আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনি পড়াশোনায় মনোযোগী হতে পারবেন | How you can concentrate on learning.

in #reading6 years ago (edited)

হাই বন্ধুরা কেমন আছেন সবাই , আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি খুব সহজেই পড়াশোনায় মনোযোগ বসাতে পারবেন । আমরা অনেকেই আছি যাদের প্রচণ্ড পড়াশোনা করার ইচ্ছা কিন্তু পড়াশোনা করতে পারি না ।পড়তে বসলেই নানা ধরনের মাথায় উঠে পড়ে বসে। এই যেমন ধরুন পড়াশোনা করতে বসলে মুভি দেখা ,ফেসবুক চালানো ,বিভিন্ন ধরনের খেলা, টিভি দেখা ইত্যাদি করতে ইচ্ছা করে । আজকে আমি আপনাদের এমন কিছু টেকনিক শেয়ার করব যার মাধ্যমে আপনি এগুলো থেকে সহজে পাশ কাটিয়ে আপনার পড়াশোনায় মনোযোগ বসাতে পারবেন । এর জন্য অবশ্যই আপনাকে এই টেকনিকগুলো সদ্ব্যবহার করতে হবে, তাহলেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন।

প্রথমেই বলে রাখি আপনার পড়াশোনার জন্য প্রথমে প্রয়োজন একটি লক্ষ ঠিক করা, যে আমি কতটুকু পড়াশোনা করব ।তার মানে আপনি কতটুকু পড়াশোনা করবেন তার একটি রুটিন তৈরি করে ফেলুন । পড়াশোনার জন্য আপনি একই বিষয়ে অনেকক্ষণ ধরে পড়বেন না । এতে করে আপনার মস্তিষ্কের নির্দিষ্ট একটা অংশের হয় অনেক বেশি হয় ।

সঠিক সময়ে সঠিক সাবজেক্ট বেছে নিন । এতে করে আপনার পড়াশোনার উৎসাহ আরো অনেক গুণে বেড়ে যাবে ।আপনার শরীরের এনার্জি লেভেল যখন সব থেকে বেশি থাকে তখন যে সাবজেক্টটা বেশি কঠিন সেটা পড়ার জন্য বেছে নিবেন । এটা করে আপনার মন অনেক বৃদ্ধি পাবে ।

পড়াশুনায় অধিক মনোযোগী হওয়ার জন্য যে বিষয়টা দরকার সেটা আমি এখন শেয়ার করব

পড়াশোনা ভালো করে করার জন্য দরকার একটি সুন্দর পরিবেশ অর্থাৎ পড়াশোনার জন্য পরিবেশ তৈরি করতে হবে ।আপনার হাতে সিগারেট ,টেবিলে ল্যাপটপ ,অন্য হাতে ফোন এভাবে আর যাহোক পড়াশোনাটা হওয়া অনেক কঠিন ।সুতরাং পড়াশোনার জন্যে একটা পরিবেশ তৈরি করুন ,যেটা সম্পূর্ণ অন্যরকম হবে পড়াশোনার সময় আপনার ঘরের দরজা বন্ধ রাখুন, মোবাইল ফোন দূরে রাখুন এতে করে আপনার পড়াশোনা অধিক মনোযোগ বসাতে পারবেন।

সবশেষে আপনার উন্নয়ন অগ্রগতি মূল্যায়ন করুন এবং নিজেকে রিওয়ার্ড দিন এর মানে হলো আপনি রেগুলার পড়াশোনা করে কতটুকু ভালো ফলাফল করতে পারছেন তার একটা রেকর্ড তৈরি করুন এবং রেকর্ড যদি আগের থেকে ভালো হয় তাহলে নিজেই নিজেকে পুরস্কার দিন।

আপনার মস্তিষ্কের উপর কখনোই অধিক চাপ দিবেন না যতটুকু আপনি সহ্য করতে পারেন শুধুমাত্র ততটুকুই পড়াশোনা করুন । সব সময় পড়া গুলো নোট করে রাখুন । এতে করে বিভিন্ন তথ্য পেতে সহজ হবে।

পড়ুন পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার আশায় নয় সুন্দর একটা জিনিস শেখার উদ্দেশ্যে পড়ুন।

তো বন্ধুরা আজকে এই ছিল আপনাদের জন্য টিপস আগামীতে আরও সুন্দর সুন্দর টিপস এবং ট্রিকস নিয়ে আপনাদের সামনে আসব।

ধন্যবাদ ভালো থাকবেন সবাই।

Photos are taken from https://www.pexels.com

Sort:  

This post has received a 3.13 % upvote from @drotto thanks to: @darkline.

This post has received a 5.16 % upvote from @boomerang.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61219.98
ETH 2927.64
USDT 1.00
SBD 3.66