To eat a fair baby who eats during pregnancy. ফর্সা বাচ্চা পেতে গর্ভাবস্থায় যা খাবেনsteemCreated with Sketch.

in #steemitbd6 years ago

preg.jpg

All pregnant mothers have the same expectation, she can give birth to a healthy, beautiful and fair child. For this reason, pregnant mother continues to follow all the common rules. They eat different types of white foods during pregnancy, thinking that the child of her womb will be grayed out! Although many are educated among us, still the needs of the fertile child remain deep in the mind.

According to experts, on the basis of food selection, the child's body color does not depend on how much it depends on the gene found by his parents. However, there is a conception that the child's color depends on the foods that are taken during pregnancy. It can be a child! And if you have strong faith in these myths, then these white foods can be added to your food list.

However, no doctors could provide the certainty that these children will lose their color. But if you believe that old word, then you can eat those foods during pregnancy. Then why do not you know some information about these meals -

Coconut:
If you want a bright baby, then use coconut white breath. Because the white breath helps the child to be fair.

Saffron-milk:
Many women undergo breast milk during pregnancy. They believe that the hair of the hair helps the child to become fair. Growing in the womb of the hair helps to brighten the skin of the skin.

Milk:
Every woman should have more milk during pregnancy. There is a need for the introduction of milk growing embryos.

Egg:
For the color of the child, the white part of the egg should be eaten in the fourth to the sixth month.

Nuts:
If you want a fresher child, eat dry or soaked almond nut during pregnancy. Some believe that nutmeg mixed milk helps to clean the color, so it should be eaten during pregnancy.

Ghee:
Studies have shown that women who have high levels of ghee in their diet are less likely to have pain. On the other hand, according to conventional thinking, ghee is helpful to brighten the color of the embryo. So eat ghee in the oil place.

Fennel:
Fennel-soaked water is very effective to brighten the color of the skin. Pregnant women should drink 3 ml of free roasted water every morning. In this course, the vomiting effect too much is cut.

Orange lemon:
Orange juice should be eaten in juicy fruits during pregnancy. It is also useful in vitamins C, which is very good for the growth of the child and the brightness of the skin color.

সব গর্ভবতী মায়ের একই প্রত্যাশা, তিনি যেন একটি সুস্থ, সুন্দর ও ফর্সা সন্তানের জন্ম দিতে পারেন। এ জন্য গর্ভবতী মা প্রচলিত সব নিয়ম-কানুন মেনে চলেন। তারা গর্ভাবস্থায় নানা রকম সাদা খাবার খান, এই ভেবে যে এতে তার গর্ভের সন্তান ফর্সা হবে! যদিও অনেকেই আমাদের মধ্যে শিক্ষিত, তারপরও ফর্সা বাচ্চার চাহিদা মনের গভীরে রয়েই যায়।

বিশেষজ্ঞদের মতে, খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা নির্ভর করে না, এটা নির্ভর করে তার বাবা-মায়ের কাছ থেকে যে জিন পেয়েছে তার উপর। তবে প্রচলিত ধারণা রয়েছে, গর্ভবতী অবস্থায় যেসব খাবার গ্রহণ করা হয়, তার ওপর বাচ্চার বর্ণ নির্ভর করে। এতে বাচ্চা ফর্সাও হতে পারে! আর আপনারও যদি দৃঢ় বিশ্বাস থাকে এসব পুরাণ কথায়, তাহলে এসব সাদা খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন।

যদিও এসব খেয়ে বাচ্চার রঙ ফর্সা হবে এমন নিশ্চিয়তা কোন চিকিৎসকই দিতে পারেননি। তবে আপনিও যদি ওই পুরনো কথা বিশ্বাস করেন, তাহলে গর্ভাবস্থায় ওইসব খাবার খেয়ে দেখতে পারেন। তাহেল দেরি কেন আসুন জেনে ওই খাবারগুলো সম্পর্কে কিছু তথ্য-

নারকেল:
আপনি যদি ফর্সা বাচ্চা চান, তাহলে নারকেলের সাদা শ্বাসটা খাওয়ার অভ্যেস করুন। কারণ সাদা শ্বাস বাচ্চা ফর্সা হতে সাহায্য করে।

জাফরান-দুধ:
অনেক নারী গর্ভাবস্থায় কেশর দুধ খান। তাদের বিশ্বাস যে কেশর সন্তানকে ফর্সা হতে সাহায্য করে। কেশর গর্ভে বেড়ে ওঠা বাচ্চার ত্বকের বর্ণ উজ্জ্বল করতে সাহায্য করে।

দুধ:
গর্ভাবস্থায় প্রতিটি নারীর উচিত বেশি করে দুধ খাওয়া। দুধ বাড়ন্ত ভ্রুণের সুগঠনের জন্য অবশ্যই দরকার।

ডিম:
বাচ্চার রঙ ফর্সার জন্য চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে ডিমের সাদা অংশ খাওয়া উচিত।

বাদাম:
আপনি যদি ফর্সা সন্তান চান, তাহলে গর্ভাবস্থায় শুকনো বা ভেজানো আলমন্ড বাদাম খান।অনেকেই বিশ্বাস করেন, বাদাম মিশ্রিত দুধ গায়ের রঙ পরিষ্কার করতে সাহায্য করে, তাই গর্ভাবস্থায় খাওয়া উচিত।

ঘি:
গবেষণায় দেখা গেছে, যেসব নারীর খাবারের মধ্যে ঘি-এর মাত্রা বেশি থাকে তাদের প্রসব যন্ত্রণা কম হয়। অন্যদিকে প্রচলিত চিন্তাধারা অনুযায়ী, ঘি ভ্রুণের বর্ণ উজ্জ্বল করতে সহায়ক। তাই তেলের জায়গায় ঘি খান।

মৌরি:
মৌরি ভেজানো পানি ত্বকের বর্ণ উজ্জ্বল করতে খুব কার্যকরী। গর্ভবতী নারীদের প্রতিদিন সকালে ৩ মিলি মৌরি ভেজানো পানি খাওয়া উচিত। এতে অবশ্য গা বমি ভাবটাও অনেকটা কেটে যায়।

কমলা লেবু:
গর্ভাবস্থায় রসাল ফলের মধ্যে কমলা লেবু অবশ্যই খাওয়া উচিত। এটি ভিটামিন সি-এ ভর্তি, যা বাড়ন্ত বাচ্চার পক্ষে খুব ভালো এবং ত্বকের রঙ উজ্জ্বল করতেও সহায়ক।

Sort:  

Congratulations @sohelsarowar! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :

You published 4 posts in one day

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

You can upvote this notification to help all Steemit users. Learn why here!

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63724.53
ETH 3071.11
USDT 1.00
SBD 3.98