BCS Plannin!

in #surpassinggoogle6 years ago

অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও একটা ভালো সরকারি চাকরি পাচ্ছেন না কেন???
---©Gazi Mizanur Rahman
.
*ফেইসবুকে, মোবাইলে, বিভিন্ন ব্লগে এমনকি রাস্তাঘাটে দেখা হলে অনেকেই বলতে দেখেছি, "স্যার, আমার বিসিএস ক্যাডার হওয়ার খুব ইচ্ছে। স্যার, আমার একটা সরকারি চাকরি খুব দরকার।"
আমার অমুক জবটা খুব দরকার!
.
আরে ভাই, বাংলাদেশে (এমন কি বিশ্বের যে কোনো দেশে) একটা সরকারি দরকার নাই কিংবা কোনো চাকরির দরকার এমন লোক আপনি খুঁজে পাবেন?
হয়তো পেতে পারেন; তবে সেটা লাখে কোটিতে একজন।
.
এমনকি আমি এমন অনেক লোক দেখেছি যারা ক্লাস ফাইভ পাশ করেনি কিংবা এসএসসি পাশ করেনি তারাও বলে, "আচ্ছা আমাকে কি একটা চাকরির ব্যবস্থা করে দিয়া যাবে? একটা চাকরি হলে খুব ভালো হতো।" ইত্যাদি ইত্যাদি।
তাহলে দেখা গেলে দেশে-কিংবা বিদেশে সবারই একটা চাকরি দরকার। আর সেটা যদি হয় সরকারি তাহলে তো কোনো কথাই নেই!
এখন কথা হলো এই যে একটা চাকরি পাওয়ার জন্য চাকরি চাকরি করছেন, আপনি তার জন্য কতটুকু সময় দিয়েছেন? তার জন্য কতটুকুই বা সাধনা করেছেন?

আপনি আপনার প্রেমিকা/প্রেমিকের মন রাখার জন্য ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে কথা বলে সময় নষ্ট করছেন। মোবাইলে রিচার্জ করে অনেক অর্থ অপচয় করেছেন। মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে কান ও মোবাইল গরম হয়ে যায় তাও কথা বলা শেষ হয় না! চ্যাটিং করতে করতে মোবাইলের চার্জ শেষ হয়ে যায়; অনেক সময় চার্জে লাগিয়ে চ্যাট করেন কিংবা কথা বলেন। ঘুমের কারণে চোখ মেলতে পারেন না, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলতে বলতে, কিংবা চ্যাটিং করতে করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছেন সেটা ঘুম থেকে উঠার পরও বলতে পারেন না!
.
এই যদি আপনার অবস্থা, তাহলে আপনি কীভাবে একটা সরকারি চাকরি বা একজন বিসিএস ক্যাডার হওয়ার আশা করেন?
এক প্রেমিকা/প্রেমিকের মন রক্ষা করতে এতো সময় আর এতো অর্থ নষ্ট করছেন? এতো সাধনা করছেন? এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন, তার তুলনার একটা ভালো সরকারি চাকরি পাওয়ার জন্য কতটুকু সময় দিয়েছেন আর কতটুকু সাধনা করেছেন?
.
তাহলে আপনিই বলুন, আপনি কোনটা পাওয়ার জন্য বেশি সময় ব্যয় করছেন? সাময়িক প্রশান্তির জন্য প্রেমিকা/প্রেমিকের মন রক্ষা করার জন্য নাকি একটি ভালো সরকারি বা বেসরকারি চাকরি পাওয়ার জন্য?
আপনি যদি আপনার একটা চাকরি পাওয়ার জন্যই তুলনামূলক অধিক সময় ও অর্থ ব্যয় করেন, সাধনা করেন তাহলে সেটাই পাবেন। তবে আপনি যদি বিপরীতটা করেন ফাইনালি সেটা পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। ৫০-৫০ চান্স। কারণ সে আপনার চেয়ে ভালো পজিশনে চলে গেলে ডিগবাজি দিবে না তার কোনো গ্যারান্টি নেই! বরং আপনি প্রেমিক/প্রেমিকার পিছনে ঘুরে অযথা সময় ও অর্থ ব্যয় না করে সেই সময়, অর্থ, মেধা, শ্রম পড়শোনার পিছনে ব্যয় করুন; একটা ভালো চাকরি পাওয়ার পিছনে ব্যয় করুন। দেখবেন, একটা ভালো চাকরি পেয়ে গেলে শুধু সেই প্রেমিক/প্রেমিকাই নয় তার অভিভাবকও আপনাকে পাওয়ার জন্য অধিক সময় ব্যয় করবে, আপনাকে পেতে সাধনা করবে!
আরেকটি কথা মনে রাখবেন, আপনি প্রথম পড়াশোনার পিছনে ঘুরুন, দেখবেন চাকরি আপনার পিছনে ঘুরছে দুদিন আগে বা পরে । আর চাকরি যখন আপনার পিছনে ঘুরবে তখন দেখবেন প্রেমিক/প্রেমিকা, তার অভিভাবক এমনকি সারা পৃথিবীই আপনার পিছনে ঘুরছে।
আচ্ছা আপনি কখনো দেখেছে এই পৃথিবী কোনো ব্যর্থ ও পরাজিতদের পূজা করতে? সারা পৃথিবীই কিন্তু সফল ও জয়ীদের পূজারী ব্যর্থ কিংবা পরাজিতদের নয়!
.
সবশেষে আমার প্রিয় ও অনুপ্রেণার একজন মানুষ এপিজে আবদুল কালামের একটি উক্তি মনে করিয়ে দিতে চাই, "Be more dedicated to make solid achievements than in running after swift but synthetic happiness."
.
*সকল সৎ পরিশ্রমী ও আশাবাদীদের জন্য অনেক অনেক শুভ কামনা।


