শিক্ষাজীবনে এ কিছু শিক্ষণীয় বিষয়

in #studylife6 years ago (edited)


Source

শিক্ষাজীবন মানে শুধু এই নয় যে সারাদিন পরাশুনার মধ্য দিয়ে সময় কাটাতে হবে। শিক্ষাজীবন হচ্ছে এমন একটি সময় যখন আপনাকে পড়াশুনার পাশাপাশি নানা বিষয়ের উপর জ্ঞ্যান লাভ করতে হবে। কারন, জীবনে সফলতা পেতে হলে পড়াশুনা বা সার্টিফিকেট যথেষ্ট না । আপনাকে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিতেও পারদর্শি হতে হবে।আজকের পোস্টে সেসব নিয়েই আলোচনা করা হবে।

নেটওয়ার্কিং গড়ে তোলাঃ



Source
নেটওয়ার্কিং এর মাধ্যমে এখানে বুঝানো হচ্ছে আপনি যেই কাজে পারদর্শি সেই কাজের সাথে সংযুক্ত অন্যান্যদের সাথে কমিউনিকেশন গড়ে তোলা। আমরা অনেকেই মনে করতে পারি যে এই কাজে আমি খুব পারদর্শি আমার থেকে এই কাজ অন্য কেউ ভালোভাবে করতে পারবে না, আসলে ধারনাটা ঠিক নয়। এটি শুধুই অহংকার এর প্রদর্শন হয়। এমনও হতে পারে অন্যকেঊ পানার থেকেও ভালোভাবে এই কাজটি সম্পন্ন করতে পারবে। তাই অন্যদের সাথে কমিউনিকেশন রেখে আপনার কাজকে আরো নিপুন করে তুলতে পারে।

নতুন ভাষার প্রতি আগ্রহ দেখানঃ



Source
নতুন যেকোন কিছুর উপরই আমাদের সকলেরই একটি বিশেষ টান থাকে। ঠিক তেমনি নতুন ভাষার প্রতি টান থাকা খুব ভালো একটি দিক। নিজের মাতৃভাষার পাশাপাশি অন্যদেশের ভাষা সম্পর্কে জ্ঞ্যান অর্জন করা এবং তা আয়ত্ত করলে আপনার ব্যক্তি জীবনে তা খুব কাজে আসতে পারে। এটি হয়তো আপনার চাকরির সিভিতে বিশেষ প্রভাব ফেলতে পারে। তাই আজ থেকেই অন্য দেশের ভাষা নিয়ে পর্যালোচনা শুরু করুন।

প্রেজেন্টেশনের জন্য নিজেকে প্রস্তুত করেঃ



Source

আমাদের মধ্যে অনেকেই প্রেজেন্টেশন নিয়ে খুব ভিতস্তত বোধ করেন। এটা স্বাভাবিক, অনেক গুলি মানুষের সামনে নিজের বক্তব্য তাদের কে বুঝিয়ে বলা আসলেই অনেক বড় ব্যপার। কিন্তু এটি যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার চাকরিজীবনে উন্নতিতে এটি বড় অবদান রাখতে পারবে। তাই ছাত্রজীবনে বিভিন্ন তর্ক-বিতর্ক মুলক এক্টিভিটিসে যোগদান করে নিজেকে গড়ে তুলুন একজন সফল প্রেজেন্টার হিসেবে।

নিজের সমস্যা নিজেই সমাধান করতে শিখুনঃ


Source
জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আমাদেরকে ধাওয়া করবে এটা স্বাভাবিক। তাই বলে হতাশ হয়ে অন্যদের কাছে নিজের সমস্যা নিয়ে গল্প করলে সমস্যার সমাধান হবে না। তাই অন্যকে বলার আগে নিজেই চিন্তা করুন কিভাবে নিজের সমস্যার সমাধান করা যায়। নিজেকে নানা ধরনের প্রশ্ন করুন সমস্যা নিয়ে এবং সেই প্রশ্নের উত্তর নিজেই খুজে বের করুন। অন্যের সাহায্য নিয়ে নিজের সমস্যা সমাধান থেকে বিরত থাকুন।

নিজের চাকুরির সিভি নিজেই তৈরি করতে শিখুনঃ


আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সিভি নিয়ে বেখেয়ালিপানা করে থাকেন। চাকরির যুদ্ধে সিভিই আপনার প্রধান অস্ত্র । রিক্রুটাররা আপনার সিভি দেখেই আপনাকে ইন্টারভিউ বোর্ডে ডাকবেন। তাই কম্পিউটার কম্পোজ শপে গিয়ে অন্যের সিভির কপি ইডিটিং না করে ঘরে বসেই নিজের সিভি তৈরি করুন। আপনার গুন আপনি ছাড়া অন্যকেউ ভালো জানতে পারে না তাই আপনার সকল খুটি নাটি গুন তুলে ধরুন আপনার সিভিতে। সিভির ফরম্যাটে নতুনত্যের ছোয়ায় সুন্দর করে তৈরি করুন।

Untitled.png
zakucustomfooter2.gif

Sort:  

