আর্মি ক্যাম্পে রাতে জিলাপি খাওয়ার সেই ঘটনা

in #story5 years ago

আর্মি ক্যাম্পে রাতে  জিলাপি খাওয়ার সেই ঘটনা 

image source

আমার এক দুলাই আর্মিতে চাকরি করতো । সেই সময় সিতের সময় ছিল । তখন ওরা শিতের সময় ট্রেনিং এ ছিল । কিন্তু তখন যা ঘটলো । সেই ঘটনা আমি শুনেছিলাম । সেইটা আজ শোনাব । সেই দিন সবাই চিন্তা করল আজ রাতে ওরা জেলাপি খাওয়ার পার্টি করবে । রাত তখন ৯ টা মত । তখন একজনের জিলাপি আনতে পাঠাল । কিন্তু জিলাপি আনতে যেতে হবে বাঁশঝাড়ের ভিতর দিয়া , তাছাড়া কোন রাস্তা ছিল না । কিন্তু রাস্তাও ছিল একটু দূরে । একজন গেছিল জেলাপি আনতে । কিন্তু ওর সাথে যা ঘটলো । সে জিলাপি নিয়া ফিরে আসার সময় , বাঁশঝাড়ের নিচে যখন আসলো তখন কানের পাশে বলতে লাগলো এই আমাকে একটা জিলাপি দিয়া যা অনেক খেতে ইচ্ছা করতেছে । প্রথমে চমকে গেল কে কথা বলল আশেপাশে দেখল কেউ নাই । কিন্তু সে অনেক সাহসী ছিল এবং বুঝতে পারল জিন হতে পারে । এইভাবে ৪/৫ বার চাওয়ার পর সে বলল আজ দুয়ার অনুষ্ঠান আছে সেটার জিলাপি তোকে দেওয়া যাবে না । কিন্তু তাও সে অনেক অনুরোধ করল জিলাপি দেওয়ার জন্য তাউ সে দিল না । অবশেষে তাকে পথ ভুলাই নিয়া গিয়া এক পছা পুকুরের ভিতরে মাজা পজন্ত ডুবাই রেখে দিল । সে যখন বুঝল সে পছা পুকুরের ভিতরে তখন তার হুশ হল এইখানে সে কিভাবে আসলো কিছুই সে জানে না । 

কিন্তু ক্যাম্পের লোকজন ঐদিকে জিলাপির জন্য সবাই অপেক্ষা করছিল । তারা চিন্তা করল অনেক সময় হইয়া গেল জিলাপি নিয়া এত সময় চলে আসার কথা তাও কেন আসতেছে না। তার পর ২ জন আগাই গেল কত দূর একটু খোঁজ নেওয়ার জন্য । এরপর ওরা হাটতে হাটতে জিলাপির দুকানে চলে গেল এবং জিজ্ঞাস করল জিলাপি নেওয়ার জন্য কেউ আসছিল কিনা তখন তিনি বললেন অনেক আগেই জিলাপি নিয়া গেছে । এই কথা শোনার পর ওরা একটু অবাক হল , অনেক আগে জিলাপি নিয়া গেছে তাউ কেন ক্যাম্পে যাইনি , রাস্তার ভিতরে দেখা হওয়ার কথা ছিল । এর পর ওরা সারা রাস্তা লাইট মারতে মারতে আসে । ওরা যখন বাঁশঝাড়ের নিচে গেল , একটা শব্দ শুনতে পেল শব্দটা  এমন ছিল কেউ কথা বলতে পারেনা কিন্তু গাংরাচ্ছে। এই শব্দ শুনার পর আসে পাশে লাইট মারা শুরু করল এবং খুঁজতে শুরু করল , তখন দেখে পছা পুকুরের ভিতর থেকে শব্দ আসতেছে , তখন ঐদিকে যাওয়ার পর দেখে মাজা পজন্ত কাদার ভিতর পুতে রাখা , তখন তাকে কাদার ভিতর থেকে উপরে তুলে আনল । এর পর তখন উপরে তুলে আনল এবং জানতে চাইল কিভাবে তুমি এর ভিতরে আসলে । তখন সে জানাল কানের পাশে অনেক বার কে যেন জিলাপি বার বার চাইছিল আমি জিলাপি দেইনি তার পর পথ ভুলে এর ভিতর আনে এবং আমকে পুতে রাখে । এই কথা শোনার পর ওরা একটু হাসল , এবং বলল জিলাপি দিতে পারতা কোন বেপার ছিল না। 

এর পর ওরা জিলাপি এবং ওরে নিয়া ক্যাম্পে ফিরে আসলো , এবং এই ঘটনা সবার সাথে শেয়ার করল । ঘটনাটা হাসির হলেও একটু দুঃখ জনক ছিল । এই ছিল সেই ঘটনা । গল্পটি ভাল লাগলে কমেন্ট করে জানাবেন । সবাইকে অনেক ধন্যবাদ ।  

Sort:  

✅ Enjoy the vote! For more amazing content, please follow @themadcurator for a chance to receive more free votes!

Congratulations @fouziahasan! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

You got a First Vote
You received more than 10 upvotes. Your next target is to reach 50 upvotes.

Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

Hello @fouziahasan! This is a friendly reminder that you have 3000 Partiko Points unclaimed in your Partiko account!

Partiko is a fast and beautiful mobile app for Steem, and it’s the most popular Steem mobile app out there! Download Partiko using the link below and login using SteemConnect to claim your 3000 Partiko points! You can easily convert them into Steem token!

https://partiko.app/referral/partiko

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 65012.58
ETH 3101.28
USDT 1.00
SBD 3.86