Best Friend নাকি Boy Friend

in #steem6 years ago

বিএফ শব্দটির এখন দুইটা অর্থ দাঁড়িয়ে গেছে ।

একটা হচ্ছে best friend
অন্যটা হচ্ছে boy friend

সুযোগ সুবিধা অনুযায়ী দুইটাই অদল বদল করে ব্যাবহার উপযোগী । শুধু স্থান, কাল, আর পাত্রভেদে পরিচিতিটা একটু আলাদা । আর বাকি সব এক !!

কার্যকারিতা যাই হোক না কেন এই ব্যাপারটা জেনারেশনের মধ্যে এতো বেশি প্রকট হয়েছে যে মাঝে মাঝেই কনফিউজ হয়ে যেতে হয় এটা কি বয় ফ্রেন্ড নাকি বেস্ট ফ্রেন্ড ?

মূল প্রসঙ্গে আসি,
জেনারেশন ভিত্তিক এই ওপেন সম্পর্কটার সব থেকে ভয়ঙ্করতম দিক হচ্ছে বেস্ট ফ্রেন্ড এবং বয় ফ্রেন্ড দ্বন্দ্বে ছেলে মেয়ে উভয় দলই লয়ালিটির ক্ষেত্রে চরম সুযোগ নিয়ে নিচ্ছে ।

তুমি তো অনলাইনেই ছিলে !! আমার মেসেজের রিপ্লাই দিলে না কেন ?

আমি তো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে চ্যাট করছিলাম ।

তোমাকে তো রাত দুইটার দিকে ওয়েটিং পাওয়া যায় । কারন কি ?

আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম !!

ব্যাস ...একটা শব্দ দিয়েই কাহিনি শেষ !!

এরপরেও সন্দেহ করবা ? তাহলে তুমি নিচু মানসিকতার !! তোমার সাথে ব্রেকাপ !!

খেয়াল করে দেখুন ,এখানে লজিক দিয়ে কাজ হবে না । আবার ইমোশোনালি সামলাতে গেলে আপনি সন্তুষ্ট হবেন না ।

অনলাইনে এবং বাস্তবে যারা এরকম ""বেস্ট ফ্রেন্ড "" থিউরি নিয়ে চলে তাঁদের জীবন যাত্রা লক্ষ্য করুন । যে কেউ কনফিউজ হয়ে যাবে । পাশে দাঁড়ানো থেকে শুরু করে ,কথা বলার ধরন ,কিংবা ইমোশন শেয়ারিং সব কিছুতেই কনফিউশন ।

ভাবতে বাধ্য হবেন , আচ্ছা বেস্ট ফ্রেন্ডও এতো ক্লোজ হয়ে দাঁড়াতে পারে ? যেখানে কিনা দুইটা বিপরীত লিঙ্গের শরীরের মধ্যে কার্যত কোন দূরত্ব থাকে না । মিলেমিশে একাকার :-)

বলা হয় ,এখন নাকি প্রতিটা সম্পর্কে একটা করে রিপ্লেসমেন্ট থাকে !! অর্থাৎ , প্রায় সবাই একটা করে ভালো অপশন রাখে । মানে হইলো বর্তমান রিলেশনে তার শতভাগ আস্থা নাই !!

ছোট ছোট এই ব্যাপারগুলো একদিনে সামনে আসে না । আস্তে আস্তে সামনে আসে । রিলেশন যতো পুরনো হয় ,বেস্ট ফ্রেন্ড ইস্যু ততো প্রকট হয় ।

নির্জন পাহাড়ে একসাথে হ্যাং আউট করা ।
কক্সবাজারে গিয়ে একসাথে থেকে আসা ।
কিংবা কাছের মানুষটাকে বাদ দিয়ে বেস্ট ফ্রেন্ডের সাথে ইমোশোনাল কথা বলা ।
অথবা আরেকটু বেড়ে বেশি গভীরে চলে যাওয়া ।

এগুলো এখন নিয়মিত ব্যাপার !! এইসব ক্ষেত্রে লুজার হয় লয়ালিটি নিয়ে চলা মানুষগুলো । বেকুবের দল বুঝতেই পারে না ,একজনের লয়ালিটি আরেকজনের কাছে দূর্বলতা !! অতএব অবধারিতভাবেই লয়ালিটি নিয়ে চলা মানুষগুলো হেরে যায় ! :-)

আনলিমিটেড মানসিক ক্রাইসিসের যে গল্পগুলো তৈরি হয় তার পেছনে মূল ভূমিকায় থাকে এই ধরনের কনফিউজিং ""বেস্ট ফ্রেন্ড "" ।

ফেসবুকের চটকদার মেসেজের কথাই বলুন কিংবা বাস্তব জীবনে গা ঘেঁষে মিশতে চাওয়ার প্রবনতার কথাই বলুন সব জায়গাতে এই কনফিউশন কে দূর করা হয় একটা শব্দ দিয়ে । সেটা হলো ""বেস্ট ফ্রেন্ড "" ।

তোমার আর আমার মধ্যে ভালো রিলেশন হয়েছে । তার মানে আমরা হলাম বয় ফ্রেন্ড আর গার্ল ফ্রেন্ড !! আমাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না ? ঠিকাছে বয় ফ্রেন্ড / গার্ল ফ্রেন্ড কে পরিচয় করায় দিলাম ""বেস্ট ফ্রেন্ড "" হিসাবে ।

অর্থাৎ অপশন হাতে রাখলাম । সময় সুযোগ হলে আমরা আবার খেলা শুরু করবো ।

মাথায় রাখুন , এই ধরনের খেলোয়াড় টাইপের মানুষ কিন্তু আজীবন খেলোয়াড়ই থাকে ।

বিয়ে দিলে ঠিক হয়ে যাবে
ও ...জীবনে ভালোবাসা পায় নি তাই এমন করে
এইসব বাকওয়াস কথা খেলোয়াড়দের জন্য প্রযোজ্য নয় । কারন একবার যে মানুষটা খেলা শেখে সে আজীবন খেলতেই পছন্দ করে ।

অতএব দীর্ঘস্থায়ী যে কোন সম্পর্কে যাওয়ার আগে ভেবে দেখুন ,আপনি একটা মানুষের সাথে সম্পর্ক করছেন ? নাকি কোন খেলোয়াড়ের সাথে সম্পর্ক করছেন ।

আপনার চিন্তা ভাবনাই আপনার ভবিষ্যৎ নির্ধারন করবে :-)

ভালোবাসা বেঁচে থাকুক ❤❤❤

Sort:  

This post has received a 1.12 % upvote from @drotto thanks to: @majharul.

This post has been upvoted by @microbot with 17.8%!
You want higher upvotes?

Vote for my creator @isnochys as witness!

Did you know, that you can make some profit with your witness vote?
More profits? 100% Payout! Delegate some SteemPower to @microbot: 1 SP, 5 SP, 10 SP, custom amount
You like to bet and win 20x your bid? Have a look at @gtw and this description!

How Cool!

You got a 6.41% upvote from @coolbot courtesy of @majharul!

Help us grow, delegate today!

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.13
JST 0.032
BTC 60955.99
ETH 2884.24
USDT 1.00
SBD 3.63