এটা আপনি ঠিক বলেছেন @zaku ভাই,, আমরা যখন পড়াশোনা করি তখন বেশিরভাগ সময় কাটায় পড়াশোনা এর মধ্যে, কিন্তু তখন কখনো চিন্তা করিনা আমি extra কিছু করবো, extra কিছু জানবো, শুধু মাত্র এটা আমাদের মাথায় আসে কি করে ভালো রেজাল্ট করবো কি করে এই পড়া টা মুখস্থ করবো, শুধু পড়াশোনা নিয়ে আমরা competition করি,, তখন একটা কথা মাথায় আছে পড়াশোনা শেষ করে একটা কিছু করতে হবে,,,, কিন্তু আমরা যদি পড়াশোনা এর সাথে সাথে extra কিছু করে থাকি তাহলে আমাদের আগের দিনে সেটি খুব কাজে লাগবে, আজকের দিনে আমাদের সব থেকে বড় problems hocche ভাষা, আমরা শুধু আমাদের মাতৃভাষা নিয়ে পড়ে থাকি,, ঠিক আছে আমি একজন বাঙালি, আমার বাংলা দরকার, কিন্তু তার সাথে সাথে আরো 2/3 টি ভাষা জানা দরকার,, ki বলেন ভাই @zaku

ধন্যবাদ @milanm আপনার মুল্যবান সময় দিয়ে পোস্টটা পড়ার জন্য এবং খুব সুন্দরভাবে নিজের বক্তব্য কমেন্টে জানানোর জন্য। আপনার সব কয়টি যুক্তির সাথে আমিও একমত। এখনকার চাকরির বাজারে এক্সট্রা কারিকুলাম আয়ত্ত না করতে পারলে চাকরি পাওয়া খুব দুষ্কর ।

এটা ঠিক বলছো @zaku ভাই. Because আমি নিজে এর সাথে যুদ্ধ করে, তবেই Government services পেয়েছি, আজকের দিনে government job পাওয়া মানে direct upor wala এর সাথে সাক্ষাৎ পাওয়া,, ki বলেন আপনারা সবাই???

Hi I am @ansaribp . I am Love to Steemit. You are awesome. I need your friendship, kindly follow me and i will follow you too. I can get you Free UpVotes Just For Friendship. Thank you my dear.

Thank You.gif

100% sure sir, @ansaribp We all have to work together steemit. We can not walk alone in steemit. We have to make a team at Steemit. I follow you upvote, comments, follow. Now turn your turn

আমি আপনার কথায় সহমত কারন লেখা পড়ার পাশা পাশি Genarel knowlage থাকা প্রয়োজন... @Milanm ভাই

তুমি ঠিক বলছো @bangladesh71 ভাই, শুধু পড়াশোনার উপর নির্ভর থাকলে হবে না, তার পাশাপাশি কিছু extra শিক্ষা দরকার আছে আমাদের জীবনে, যেটা পরবর্তী কালে কাজে লাগে,

এখন আমরা প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছি এখন আমরা শিক্ষা বলতে বুঝি তা হলো সার্টিভিকেট ভিক্তিক। কিন্ত out knowlage নেই বললেই চলে তাও আবার বলি সৃজনশীল পড়ালেখা পড়া। @milanm ভাই!

আপনি ঠিক বলেছেন, আমাদের জীবনে সমস্যার কোন শেষ নেই। যেখানে যাবেন সেখানেই সমস্যা। চলাফেরা, বন্ধুদের সাথে আড্ডা, অফিসিয়াল কাজ, ইন্টারনেটে কোন কাজ করবেন কিংবা জীবনের যে কোন পর্যায়েই আমাদের সমস্যা দেখা দেয় আর সামনেও দিবে। কিন্তু তাই বলেতো জীবন থেমে থাকবে না। সমস্যার মোকাবিলা করে এগিয়ে যেতে হবে সমাধানের পথে। কিন্তু এই ক্ষেত্রে দেখা দেয় আরো একটা সমস্যা, তা হল আমরা সমস্যা সয়াধান নিজ নিজে করতে পারি না সহজে। সবাই অন্যের উপর নির্ভর করি। নিজেও যদি কোন সমস্যার সমাধান করতে পারি তবুও নিশ্চিত হতে পারি না যে এটাই ভালো সমাধান। অন্যের কাছে জিজ্ঞেস করি নিশ্চিত হয়ে নেই যে এটাই ঠিক হবে কি না।

ধন্যবাদ

Helpful post tnx

Please don't comment with one thing unrelated to the subject. i'm terribly tolerant and support folks posting regarding something they require. however sleep with on your own topic, don't spam your silly purposeless comments in different people's topics. it'll not does one any sensible.