©©© গাজী মিজানুর রহমান
***৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার,
****সাবেক সিনিয়র অফিসার
(পূবালী ব্যাংক লিমিটেড)
***প্রতিষ্ঠাতা ও পরিচালক: BCS টেকনিক (বিসিএস স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম)
©©© লেখক: BCS Preliminary Analysis (বাংলাদেশের প্রথম বিসিএস প্রিলির সাজেশনভিত্তিক বই।)
©©© লেখক: প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস ( বাংলাদেশের প্রথম প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশনভিত্তিক বই।)
Anēka icchā thākā sattbē'ō ēkaṭā bhālō sarakāri cākari pācchēna nā kēna???
---©Gazi Mizanur Rahman
.

images (2).jpeg
Source

*Phē'isabukē, mōbā'ilē, bibhinna blagē ēmanaki rāstāghāṭē dēkhā halē anēkē'i balatē dēkhēchi, "syāra, āmāra bisi'ēsa kyāḍāra ha'ōẏāra khuba icchē. Syāra, āmāra ēkaṭā sarakāri cākari khuba darakāra."
Āmāra amuka jabaṭā khuba darakāra!
.
Ārē bhā'i, bānlādēśē (ēmana ki biśbēra yē kōnō dēśē) ēkaṭā sarakāri darakāra nā'i kimbā kōnō cākarira darakāra ēmana lōka āpani khum̐jē pābēna?
Haẏatō pētē pārēna; tabē sēṭā lākhē kōṭitē ēkajana.
.
Ēmanaki āmi ēmana anēka lōka dēkhēchi yārā klāsa phā'ibha pāśa karēni kimbā ēsa'ēsasi pāśa karēni tārā'ō balē, "ācchā āmākē ki ēkaṭā cākarira byabasthā karē diẏā yābē? Ēkaṭā cākari halē khuba bhālō hatō." Ityādi ityādi.
Tāhalē dēkhā gēlē dēśē-kimbā bidēśē sabāra'i ēkaṭā cākari darakāra. Āra sēṭā yadi haẏa sarakāri tāhalē tō kōnō kathā'i nē'i!
Ēkhana kathā halō ē'i yē ēkaṭā cākari pā'ōẏāra jan'ya cākari cākari karachēna, āpani tāra jan'ya kataṭuku samaẏa diẏēchēna? Tāra jan'ya kataṭuku'i bā sādhanā karēchēna?

