FinTech, Blockchain এবং আমাদের অর্থনীতি

in #technology5 years ago

আচ্ছা যদি এমন হতো ব্যাংকে গেলে আর বড় বড় খাতাগুলো দেখতে হত না, ডাটাবেজে থাকা তথ্যগুলোর নিশ্চয়তা নিয়ে ভাবতে হতো না, কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে এর সঠিক তথ্য নিয়ে ভাবতে হত না, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে থাকা অথবা জমা থাকা তথ্য নিয়ে আমাদের চিন্তিত হতে হত না, সরকারি কোন সেক্টরে কত টাকা খরচ হয়েছে এ নিয়ে জনমনে বিন্দুমাত্র সন্দেহ থাকত না, আমাদের Privacy অনেক বেশি Secured থাকত। এই চাওয়া গুলো আমাদের স্বপ্নের মত। আর পুরো পৃথিবী যখন এই চাওয়াগুলোকে পাওয়া করে নিচ্ছে ঠিক তখনি আমাদের অর্থনীতি পিছিয়ে আছে সবার শেষে। এইসবগুলো সমস্যার সমাধান ও কিন্তু খুবই সোজা। শুধুমাত্র Blockchain Technology এই মাধ্যমেই এইসবের সহজ সমাধান করতে পারি আমরা।

Blockchain কি?

Blockchain হল একটি সম্পূর্ণ অপরিবর্তনীয় একটা Distributed & Decentralized ledger যেখানে তথ্যগুলো Encrypted আকারে প্রতিটি Block এ জমা হবে এবং ব্লকগুলো মিলিত হয়ে একটি Chain তৈরি করবে যা হবে Blockchain. একটু পেঁচিয়ে গেলাম তাই না? এক বাক্যে বুঝারমত টেকনোলোজিও এটা নয়। একটু সহজ করে বোঝার চেষ্টা করি। ব্যাংকি লেনদেনে যদি বড় বড় খাতা আর ডাটাবেজ এর পরিবর্তে আমরা Blockchain Technology ব্যবহার করতাম তাহলে কি হতো? লেনদেনটি Posting করার সাথে সাথে এটি Encrypted আকারে Block এ Listed হয়ে যেত। আচ্ছা তাহলে সুবিধা কি? একটু আগে যে সমস্যাগুলো নিয়ে কথা বলেছি সেগুলোর দিকে একটু তাকাই। যদি ডাটাবেজে আমরা এ সকল তথ্য Store করি তাহলে Hacking এর একটি নিরাপত্তা ঝুঁকি থেকেই যায়। তাছাড়া ব্যাংক কর্মকর্তা ও ব্যবহারকারীদের নিকটও এটি একটি Privacy Threat। Blockchain Technology এর মাধ্যমে ডাটাগুলো Stored করা হলে Hack করা প্রায় অসম্ভব। কেননা এই তথ্যগুলো Encrypted থাকতো যা পড়তে হলে নির্দিষ্ট Block এর Private Key লাগবে। আর এই Block গুলো Hack করতে হলে Hacker কে Block গুলোর Private Key দিয়ে Data গুলো পড়তে হবে যা প্রায় অসম্ভব। তারপরও কেউ যদি যে কোন একটা Block কোনভাবে Crack করে তথ্যের পরিবর্তন ঘটাতে চায় তাহলে তাকে সবগুলো Block Crack করতে হবে যা Technically অসম্ভব। কেননা Blockchain হলো distributed & Decentralized. এই সিস্টেমকে অচল করতে হলে পৃথিবীর সব Computer & Internet ব্যবস্থাকে ডাউন করতে হবে যা প্রায় অসম্ভব। ঠিক একইভাবে আমরা আমাদের জাতীয় ও অর্থনৈতিক জীবনে প্রতিটি স্তরে আমাদের ডাটা নিরাপত্তার জন্য Blockchain Technology ব্যবহার করতে পারি আর আমাদের চাওয়াগুলো পাওয়া করে নিতে পারি।

আমাদের অর্থনীতি ও Fintech:

বিশ্বের নামিদামি কোম্পানি যখন এই Blockchain Technology ব্যবহার করছে আর Financial Market এ তাদের শেয়ারের দাম বাড়িয়ে চলছে ঠিক এই সময়েই আমরা ৫-১০ বছরের পুরনো Technology নিয়ে পড়ে আছি। তাই আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে Fintech Industry তে আমাদের এগিয়ে রাখতে হলে এই Blockchain Technology Adopt করা অপরিহার্য।


Originally posted on ShahadatSagor. Steem blog powered by ENGRAVE.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 62873.38
ETH 3037.14
USDT 1.00
SBD 3.63