Correct sir

ভাই খুব ভালো কথা বলেছেন। আমাদের দেশে শিক্ষার্থীরা শুধু বইয়ের পৃষ্ঠা মুখস্হ করে যার সীমা পরীক্ষা পর্যন্তই। কিন্তু শিক্ষার আসল উদ্দেশ্য কি তা ?? শিক্ষার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস খুব প্রয়োজন। আজকে প্রথম আলোর স্বপ্ন নিয়ে ম্যাগাজিনে ল্যারি পেজের কয়েকটা টিপস পড়লাম। তার মতে সফল হতে হলে ডিগ্রি অর্জনের তেমন প্রয়োজন নেই।
আর আপনি যে নতুন ভাষার প্রতি আগ্রহের কথা বলেছেন, সেটা অনেক গুরুত্বপূর্ণ। বাংলা এবং ইংরেজি ছাড়া তৃতীয় একটি ভাষা শিক্ষা একজন মানুষকে অনেক স্মার্ট করে তোলে বিশেষ করে সেটা যদি জাতিসংঘের অনুমোদিত অফিসিয়াল পাঁচটি ভাষার একটি হয়।

Hi I am @ansaribp . I am Love to Steemit. You are awesome. I need your friendship, kindly follow me and i will follow you too. I can get you Free UpVotes Just For Friendship. Thank you my dear.

Thank You.gif

Source
Leaving comments asking for votes, follows, or other self promotional messages could be seen as spam.

More Information:

The Art of Commenting
Comment Classifications

This type of comment is recognized as spamming. This time I am not downvoting you. But further if you do it , I'll flag you.
So, don't do this anymore.

দারুন উপদেশ ভাই,তবে সবার কপাল তো আর সমান না,কিছু করে দেখানু এটা ও একটা ভাগ্য ,আবার কিছু করতে গিয়ে হেরে যাওয়া এটা ও একটা ভাগ্য ,যা আমার বেলায় এটাই বেশি হয় হেরে যাই,কিছু করার নেই কপাল খারাপ,তবে পিছু ছাড়া ছল্বে না,ছলতেই থাকবই

কপাল কখনো নিজে নিজে গড়ে উঠে না, কপাল গড়তে হয়। কঠোর পরিশ্রম করুন দেখবেন আপনি আপনার কপাল নিয়ে একদিন গৌরববোধ করবেন। ধন্যবাদ আপনার মুল্যবান সময় দিয়ে পোস্টটি পরার জন্য এবং কমেন্টের জন্য।

ধন্যবাদ ভাই,জি কপাল গড়তে হয় ভাই,,,,আজ থেকে ইট পাথর দিয়ে গড়া শুরু করবো,,দালান না উটা পর্যন্ত
থামবো না, দোয়া করবেন ভাই।

@zaku ভাই আপনাকে স্বাগতম জানাই
নিজে যা জানি অপরকে তা জানাতে চেষ্টা করি.... একদিন আমি থাকবো না কিন্ত আমার দেয়া শিক্ষা পৃথিবীতে থাকবে, যেকোনো ক্ষেত্রে। অহংকার পতনের মূল। আপনার সুন্দর পরামর্শ আমার জীবনকে আগ্রহী করে তুলছে।
ধন্যবাদ

ধন্যবাদ @bangladesh71 ভাই খুব সুন্দর কিছু কথা বলেছেন। আপনার মতো আমিও একই চিন্তা করেই মানুষকে নানা ভাবে সহযোগিতা করার চেস্টা করি।

@zaku ভাই আমি আপনার অনেক প্রসংসা শুনেছি.......
ধন্যবাদ ভাই
আমি আপনাদের Steemit Group এ যুক্ত হতে চাই!
অনুগ্রহ করে যদি আমাকে আপনাদের সাথে সংযুক্ত করেন

আপনি আমাদের বাংলাদেশী স্টিমিট কমিউনিটি তে যোগদিন সেখানে অনেকেই রয়েছে আপনাকে সাহায্য করার জন্য। ডিস্কর্ড লিঙ্কঃ https://discord.gg/Z3P6bbt

ধন্যবাদ ভাই!
এটি ব্যবহার করতে তো আমি পারি না
অনুগ্রহ করে যদি সমস্যায় পরি হেল্প করবেন

@Zaku ভাই join হয়েছি Discord এ কিন্ত কাউকেই তো পাই না আপনার দেওয়া লিংক ই তো ডাউনলোড করে join হলাম এখন কেমনে কি করবো বলুন ভাই

আমাকে একটু সাহায্য করবেন - আমি এইখানে কিছুই জানি না ?

অবশ্যই আপনাকে সাহায্য করতে আমরা আগ্রহি, আপনি আমাদের বাংলাদেশী স্টিমিট কমিউনিটি তে যোগদিন সেখানে অনেকেই রয়েছে আপনাকে সাহায্য করার জন্য। ডিস্কর্ড লিঙ্কঃ https://discord.gg/Z3P6bbt

Hi I am @ansaribp . I am Love to Steemit. You are awesome. I need your friendship, kindly follow me and i will follow you too. I can get you Free UpVotes Just For Friendship. Thank you my dear.

Thank You.gif

You got a 63.49% upvote from @bdvoter courtesy of @zaku!

Delegate Your SP to us at @bdvoter and earn daily 100% profit share for your Delegation & Reward will be Distributed Automatically Daily.

500 SP, 1000 SP, 2500 SP, 5000 SP, 10000 SP.

If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server & If you want to support our service, please set your witness proxy to Steemit Bangladesh.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 64693.66
ETH 2975.51
USDT 1.00
SBD 3.70