ছাত্র জীবনের সচরাচর কিছু সমস্যা নিয়ে আলোচনা ।

in #solution6 years ago

আমরা সকলেই ছাত্রজীবন পাড় করে এসেছি আবার অনেকেই এখানে রয়েছেন যারা ছাত্রজীবন অনুভব করছেন বা ইনজয় করছেন। আমরা সকলেই জানি কিছু কিছু প্রবলেম রয়েছে আমাদের প্রায় সকলকেই ছাত্রজীবনে ফেস করতে হয় । আমরা অনেকেই এই নিয়ে ডিপ্রেশনে ভুগি এবং এর প্রতিফলন ঘটে আমাদের এক্সাম রেজাল্টে । লাইফে সমস্যা থাকবেই এটা স্বাভাবিক, কিন্তু সেই সমস্যার কথা চিন্তা করে নিজের ক্ষতি করা উচিত নয়। বরং সেই সমস্যা সমাধান করার উপায় খুজতে হবে এবং সমস্যা দূর করতে হবে। আজ আমি এমন কিছু সমস্যা নিয়ে কথা বলবো ।


Source

আমার দেখা এমন অনেক কাহিনী রয়েছে যেখানে ছাত্রজীবনের তুচ্ছ কিছু ঘটনা নিয়ে নিজের জীবন ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন অনেকেই। আমি এমন অনেক প্রিয় মানুষকে দেখেছি যারা এইসব সমস্যা থেকে উত্থান না পেয়ে এবং ভুল নির্দেশনা/ভুল সঙ্গের কারনে নিজের উজ্জ্বল ভবিষ্যতের জলাঞ্জলি দিয়েছেন।

এই সব সমস্যার শুরু হয় ভার্সিটিতে ভর্তি হওয়া নিয়ে। আমরা কম/বেশি সবাই ছোট বেলায় মন স্থির করে ফেলি যে বড় হয়ে কি হবো । কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ফুটবলার, কেউ আবার ক্রিকেটার ও হতে চাই। আমাদের সবার আশা কি পুরন হয় ? যাদের আশা পুরন হয় না তাদের জীবন কি ওখানেই থেমে থাকে ? তারা কি জীবনে উন্নতি করতে পারে না ? এই প্রশ্নগুলোর উত্তর সবাই জানি, জীবন কারো জন্য থেমে থাকে না কোন না কোন ভাবে তা অতিবাহিত হয়। যে ফুটবলার হতে পারে নাই সে দেখা যায় বড় হয়ে একজন বড় বিজনেসম্যান হয়, যে ক্রিকেটার হতে পারে নাই সে বর হয়ে একজন আর্কিটেক্ট হন। তাই বলে তারা তাদের জীবন নিয়ে মোটেই অখুশি নয়, বরং অনেকে আরো বেশি খুশি হন এই ভেবে যে তাদের ছোট বেলার বাছাই করার প্রফেশন এর থেকে তাদের বর্তমান প্রফেশন নিয়ে তারা কতটা শান্তিতে রয়েছে। ঠিক তেমনি আমি বুয়েটে / কুয়েটে চান্স পেলাম না আমার ভবিষ্যৎ অন্ধকার একথা ভাবা মোটেই উচিত নয়। এটা হয়তো এখন আমার কাছ থেকে শুনছেন কিন্তু ১০ বছর পর আপনি এই কথা বিশ্বাস করতে বাধ্য থাকবেন। যদি পরিশ্রমী হতে পারেন তাহলে জীবনে সফলতা আসবেই ।

ভর্তি যুদ্ধের পাশাপাশি আরেকটি সমস্যা হচ্ছে পছন্দের সাবজেক্ট এ সিলেক্ট হওয়া। প্রায়ই এমনটা দেখা যায় ছাত্রছাত্রীদের পছন্দ অনুযায়ী সাবজেক্ট তারা পায় না। এর ফলে অনেকেরি মন খারাপ হয়ে যায় চিন্তা করে এই সাবজেক্টে পরাশুনা করে আমি কিছুই করতে পারবো না, নিজের মধ্যকার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এটা মোটেও ঠিক না, আপনি যেই সাবজেক্ট ই পান না কেন আপনি যদি ঐ সাবজেক্টে ভালো ফলাফল করতে পারেন তাহলে অন্তত বেকার হয়ে ঘুরতে হবে না।

91v6WNI.png

@bdcommunity is an initiative on the steem blockchain trying to help all Bangladeshi standard authors and share their work and knowledge, to improve their skills. We curate grade contents to encourage hard-work and support originality. We are also arranging contest among Bangladeshi steemians and rewarding selected quality work. We also feature important updates from Steem Inc. and witnesses.
We believe an organized and effective communication within the community can determine the success. So we build up the communication on our Discord server and happy to show off our various features of the bot. On there you just need to pass command for check out your account information, balance, market rate and also you can exchange coin, buy upvote, transfer balance through the registration of bdexchange.

JOIN US ON

50-50_test2.png 50-50_test1.png

Hopefully, our community program will make a significant contribution!
Love from Bangladesh!!

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60913.71
ETH 2919.21
USDT 1.00
SBD 3.71