Āpani āpanāra prēmikā/prēmikēra mana rākhāra jan'ya ghaṇṭāra para ghaṇṭā mōbā'ilē kathā balē samaẏa naṣṭa karachēna. Mōbā'ilē ricārja karē anēka artha apacaẏa karēchēna. Mēsēñjāra, imō, hōẏāṭasa'ayāpē kathā balatē balatē kāna ō mōbā'ila garama haẏē yāẏa tā'ō kathā balā śēṣa haẏa nā! Cyāṭiṁ karatē karatē mōbā'ilēra cārja śēṣa haẏē yāẏa; anēka samaẏa cārjē lāgiẏē cyāṭa karēna kimbā kathā balēna. Ghumēra kāraṇē cōkha mēlatē pārēna nā, kintu ghumiẏē ghumiẏē kathā balatē balatē, kimbā cyāṭiṁ karatē karatē karatē kakhana yē ghumiẏē paṛēchēna sēṭā ghuma thēkē uṭhāra para'ō balatē pārēna nā!
.
Ē'i yadi āpanāra abasthā, tāhalē āpani kībhābē ēkaṭā sarakāri cākari bā ēkajana bisi'ēsa kyāḍāra ha'ōẏāra āśā karēna?
Ēka prēmikā/prēmikēra mana rakṣā karatē ētō samaẏa āra ētō artha naṣṭa karachēna? Ētō sādhanā karachēna? Ēkhana āpani nijēkē jijñēsa karuna, tāra tulanāra ēkaṭā bhālō sarakāri cākari pā'ōẏāra jan'ya kataṭuku samaẏa diẏēchēna āra kataṭuku sādhanā karēchēna?
.
Tāhalē āpani'i baluna, āpani kōnaṭā pā'ōẏāra jan'ya bēśi samaẏa byaẏa karachēna? Sāmaẏika praśāntira jan'ya prēmikā/prēmikēra mana rakṣā karāra jan'ya nāki ēkaṭi bhālō sarakāri bā bēsarakāri cākari pā'ōẏāra jan'ya?
Āpani yadi āpanāra ēkaṭā cākari pā'ōẏāra jan'ya'i tulanāmūlaka adhika samaẏa ō artha byaẏa karēna, sādhanā karēna tāhalē sēṭā'i pābēna. Tabē āpani yadi biparītaṭā karēna phā'ināli sēṭā pābēna kinā tāra kōnō gyārānṭi nē'i. 50-50 Cānsa. Kāraṇa sē āpanāra cēẏē bhālō pajiśanē calē gēlē ḍigabāji dibē nā tāra kōnō gyārānṭi nē'i! Baraṁ āpani prēmika/prēmikāra pichanē ghurē ayathā samaẏa ō artha byaẏa nā karē sē'i samaẏa, artha, mēdhā, śrama paṛaśōnāra pichanē byaẏa karuna; ēkaṭā bhālō cākari pā'ōẏāra pichanē byaẏa karuna. Dēkhabēna, ēkaṭā bhālō cākari pēẏē gēlē śudhu sē'i prēmika/prēmikā'i naẏa tāra abhibhābaka'ō āpanākē pā'ōẏāra jan'ya adhika samaẏa byaẏa karabē, āpanākē pētē sādhanā karabē!
Ārēkaṭi kathā manē rākhabēna, āpani prathama paṛāśōnāra pichanē ghuruna, dēkhabēna cākari āpanāra pichanē ghurachē dudina āgē bā parē. Āra cākari yakhana āpanāra pichanē ghurabē takhana dēkhabēna prēmika/prēmikā, tāra abhibhābaka ēmanaki sārā pr̥thibī'i āpanāra pichanē ghurachē.
Ācchā āpani kakhanō dēkhēchē ē'i pr̥thibī kōnō byartha ō parājitadēra pūjā karatē? Sārā pr̥thibī'i kintu saphala ō jaẏīdēra pūjārī byartha kimbā parājitadēra naẏa!
.
Sabaśēṣē āmāra priẏa ō anuprēṇāra ēkajana mānuṣa ēpijē ābadula kālāmēra ēkaṭi ukti manē kariẏē ditē cā'i, "Be more dedicated to make solid achievements than in running after swift but synthetic happiness."
.

images (3).jpeg
Source

*Sakala saṯ pariśramī ō āśābādīdēra jan'ya anēka anēka śubha kāmanā.


