writing

in #writing6 years ago

আকাশ কালো।রাতে বৃষ্টি হয়েছে।
ভোরবেলায় ঠান্ডা পড়েছিল।জানালা দিয়ে তাকিয়ে আছি পাশের বাড়ির গাছগুলোর দিকে।কালচে সবুজ দেখাচ্ছে পাতাগুলো।

নিমগাছের চিকন পাতাগুলো
তিরতির করে কাঁপছে।তারপর আকাশ ভেঙে বৃষ্টি এল।অঝোর বর্ষণ।

এমন দিনে কী লিখতে মন চায় ?

—বলেছিলেন, প্রমথ চৌধুরী।

আর রবীন্দ্রনাথ বলেছিলেন,এমন দিনে তারে বলা যায়,এমন ঘনঘোর বরিষায়।দুজনে মুখোমুখি বসতে হবে,গভীর দুখে দুখি হতে হবে,তারপর বলতে দু কথা,সমাজ-সংসার সব মিছে হয়ে যাবে,মিছে হয়ে যাবে জীবনের কলরব।

হুম.....জীবনের সব কলরব মিছে হয়ে যাক...

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 64453.46
ETH 2971.59
USDT 1.00
SBD 3.59