The most virtious deeds- সবচাইতে উত্তম কাজ কোন টা?

in #steemitbd5 years ago (edited)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنِ الْمَسْعُودِيِّ، عَنِ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ ‏"‏ الصَّلاَةُ لِمِيقَاتِهَا ‏"‏ ‏.‏ قُلْتُ ثُمَّ مَاذَا يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ بِرُّ الْوَالِدَيْنِ ‏"‏ ‏.‏ قُلْتُ ثُمَّ مَاذَا يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ ‏"‏ ‏.‏ ثُمَّ سَكَتَ عَنِّي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ رَوَاهُ الشَّيْبَانِيُّ وَشُعْبَةُ وَغَيْرُ وَاحِدٍ عَنِ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ عَنِ ابْنِ مَسْعُودٍ ‏.‏ وَأَبُو عَمْرٍو الشَّيْبَانِيُّ اسْمُهُ سَعْدُ بْنُ إِيَاسٍ ‏.‏

ইবনু মাসঊদ (রাঃ)

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললাম, হে আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ! কোন্‌ কাজ সবচাইতে উত্তম? তিনি বললেনঃ নামায তার নির্ধারিত সময়ে আদায় করা। আমি আবার প্রশ্ন করলাম, হে আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ! এরপর কোনটি? তিনি বললেনঃ বাবা-মায়ের সাথে উত্তম আচরণ করা। আমি আবারো প্রশ্ন করলাম, হে আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ! তারপর কোন্‌টি? তিনি বললেনঃ আল্লাহ্ তা‘আলার পথে জিহাদ করা। এরপর আমাকে কিছু বলা হতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নীরব থাকেন। আমি তাঁকে আরো প্রশ্ন করলে নিশ্চয়ই আমাকে তিনি আরো জানাতেন।
[সহীহ, সহীহা (১৪৮৯) , বুখারী, মুসলিম। জামে' আত-তিরমিজি, হাদিস নং ১৮৯৮, হাদিসের মান: সহিহ হাদিস, Source: ihadis.com ]

আসসালামু আলাইকুম! আশা করি সবাই ভাল আছেন! জুম্মা মুবারাক!
শুক্রবার দিনটি মুসলমানের জন্য সপ্তাহের অন্যান্য দিনের থেকে আলাদা এবং ফজিলত পূর্ণ! চলুন এই দিনে আমরা উপরে বর্ণিত হাদিসটি স্মরণ করি, আরেকবার!

এখানে আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি উত্তম কাজের একটা লিস্ট দিয়ে দিয়েছেন!

  • ১. নামায তার নির্ধারিত সময়ে আদায় করাঃ আমরা জানি নামাজ হচ্ছে মুসলমানদের জন্য অবশ্য করনীয় একটা ইবাদাত! এটাই একমাত ইবাদাত যা মুসলমান ও কাফেরের মধ্য পার্থক্য নির্দেশ করে. কিন্তু এটা জানা সত্ত্বেও আমরা নামাজ নিয়ে গাফেলতি করি! সময় মত নামাজ আদায় করি না. টাইম চলে যাবে যাবে এরকম অবস্থার তড়িঘড়ি করে নামাজ পড়ি যা খুশুখুযু সহকারে হয় না. অথবা কাযা করে ফেলি. আল্লাহর রাসুলের (সাঃ) কথা অনুযায়ী আমরা উত্তম কাজ করছি না!
  • ২. বাবা-মায়ের সাথে উত্তম আচরণ করাঃ এটাও আমরা জানি, কিন্তু কেন জানি আমরা মাঝে মধ্যে আমাদের বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলি. এরকম হয়ে থাকলে আমরা তাদের কাছ থেকে আজকেই ক্ষমা চেয়ে নিব. তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পর যদি আআমাদের বোধদয় হয় তাহলে তখন আর আফসোসের সীমা থাকবে না!
  • ৩. আল্লার তা'আলার পথে জিহাদ করাঃ জিহাদ করা নিয়ে আমাদের মধ্যে বিশাল একটা ভুল ধারনা বিদ্যমান! জিহাদ মানেই আমরা বুঝি মার মার কাট কাট অবস্থা! সমস্ত ইসলামের বিরোধীদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া. কিন্তু এটা জিহাদের আসল অর্থ নয়. এর অর্থ হচ্ছে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো. কেউ যুদি পরীক্ষা পাশের জন্যে সর্বোচ্চ চেষ্টা করে ওটাই তার জিহাদ. কেউ যদি নাওয়া খাওয়া বাদ দিয়ে ইস্টিমিট থেকে আয়ের চেষ্টা চালায়, এটা তার একটা জিহাদ. একই ভাবে আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্যে জানপ্রান দিয়ে চেষ্টা করা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা! আল্লাহর যমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের চেষ্টা কালে যদি কোন কাফের রাষ্ট্রের সাথে যুদ্ধ বেধে যায় তাহলে তা হচ্ছে জিহাদের সর্বশেষ এবং সর্বোচ্চ পর্যায়! লক্ষনীয় ব্যপার হচ্ছে যে, আমরা ১ এবং ২ নং কাজ আনজাম দেয়ার জন্যে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালাতে পারি যা মুলত এক প্রকার জিহাদ!
    আল্লাহ আমাদেরকে উপরোক্ত উত্তম কাজগুলো উত্তম ভাবে করার তৌফিক দান করুন! আমিন!

Listen this hadith on YouTube (English)

Sort:  

congratulations on preaching in steemit, may we be rewarded by God

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.12
JST 0.040
BTC 71539.00
ETH 3603.23
USDT 1.00
SBD 4.75