দাঁতের পোকা লক্ষণ ও প্রতিরোধ

in #tooth6 years ago

দাঁতের পোকার লক্ষণ :

দাঁতে প্রথম এই ছোট গর্ত দেখা যায়। এটি ধীরে ধীরে বড় হয় এবং তা পরবর্তীকালে প্রদাহজনিত রোগে রূপান্তরিত হয়। এ সময় বেশ ব্যথা অনুভূত হয়।

দাঁতের পোকার প্রতিরোধ :

যেকোনো খাবার গ্রহণের পর ভালোভাবে কুলকুচি করবেন। ব্রাশ করার পাশাপাশি ডেন্টাল ফ্লশ ব্যবহার করতে পারেন। এতে এ ধরনের সমস্যা অনেকখানি এড়াতে পারবেন। দাঁতে হটাৎ বেশি বেথা করলে ষরিসার তেলে সামান্য লবণ ও ফিটকিরি মিশিয়ে রোজ রাতে শোওয়ার আগে দাঁত ও মাড়ি মালিশ করুন।যতদিন সমস্যার সমাধান না হচ্ছে ততদিন এভাবে চলবে এবং ততদিন ব্রাশ ব্যবহার না করে আঙুল ‍দিয়েই দাঁত মাজুন আর বেশি সমস্যা মনে হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। দাঁতের যত্ন নিন, ভালো থাকুন।

IMG_20180710_082916.jpg

Thanks you.
Keep loving @sneak01
Feedback and advises are highly recommended

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63900.40
ETH 3140.82
USDT 1.00
SBD 3.98