©©© Gājī mijānura rahamāna
***35tama bisi'ēsa (sādhāraṇa śikṣā) kyāḍāra,
****sābēka siniẏara aphisāra
(pūbālī byāṅka limiṭēḍa)
***pratiṣṭhātā ō paricālaka: BCS ṭēkanika (bisi'ēsa spēśāla prā'ibhēṭa prōgrāma)
©©© lēkhaka: BCS Preliminary Analysis (bānlādēśēra prathama bisi'ēsa prilira sājēśanabhittika ba'i.)
©©© Lēkhaka: Prā'imāri śikṣaka niẏōga ayānālā'isisa (bānlādēśēra prathama prā'imāri śikṣaka niẏōga parīkṣāra sājēśanabhittika ba'i.)
Show more
Why not get a good government job despite many wishes ???
--- © Gazi Mizanur Rahman
.
Many people have seen it when they are seen on Facebook, mobile, and even in different blogs, "Sir, I want to be a BCS cadre." Sir, I need a government job. "
I need such a job!
.
Hey brother, in Bangladesh (even in any country in the world) does not need a government or you find someone who needs a job?
Maybe get; But it is one in Kochi.
.
Even I saw many people who did not pass class five or passed SSC, they also said, "Well, would I be able to get a job, would it be better if I got a job?" Etc. etc.
If you see, everyone needs a job in the country or abroad. And if that is the government then there is no word!
Now it is the job that a job is to get a job, how much time you have given for it? How much did he or for him?

You are wasting your time for talking to your girlfriend / boyfriend for hours on mobile phone. There was a lot of money wasted by recharge on mobile. Messengers, emo, talk about whatsapp, ears and mobile are hot, it does not end! Mobile charging ends with chatting; Sometimes chatting or chatting in charge. Can not see the eyes due to sleep, but to sleep, to speak, or to do chatting while sleeping, can not say after sleeping!
.
If this is your situation, how would you expect to be a government job or a BCS cadre?
To save the mind of a lover / lovers so much money and so much money? Are you doing so much? Now ask yourself, how much time did you have to get a better government job compared to it, and how much did you pursue?
.
Then you say, what are you spending more time to get? To protect the lover / boyfriend's mind for temporary peace or to get a good government or private job?
If you spend more time and money only to get one job, then you can get it. But if you do the opposite, then there is no guarantee that the finals will get it. 50-50 chances. Because he does not dare to leave you better position, he has no guarantee! Instead, you spend behind unnecessary time and money in the back of your boyfriend / girlfriend, spend money, talent, labor, behind studying; Spend after getting a good job. See, if you get a good job, not only that boyfriend / lover, his guardian will also spend more time to get you, you will be able to achieve!
Another thing to remember is, you should be behind the first study, you will see that the job is behind you two days before or after. When the job is behind you, you will see the boyfriend, his guardian, and even the whole world walking behind you.
Have you ever seen this world to worship any failures and defeats? The world is successful but the successors of the victors failed or not defeated!
.
Finally, one of my favorite and unfriendly people, APJ Abdul Kalam, reminded me of a statement, "Be more dedicated to make achievements than in running after swift but synthetic happiness."
.

  • Many good wishes for all honest and hopeful people.

© Egie Gazi Mizanur Rahman
*** 35th BCS (general education) cadre,
**** Former senior officer
(Pubali Bank Limited)
*** Founder and Director: BCS Technique (BCS Special Private Program)
© Voice Authors: BCS Preliminary Analysis (The first BCS preliminary book b....

Sort:  

Exclusive offer GET 5 STEEM Airdrop
Join our Site and get 5 steem airdrop on your steem account. The Campaign has start for attract new user to use our service and mass adoption.
Get 5 STEEM NOW CLICK HERE

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64266.94
ETH 3077.24
USDT 1.00
SBD 3.87