.63